ওয়ালটন আয়রন দাম কত টাকা ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ওয়ালটন আয়রন দাম কত টাকা ২০২৫ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারবেন বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বেশ কয়েকটি ওয়ালটনের আয়রন মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।

আমরা সচরাচর জামাকাপড় ইস্ত্রি বা লন্ডি করার জন্য সাধারণত কাপড়ের দোকানে নিয়ে যাই । তারপর উনাদেরকে বলি আমাদের জামা কাপড় গুলো ইস্ত্রি করে দিন । তখন আমরা জামা কাপড় ইস্ত্রি করার জন্য দোকানদারকে কিছু টাকা দিতে হয় । কিন্তু আপনি যদি নিজেই আয়রন কিনে নেন তাহলে কিন্তু নিজের জামা কাপড় ইস্ত্রি করতে পারবেন ।

আরও পড়ুন ➝ ভিশন আয়রন মেশিন দাম কত টাকা

এই কাজের জন্য আপনাকে কাউকে কোন টাকা  দিতে হবে না । একবার আয়রন কিনে নিলে নিজের কাপড়চোপড় ইস্ত্রি করার পাশাপাশি পরিবারের সকলের কাপড়-চোপড় ইস্ত্রি করতে পারবেন বিনামূল্যে । তাই আয়রন আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য ।

অনেকেই ইতিমধ্যে আয়রন কিনার জন্য আগ্রহী হয়ে উঠেছেন । তার জন্য গুগল অথবা ইউটিউবে বিভিন্ন কোম্পানির আয়রন সম্পর্কে সার্চ করছেন । কিন্তু সঠিক নির্দেশনা পাচ্ছেন না কোন কোম্পানির আয়রন কিনবেন । আমরা জানি যদিও বা বাংলাদেশে অসংখ্য আয়রনের সরবরাহকারী কোম্পানী রয়েছে । সেখান থেকে কোন কোম্পানির আয়রন কিনবেন তা নির্ধারণ করা কষ্টসাধ্য ।

আমাদের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের কিন্তু বেশ কিছু জনপ্রিয় আয়রন রয়েছে । এই সকল আয়রন গুলো সর্বশেষ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । আপনি যদি ওয়ালটনের আয়রনের সুবিধা, ব্যবহারের নিয়ম এবং বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।

ওয়ালটন আয়রনের সুবিধা

আমরা বাজার অথবা অনলাইন থেকে ওয়ালটন আয়রন কেনার পূর্বে সেগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেওয়া খুবই উচিত । কেননা বাজারে ইতিমধ্যে অসংখ্য জনপ্রিয় আয়রনের কোম্পানী রয়েছে তারা ভালো ভালো সুযোগ-সুবিধা দিয়ে থাকে । যদি আমরা ওই সকল পণ্য থেকে বেশি সুবিধা পাই তাহলে অবশ্যই ওয়ালটনের পণ্য কিনবো । এখন নিচে আয়রনের সুবিধা উল্লেখ করা হলোঃ

  • walton আয়রনের দাম বাজারের অন্যান্য ব্র্যান্ডের আয়রনের থেকে তুলনামূলক কম হয়ে থাকে ।
  • বাজারে চলমান অন্যান্য ব্র্যান্ডের আয়রনের গুণগতমানের তুলনায় walton আয়রন গুণগত মান ভালো ।
  • ওয়ালটনের ড্রাই আইরন রয়েছে যেগুলো শুষ্ক কাপড় খুব দ্রুত লন্ডি করতে সহায়তা করে ।
  • এই আয়রনগুলোতে স্প্রে ফাংশন এবং ভার্টিক্যাল স্ট্রিমিং সিস্টেম চালু রয়েছে ।
  • walton আয়রন গুলোতে স্ব-পরিষ্কার সিস্টেম রয়েছে যা আপনার কাপড় চোপরকে পরিষ্কার রাখতে সহায়তা করে ।

উপরে উল্লেখিত সুযোগ-সুবিধা উপভোগ করার পাশাপাশি আরো অন্যান্য সুবিধা রয়েছে । তাই আপনি যদি এই সকল সুবিধা উপভোগ করতে চান তাহলে ওয়ালটন থেকে আয়রন কিনে ব্যবহার করতে পারেন ।

ওয়ালটন আয়রন ব্যবহারের নিয়ম

আপনি যদি ওয়ালটন থেকে আয়রন কিনেন তাহলে সেই পণ্যটি কিভাবে ব্যবহার করতে হয় তা জেনে নেওয়া খুবই জরুরী । আপনি ইতিমধ্যে আয়রন ব্যবহার করে থাকলে তারা তো ব্যবহার করতে পারবেন । কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন কিভাবে ব্যবহার করতে হয় আয়রন তা কিন্তু জানেন না । এখন walton আয়রন ব্যবহার করার বেশ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলোঃ

  • প্রথমে আপনার আয়রন পরিষ্কার করে নিন এবং জামাকাপড় লেবেল চেক করে নিন ।
  • তারপর আয়রনকে বৈদ্যুতিক সুইচ এর সাথে যোগ করে নিন ।
  • আয়রন গরম হওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন ।
  • যে কাপড়টি লন্ড্রি করবেন সেটি সমতল জায়গাতে রাখুন ।
  • আয়রন গরম হলে কাপড়ের উপর আস্তে আস্তে বা আলতো করে চালাতে থাকুন ।
  • আইরনটি আস্তে আস্তে সব জায়গায় ঘুরাতে থাকুন । কখনো এক জায়গাই স্থির রাখবেন না । বেশি সময় এক জায়গাই স্থির থাকলে কাপড় পুড়ে যেতে পারে ।
  • কখনো আচর দিয়ে কাপড় ঝাঁকি দিবেন না ।
  • আপনার কাপড় চারদিকে আয়রন চালানো শেষ হলে বৈদ্যুতিক সুইচ থেকে আনপ্লাগ করুন ।

উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী যদি আপনি ওয়ালটনের আয়রন ব্যবহার করুন । তাহলে আশা করি আপনার কাপড়টি সঠিকভাবে লন্ড্রি হয়ে যাবে ।

ওয়ালটন আয়রন দাম কত টাকা ২০২৫

আমরা ইতিমধ্যে walton আয়রনের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছি । এখন আমরা বেশ কিছু আয়রনের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনি যদি এই সম্পর্কে জানতে আগ্রহি হয়ে থাকেন তাহলে পোস্টটি কন্টিনিউ করতে থাকুন । নিচে বেশ কিছু আয়রনের মডেল নাম্বার ও দাম উল্লেখ করা হলোঃ

মডেল নাম্বার  ধরন দাম 
WIR-D01A DRY IRON Tk.1,090
WIR-D05 DRY IRON Tk.1,090
WIR-D09 DRY IRON Tk.1,190
WIR-D02 DRY IRON Tk.1,190
WIR-HD01 HEAVY DRY IRON Tk.1,890
WIR-D03 DRY IRON Tk.1,160
WIR-SSI 01 STEAM IRON Tk.9,500
WIR-D04 DRY IRON Tk.1,070

এখানে যতগুলো আয়রনের মডেল নাম্বার ও দাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে আপনার যে পণ্যটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন । এই সবগুলো আয়রন walton ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই পণ্যগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে ।  অনলাইনে এই আয়রন গুলো কিনতে ওয়ালটন অফিসিয়াল https://waltonbd.com/home-appliances/iron ওয়েবসাইট ভিজিট করুন ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের বেশ কিছু জনপ্রিয় আয়রনের মডেল নাম্বার ও দাম সম্পর্কে আলোচনা করেছি । পাশাপাশি ওই সকল আয়রন গুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং এর যাবতীয় সুবিধা সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি ইতিমধ্যে ওয়ালটন থেকে আয়রন কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত যে কোন একটি মডেল পছন্দ করে কিনে ব্যবহার করতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১.৫ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১.৫ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১.৫ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

ভিশন চার্জার ফ্যান দাম ১৪” কত
ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত

আপনি কি ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১ টন এসির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত ২০২৫
মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত

বর্তমানে বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য যতগুলো কোম্পানী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিনিস্টার বাংলাদেশ । এই কোম্পানির বেশ কিছু বিস্তারিত পড়ুন

ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫
ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৪

আপনি কি ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!