আপনি কি ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আমরা আজকের পোস্টে আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানির ওয়ালটন ৬ সেফটি ফ্রিজের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।
আমরা বাসা বাড়িতে খাবার দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি । তাছাড়া নরমাল পানিকে খুব অল্প সময়ে ঠান্ডা পানিতে রূপান্তর করার ক্ষেত্রে ফ্রিজ ব্যবহার করা হয় । আপনার ফ্যামিলিতে যদি বেশি পরিমাণে খাবার রান্না হয় এবং খাওয়ার মানুষ কম থাকলে বাড়তি খাবার ফ্রিজে রেখে দিতে পারেন ।
এর ফলে আপনার খাবার অপচয় রোধ হবে এবং পরবর্তীতে আপনি সেই খাবার খেতে পারবেন । ফ্রিজ ব্যবহার করার সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই যে আপনার খাবার তৈরি করার সময় যতটুকু গুণ ছিল ফ্রিজে রাখার পরেও আপনি সেই একই গুণগতমান সম্পন্ন খাবার খেতে পারবেন ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম কত
বর্তমানে বাজারে ফ্রিজ সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যেমনঃ যমুনা ফ্রিজ, ভিশন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ, মিনিস্টার ফ্রিজ এবং সিঙ্গার ফ্রিজ । তবে এ সকল ফ্রিজগুলো থেকে ওয়ালটনের ৬ সেফটি ফ্রিজ খুবই উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
আপনি যদি ইতিমধ্যে ওয়ালটন ৬ সেফটি ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি ওয়ালটন ৬ সেফটির বেশ কিছু ফ্রিজের মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানতে পারবেন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম কত
আপনি যখন বাজার থেকে ওয়ালটন ফ্রিজ কিনবেন তখন সবার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত সেফটি ফ্রিজ নিবেন । বর্তমানে বাজারে ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি, ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি, ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি, ওয়ালটন ফ্রিজ ১৪ সেফটি, ওয়ালটন ফ্রিজ ১৬ সেফটি এবং ওয়ালটন ফ্রিজ ১৮ সেফটি রয়েছে ।
বর্তমানে বাজারে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি । এই ফ্রিজগুলো খুবই উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাছাড়া অন্যান্য কোম্পানির ৬ সেফটির ফ্রিজের গুণগতমান থেকে ওয়ালটন ৬ সেফটি ফ্রিজের গুণগত মান অনেক ভালো । তাছাড়া এই ফ্রিজগুলোর বাজার মূল্য অন্যান্য কোম্পানির ফ্রিজের বাজার মূল্য থেকে তুলনামূলক অনেক কম ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২০২৫
বর্তমানে ওয়ালটন ৬ সেফটি ফ্রিজের মূল্য ২১,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকার পর্যন্ত । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনি ওয়ালটন ৬ সেফটি ফ্রিজ কিনতে পারবেন । তবে একটা বিষয় মনে রাখবেন এখানে যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ কিনতে পারবেন
ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম বাংলাদেশ
বর্তমানে বাজারে ৬ সেফটির ওয়ালটনের অসংখ্য ফ্রিজ পাওয়া যায় । এখন এত সকল ফ্রিজ থেকে কোন ফ্রিজ ভালো সার্ভিস দিচ্ছে এবং দাম কম সেগুলো সম্পর্কে আমরা জানব । আপনাদের সুবিধার্থে বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ওয়ালটন ৬ সেফটির কয়েকটি ফ্রিজ মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।
মডেল নং | ধারণ ক্ষমতা | দাম (টাকা) |
WFD 1D4 RXXX XX | 157 Ltr | 25,190 TK |
WFD 1D4 RDXX XX | 157 Ltr | 21,242 TK |
WFD 1D4 MBXX XX | 157 Ltr | 24,990 TK |
WFD 1F3 RDXX XX | 176 Ltr | 22,942 TK |
WFD 1D4 GDEL XX | 157 Ltr | 25,990 TK |
WFD 1F3 RXXX XX | 176 Ltr | 27,490 TK |
WFD 1F3 GDEL XX | 163 Ltr | 29,990 TK |
WFD 1F3 GDEH XX | 176 Ltr | 30,490 TK |
WNM 1N5 GDEL XX | 165 Ltr | 25,900 TK |
এখানে উল্লেখিত ওয়ালটনের ৬ সেফটির ফ্রিজ গুলো খুবই ভালো সার্ভিস দিচ্ছে । এই ফ্রিজগুলোর গুণগতমান ওয়ালটনের অন্যান্য বড় ফ্রিজের মতই । তাই আপনি যদি কম টাকা খরচ করে উন্নত গুণগত মান সম্পন্ন ফ্রিজ কিনতে চান তাহলে ওয়ালটন থেকে ৬ সেফটি ফ্রিজ কিনুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টে বর্তমান সময়ে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ালটন ৬ সেফটি ফ্রিজের কয়েকটি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আমরা জানতে পেরেছি । আপনি যদি কখনো ওয়ালটন ৬ সেফটির ফ্রিজ কিনতে আগ্রহী তাহলে উপরে উল্লেখিত ফ্রিজ গুলো থেকে যেকোনো একটি ফ্রিজ কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।