ওয়ালটন ১ টন এসির দাম কত ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ওয়ালটন ১ টন এসির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওয়ালটন এক টন এসির দাম কত, এর সুবিধা, বেশকিছু মডেল নাম্বার এবং কেনার সময় কিছু টিপস সম্পর্কে ।

আমরা সাধারণত গরমকালে এসি ব্যবহার করে থাকি । বিশেষ করে যারা শহরে বসবাস করছেন এবং অর্থনৈতিক অবস্থা তুলনামূলক ভালো তারা এসি ব্যবহার করছেন । তবে প্রযুক্তির সাথে গ্রামের মানুষরাও এখন খাপ খাইতে নেওয়া শুরু করছে । তারাও এখন বাসা বাড়িতে এসি ব্যবহার করছে ।

আরও পড়ুন ➝ ওয়ালটন ২ টন এসির দাম কত

আমাদের দেশে যখন গরম পড়ে সকাল ১০টার পর থেকে রুদ্রের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকে । ওই সময় গরম থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা কেউ কেউ সিলিং ফ্যান, চার্জার ফ্যান এবং এসি ব্যবহার করে থাকি । মূলত যার যেমন বাজেট এবং রুচি  সে ঠিক তেমনভাবে গরম থেকে পরিত্রান লাভের চেষ্টা করে ।

বর্তমানে বাজারে বেশ কিছু ব্র্যান্ডের এসি পাওয়া যায় । তার মধ্যে ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের তৈরি এসি অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । এখন আমরা ওয়ালটন এসি সম্পর্কে বিস্তারিত জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে চলুন । আলোচনা যাওয়া যাক ।

ওয়ালটন ১ টন এসির দাম কত

আমাদের বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ওয়ালটন এসি, সিঙ্গার এসি, ভিশন এসি, যমুনা এসি, হিটাচি এসি এবং স্যামসাং এসি । তবে ঐ সকল কোম্পানির তৈরি এসি গুলো থেকে ওয়ালটন বাংলাদেশ লিমিটেড তৈরি এসির গুণগত মান অনেক ভালো । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে ।

তাছাড়াও ওয়ালটন এসির দাম অন্যান্য ব্যান্ডের এসির দামের তুলনায় তুলনামূলক কম । তাছাড়া ওয়ালটন আমাদের দেশীয় পণ্য যারা সম্পূর্ণ দেশীয় ইউনিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সকল এসি তৈরি করে থাকে । তাছাড়া আপনি যদি ওয়ালটন থেকে এসি কিনেন তাহলে ৩ বছর থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেনই ।

আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম

সাধারণত ওয়ালটন এক টন এসির বর্তমান বাজার মূল্য ৪০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে আপনি যদি ওয়ালটন থেকে এক টন পরিমাণের এসি কিনেন তাহলে কত দামী এসি কিনবেন তা সিদ্ধান্ত নিয়ে নিন । কেননা যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের এসি পাবেন ।

ওয়ালটন ১ টন এসির দাম বাংলাদেশ

বর্তমানে বেশ কিছু পরিমাপের ওয়ালটনের এসি পাওয়া যায় । যেমনঃ ওয়ালটন ১ টন এসি, ওয়ালটন ১.৫ টন এসি, ওয়ালটন ২ টন এসি, এবং ওয়ালটন ২.৫ টন এসি । এই এসিগুলোর মধ্য থেকে যার যার চাহিদা অনুযায়ী এসি কিনতে পারেন । আপনার বাজেট বেশি হলে আপনি ২.৫ টন এসি কিনতে পারেন । এখন নিচে বেশ কিছু ১.৫ টন এসির মডেল নাম্বার ও দাম সম্পর্কে তুলে ধরা হলো ।

মডেল নাম্বার  এসির দাম 
WSI-ACC -12C Tk.66,900
WSI-INVERNA -12C Tk.65,000
WSI-AVIAN -12F Tk.55,990
WSI-COATEC -12F Tk.56,990
WSI-INVERNA -12F Tk.55,990
WSI-INVERNA (SUPERSAVER)-12F Tk.57,990
WSI-OCEANUS -12F Tk.55,990
WSI-KRYSTALINE -12F Tk.57,990
WSI-RIVERINE-12F Tk.50,000

এখানে যতগুলো ওয়ালটনের তৈরি এক টন এসি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে  তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই এসিগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । উল্লেখিত এসি গুলো থেকে আপনার যেই এসিটি পছন্দ হয়েছে কিনে ব্যবহার করতে পারেন ।

ওয়ালটন ১ টন এসির সুবিধা

আপনি যদি ওয়ালটন বাংলাদেশ থেকে এক টন এসি কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন নিচে ওই সকল সুবিধা গুলো তুলে ধরা হলো ।

  • ওয়ালটন এক টন এসি খুব দ্রুতই ঘর ঠান্ডা করতে সহায়তা করে ।
  • এই এসিতে শব্দ খুবই কম ফলে আপনার ঘুমানোর সময় কোন ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই ।
  • উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এই এসি তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
  • এই এসিতে টাইমার মোড সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ে এসি চালু এবং বন্ধ করতে পারবেন ।
  • এই এসিতে উচ্চ এনার্জি ইফিশিয়েন্সি রেশিও রয়েছে । এর ফলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে ।
  • এই এসিতে সেলফ ক্লিনিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে ভিতরে থাকা ধুলোবালি আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে ।

এখানে যতগুলো সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলা ছাড়াও আপনি আরো অনেক সুবিধা পাবেন যদি ওয়ালটন থেকে ১ টন এসি কিনেন ।

ওয়ালটন ১ টন এসি কেনার সময় টিপস

  • আপনার বাজেট কত টাকা তা নিশ্চিত করুন ।
  • আপনার রুমের আকার এবং এসির আকারের সাথে সামঞ্জস্য রেখে এসি কিনুন ।
  • বিভিন্ন মডেলের দাম এবং ফিচারের সাথে তুলনা করুন ।
  • বিশ্বস্ত ও পরিচিত ডিলারশিপ থেকে এসি কিনুন ।
  • ওয়ালটন প্লাজা থেকে অথবা ওয়েবসাইট থেকে এসি কিনুন ।
  • এসিতে কতদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে তা দেখে নিন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন বাংলাদেশের তৈরি বেশ কিছু এক টন মডেলের এসির দাম সম্পর্কে জানতে পেরেছি । এই এসিগুলোতে কি কি সুবিধা রয়েছে এবং যখন এসি কিনব তখন কি কি বিষয় মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো এসি কিনতে আগ্রহী হন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে ওয়ালটন থেকে এসি কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আপনার যদি এ পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!