আপনি কি ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার দাম কত জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।
বর্তমানে বাসা বাড়িতে খাবার সংগ্রহ করার জন্য ওয়ালটন ফ্রিজ বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । বিশেষ করে ওয়ালটনের ১৭৬ লিটার ধারণক্ষমতার সম্পন্ন ফ্রিজ টি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যাচ্ছে এবং ওয়ারেন্টি সার্ভিসও ভালো । মূলত এই কারণে বর্তমানে বাজারে বেশি পরিমাণে এই ফ্রিজ কেনা হচ্ছে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২০২৫
আমাদের অনেকের হাতের বাজেট কম কিন্তু বাসায় ফ্রিজ না রাখলেই নয় তাদের জন্য ওয়ালটন কম দামে ফ্রিজের ব্যবস্থা করে দিছে । সাধারণত ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের দাম অন্যান্য বড় ফ্রিজের তুলনায় কম হয়ে থাকে । তাইতো এই ফ্রিজকে আমরা বাজেট ফ্রেন্ডলি ফ্রিজ বলতে পারি ।
আপনি যদি ইতিমধ্যে walton 176 লিটার ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের মূল আলোচনাতে যাওয়া যাক ।
ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার দাম কত
ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের মূল্য সাধারণত মডেল নাম্বার এর উপর নির্ভর করে হয়ে থাকে । তবে বিভিন্ন ফ্রিজের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করেও দাম নির্ধারণ করা হয় । তাই সবার প্রথমে আপনার সিদ্ধান্ত নেয়ার দরকার আপনি কত ধারণক্ষমতা সম্পন্ন ওয়ালটন ফ্রিজ কিনতে চাচ্ছেন ।
তারপর আমাদের মডেল নাম্বার সম্পর্কে জানতে হবে । বর্তমানে ওয়ালটনের ১৭৬ লিটারের অসংখ্য মডেল পাওয়া যাচ্ছে । তবে এই সকল মডেল গুলো থেকে আপনার জন্য কোন মডেলটি সবচেয়ে বেশি উপযোগী এবং বাজেট ফ্রেন্ডলি সেটি বাছাই করতে হবে । এখন নিচে বেশ কয়েক টি ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের মডেল নাম্বার ও দাম তুলে ধরা হল ।
WFA-2A3-GDSH-XX – 36,190 TK
WFA-2A3-GDEH-XX – 35,990 TK
WFA-2A3-GDEL-SC – 36,490 TK
WFA-2A3-GDEL-XX – 35,190 TK
WFA-2A3-GDXX-XX – 34,290 TK
এখানে যতগুলো ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের মডেল নাম্বার ও দাম দেওয়া রয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এ সকল ফ্রিজের মডেল নাম্বার এবং দাম ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য ওয়ালটন ওয়েবসাইট অথবা ওয়ালটন শোরুমে যোগাযোগ করতে পারেন ।
ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের মূল্য তালিকা
অনেকে ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজের মূল্য তালিকা সম্পর্কে জানতে চান । আমরা যদি ওয়ালটন ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে ১৭৬ লিটারের অসংখ্য ফ্রিজ পাওয়া যায় । এখানে কতগুলো ১৭৬ লিটার ফ্রিজ ওয়ালটন তৈরি করে রেখেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না । কিন্তু আমরা যদি বেশ কয়েকটি ১৭৬ লিটার ফ্রিজ সম্পর্কে জানি তাহলে সেখান থেকে আমাদের চাহিদা অনুযায়ী ফ্রিজ কিনতে পারবো । এখন নিচে বেশ কয়েকটি ১৭৬ লিটার ফ্রিজের মূল্য তালিকা তুলে ধরা হলো ।
মডেল নং | ফ্রিজের দাম |
WFD-1F3-GDSH-XX | 33,090 TK |
WFD-1F3-GDEL-XX | 32,590 TK |
WFD-1F3-GDEH-XX | 33,190 TK |
WFA-2A3-ELXX-XX | 31,990 TK |
WFD-1F3-RXXX-XX | 31,090 TK |
এখানে যতগুলো ফ্রিজের মডেল নাম্বার এবং দাম দেওয়া রয়েছে সেখান থেকে আপনি যেই ফ্রিজটি পছন্দ করেন সেটি কিনে ব্যবহার করতে পারেন । তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের ফ্রিজ কিনতে পারবেন ।
কেন ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার কিনবেন?
বর্তমানে বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, এবং যমুনা ফ্রিজ । এ সকল কোম্পানির ফ্রিজগুলো ইতিমধ্যে ভালো সার্ভিস দিচ্ছে এবং ওয়ারেন্টিও ভালো । তাহলে আমরা এই ফ্রিজগুলো না কিনে কেন ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজ কিনবো?
আপনি যদি কম খরচে ভালো এবং টেক সই ফ্রিজ কিনতে চান তাহলে ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজ কিনুন । এই ফ্রিজের গুণগতমান অন্যান্য কোম্পানির ১৭৬ লিটার ফ্রিজের গুণগতমানের চেয়ে ভালো । তাছাড়া এই ফ্রিজের বর্তমান বাজার মূল্য অন্যান্য কোম্পানির ফ্রিজের বাজার মূল্য থেকে কম । তাই আমরা অবশ্যই ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজ কিনতে পারি ।
ওয়ালটন ১৭৬ লিটার ফ্রিজ কেনার সময় টিপস
- আপনি কত টাকার মধ্যে ফ্রিজ কিনতে চাচ্ছেন তার বাজেট নির্ধারণ করুন ।
- ফ্রিজের আকার এবং আপনার ঘরের আকারের সাথে মিল রেখে ফ্রিজ কিনুন ।
- বেশ কয়েকটি ১৭৬ লিটারের ওয়ালটন ফ্রিজের মডেলের ফিচার ও দামে তুলনা করুন ।
- অনলাইনে এবং অফলাইনে বেশ কয়েকটি স্টোরে একই মডেলের ফ্রিজের দামের তুলনা করুন ।
- দীর্ঘদিন ওয়ারেন্টি সার্ভিস দেয় এমন ১৭৬ লিটার ফ্রিজ কিনুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমাদের দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের ১৭৬ লিটার ফ্রিজের বেশ কয়েকটি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । তাছাড়া এই ফ্রিজগুলো কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত সে সম্পর্কেও আমরা জানতে পেরেছি । তাই আপনি যদি কখনো walton 176 লিটার ফ্রিজ কিনেন তাহলে উপরের তথ্য ফলো করে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে মনে করি । আপনি চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলে পোস্টটি শেয়ার করে রাখতে পারেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।