ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আমরা আজকের পোস্ট থেকে জানতে পারব ওয়ালটন চার্জার ফ্যানের পরিচিতি, বেশ কিছু ফ্যানের মডেল এবং দাম সম্পর্কে ।

আমাদের দেশের গরম কালে সাধারণত প্রচুর পরিমাণে লোডশেডিং হয়ে থাকে । যদি একবার কারেন্ট চলে যায় তাহলে কয়েক ঘণ্টা পর্যন্ত আসার কোন নাম গন্ধ থাকে না । একে তো প্রচুর গরম তার ওপর বাতাস গ্রহণের কোনো সুযোগ নেই তাহলে বুঝতেই পারছেন আপনার অবস্থা কি রকম হতে পারে ।

আরও পড়ুন ➝ ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত

এই গরমের সময় আমরা চার্জার ফ্যানের দিকে বেশি নজর দিয়ে থাকি । এজন্য অনলাইনে অথবা বিভিন্ন দোকান বা শোরুমে চার্জার ফ্যানের খোঁজ করে থাকি । চার্জার ফ্যানের বিশেষত্ব হচ্ছে একবার চার্জ করলে অনায়াসে ৫-৬ ঘন্টা পর্যন্ত চালানো যায় । তাই গরম কালে এই ফ্যানগুলোর দামও হুরহুর করে বাড়তে থাকে ।

যদি ও বাজারে অসংখ্য কোম্পানির চার্জার ফ্যান রয়েছে কিন্তু আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে দেশীয় পণ্য ওয়ালটন চার্জার ফ্যান সম্পর্কে জানা । আপনি যদি এই সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।

ওয়ালটন চার্জার পরিচিতি

আমাদের বাংলাদেশে অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালটন । আর আমরা সকলেই জানি ওয়ালটন হচ্ছে আমাদের দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি । এই কোম্পানির বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে তার মধ্যে অন্যতম একটি পণ্যের নাম হচ্ছে ওয়ালটন চার্জার ফ্যান ।

যদিও বা বাজারে অসংখ্য চার্জার ফ্যানের কোম্পানি রয়েছে যেমনঃ ভিশন চার্জার ফ্যান, ডিফেন্ডার চার্জার ফ্যান, সিঙ্গার চার্জার ফ্যান, এবং কেনেডি চার্জার ফ্যান ইত্যাদি । কিন্তু ওই সকল চার্জার ফ্যান থেকে এই ফ্যানের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন ➝ ভিশন চার্জার ফ্যান দাম ১৪” কত

তাছাড়া বাকি অন্যান্য চার্জার ফ্যান কোম্পানিগুলোর বেশিরভাগই চীনা কোম্পানির আওতাভুক্ত । ওই কোম্পানিগুলো তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে ফ্যান তৈরি করে থাকে । কিন্তু ওয়ালটন শুধুমাত্র বাংলাদেশে তাদের সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে চার্জার ফ্যানগুলো তৈরি করে যার ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।

ওয়ালটন চার্জার ফ্যানের সুবিধা

আমরা সকলেই জানি বাংলাদেশে অসংখ্য চার্জার ফ্যানের কোম্পানি রয়েছে । প্রায় সকল কোম্পানি তার গ্রাহকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে । কিন্তু আপনি গ্রাহক সেবা, চার্জার ওয়ারেন্টি এবং টেকসই কথা চিন্তা করলে ওয়ালটনের গুরুত্ব অপরিসীম । নিচে এই ফ্যানের বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করা হলোঃ

  • walton চার্জার ফ্যান খুবই বিদ্যুৎ সাশ্রয়ী হয় ।
  • এই ফ্যানগুলোতে সাধারণত 12V DC ব্যাটারি ব্যবহার করা হয় যা সাধারণত 5W হতে শুরু করে সর্বোচ্চ 18W পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে ।
  • এই ফ্যানগুলো পোর্টেবল যা খুব সহজে বহন করা যায় ।
  • walton চার্জার ফ্যানে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয় যা একবার চার্জ দিলে অনায়াসে ৫-৬ ঘণ্টা ব্যবহার করা যায় ।
  • এই ফ্যানগুলোতে এলইডি লাইট এবং রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে ।
  • এই ফ্যানগুলো খুব কম শব্দ করে এবং ঘুমের সময় ব্যবহার উপযোগী।

উপরোক্ত সুযোগ-সুবিধা উপভোগ করার পাশাপাশি আপনি এই চার্জার ফ্যানগুলো ক্রয় করলে আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন ।

ওয়ালটন চার্জার ফ্যানের মডেল

আমরা যখন ওয়ালটন চার্জার ফ্যানের কথা মাথায় আনি সবার প্রথমে এই ফ্যানের মডেল সম্পর্কে আমরা জানতে চাই । আপনি যদি ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চার্জার ফ্যান লিখে সার্চ করেন তাহলে অসংখ্য চার্জার ফ্যানের মডেল, ইঞ্চি পরিমাণ এবং দাম সহ উল্লেখ করা আছে । তারপর সেখান থেকে চাইলে ওই ফ্যানটি আমরা ক্রয় করতে পারি ।

তাছাড়া আপনার নিকটস্থ কোন ওয়ালটন শোরুম অথবা দোকান থাকলে সেখান থেকেও চার্জার ফ্যান ক্রয় করতে পারবেন । আমরা যদি চার্জার ফ্যানের মডেল সম্পর্কে অবগত হই তাহলে ওই পণ্যটির মূল্য দোকান থেকে বা শোরুম থেকে ক্রয় করতে গেলে আমাদের ঠকার সম্ভাবনা কম রয়েছে । নিচে বেশ কয়েকটি ফ্যানের মডেলের নাম উল্লেখ করা হলোঃ

  • W17OA-EM-MS
  • W17OA-MS
  • W17OA-AS
  • WRTF14A
  • WRTF12A
  • WRTF14B
  • WRTF12B
  • WRSF16A-PBC

উপরে বেশ কয়েকটি ওয়ালটন রিচার্জেবল চার্জার ফ্যান মডেল উল্লেখ করা হয়েছে । আপনারা চাইলে এই মডেল গুলো থেকে যেটি পছন্দ হয় সেটি ক্রয় করতে পারেন ।

ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৫

আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ালটনের চার্জার ফ্যান মডেল নাম সম্পর্কে জানতে পেরেছি । এখন উপরোক্ত মডেল গুলো কত ইঞ্চি এবং দাম কত টাকা সে সম্পর্কে জানব । কেননা আমরা কোন ফ্যান ক্রয় করার পূর্বে ওই ফ্যানের যাবতীয় তথ্য জেনে রাখলে ফ্যানটির সর্বোচ্চ সুবিধা উপভোগ করা যায় । এখন নিচে উপরোক্ত ফ্যানগুলোর দাম ছক আকারে উল্লেখ করা হলোঃ

মডেল নাম  ইঞ্চি দাম 
W17OA-EM-MS 17″ 5,990 Tk
W17OA-MS 17″ 6,290 Tk
W17OA-AS 17″ 6,690 Tk
WRSF16A-PBC 16″ 6,590 Tk
WRTF14A 14″ 4,490 Tk
WRTF12A 12″ 4,090 Tk
WRTF14B 14″ 4,390 Tk
WRTF12B 12″ 3,990 Tk

উপরোক্ত ছকে যতগুলো চার্জার ফ্যানের মডেল, ইঞ্চি পরিমাণ এবং দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ ওয়ালটনের ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই সকল ফ্যানগুলোর মডেল নাম এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে ওয়ালটনের https://waltonbd.com/rechargeable-fan অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।

কেন ওয়ালটন চার্জার ফ্যান কিনবেন?

আমরা জানি বাংলাদেশে অসংখ্য চার্জার ফ্যানের কোম্পানি রয়েছে । তাহলে ওই সকল কোম্পানি থেকে ফ্যান না কিনে আমরা কেনই বা ওয়ালটন থেকে চার্জার ফ্যান কিনবো? walton আমাদের দেশীয় পণ্য সেই বলে কি চার্জার ফ্যান ক্রয় করব? উত্তরটি না, শুধুমাত্র দেশীয় পণ্য বলেই আমরা ওয়ালটন থেকে ফ্যান কিনবো না । তারা যদি আমাদের সার্ভিস খারাপ দেয় তাহলে কেনই বা টাকা খরচ করে তাদের থেকে ফ্যান কিনতে যাব ।

আপনি যদি বাজেট ফ্রেন্ডলি চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে এদিক থেকে ওয়ালটন অনেক বেশি এগিয়ে । তাছাড়া ওয়ালটনের ফ্যানগুলোতে এলইডি লাইট ও রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে । তাছাড়া ফ্যানগুলোতে 12V DC ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা দীর্ঘ সময় কারেন্ট না থাকলেও চালানো যায় এবং ব্যাটারিগুলো অনায়াসে ১-২ বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে ।

তাছাড়া আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ওয়ালটন যেহেতু 12V DC ব্যাটারি ব্যবহার করে এতে আমাদের 5W থেকে শুরু করে 18W পর্যন্ত বিদ্যুৎ খরচ করে থাকে যা তুলনামূলকভাবে অনেক কম অর্থাৎ এই ফ্যানটি খুবই বিদ্যুৎ। তাই সব দিক বিবেচনা করলে আমরা সবার প্রথমে ওয়ালটনের এই ফ্যানগুলোকে রাখতে পারি ।

FAQ – ওয়ালটন চার্জার ফ্যান দাম

ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর বাজার মূল্য ৩৯৯০ টাকা থেকে ৪০৯০ টাকা পর্যন্ত ।

ওয়ালটন ১৪ ইঞ্চি চার্জার ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর বাজার মূল্য ৪৩৯০ থেকে শুরু করে ৪৪৯০ টাকা পর্যন্ত ।

ওয়ালটন ১৬ ইঞ্চি চার্জার ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর বর্তমান বাজার মূল্য হচ্ছে ৬৫০০ টাকা পর্যন্ত ।

ওয়ালটন ১৭ ইঞ্চি চার্জার ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর বাজার মূল্য হচ্ছে ৫৯৯০ থেকে শুরু করে ৬৯৯০ টাকা পর্যন্ত ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা বাংলাদেশের দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের বেশ কিছু চার্জার ফ্যানের মডেল, সুবিধা এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে চার্জার ফ্যান কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আশা করি এই পোস্টটি পড়ার পর আপনি ওয়ালটন থেকে অনায়াসে চার্জার ফ্যান ক্রয় করতে চাইবেন ।

তাছাড়া walton চার্জার ফ্যান সম্পর্কে যদি আপনার আরো কোন তথ্য জানা দরকার হয় তাহলে কমেন্টে মতামত জানাবেন । আশা করি এই পোস্টটি পড়ে আপনি সামান্যত হলেও উপকৃত হয়েছেন । যদি আপনি পোস্টে পড়ার পর ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আপনি কি ১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত এ সম্পর্কে জানতে এসেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

সিঙ্গার এসির দাম কত ২০২৫
সিঙ্গার এসির দাম কত

আপনি কি সিঙ্গার এসির দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ফনিক্স সাইকেল দাম বাংলাদেশ | ৫টি জনপ্রিয় ফনিক্স সাইকেল মডেল
ফনিক্স সাইকেল দাম বাংলাদেশ

আপনি কি অনলাইনে ফনিক্স সাইকেল দাম কত তথ্য খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে বলব সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫
সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৪

আমাদের অনেক মা ও বোন বাসাবাড়িতে নিজেদের কাপড় চোপড় সেলাই করার জন্য সেলাই মেশিন ব্যবহার করে থাকেন । তা ছাড়া বিস্তারিত পড়ুন

সোলার প্যানেল এর দাম কত ২০২৫
সোলার প্যানেল এর দাম কত ২০২৪

আপনি কি সোলার প্যানেল এর দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যা হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!