আপনি কি ওয়ালটন ১.৫ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের এসির দাম কত এবং এই এসিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে ।
আমাদের দেশে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গরম পড়ে । ওই সময় রৌদ্রের তাপমাত্রা সকাল দশটার পর থেকেই বাড়তে থাকে । তখন আমরা গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চার্জার ফ্যান, সিলিং ফ্যান এবং এসি ব্যবহার করে থাকি । যার মাধ্যমে খুব দ্রুত আমাদের শরীর এবং ঘর ঠান্ডা হয়ে যায় ।
বর্তমানে বাংলাদেশে অসংখ্য এসি সরবরাহ কোম্পানি রয়েছে তার মধ্যে walton অন্যতম ভালো অবস্থানে রয়েছে । এই কোম্পানির এসিগুলো খুবই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ২ টন এসির দাম কত
তাছাড়া এই এসির গুণগতমান অন্যান্য কোম্পানির এসির গুণগত মানের থেকে অনেক ভালো । তাছাড়া ওয়ালটন এসির বাজার মূল্য অন্যান্য কোম্পানির এসির বাজার মূল্য থেকে তুলনামূলক কম । তাই সব মিলিয়ে বাজারের সব থেকে বেস্ট এসি বলা হয় ওয়ালটন এসিকে ।
আপনি যদি ইতিমধ্যে এসি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন আমরা ওয়ালটন এসির দাম কত ও বেশ কিছু মডেল নাম্বার সম্পর্কে বিস্তারিত জানব । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ওয়ালটন ১.৫ টন এসির দাম
বর্তমানে বাজারে ওয়ালটনের বেশকিছু ধরনের এসি রয়েছে । যেমন ওয়ালটন ১ টন এসি, ওয়ালটন ১.৫টন এসি, ওয়ালটন ২ টন এসি, এবং ওয়ালটন ২.৫ টন এসি ইত্যাদি । এই সকল এসি গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন দেড় টন এসি । এই এসিগুলোর বাজার মূল্য অনেক কম এবং ব্যবহার করাও খুবই সহজ ।
আমরা যদি বাজার থেকে ওয়ালটনের দেড় টন এসি কিনতে চাই তাহলে ওই এসির মডেল নাম্বার সম্পর্কে জানা উচিত । তাহলে আমরা অনলাইন অথবা অফলাইন থেকে ওয়ালটন এসি কিনতে পারবো । এখন আপনাদের সুবিধার্থে বেশ কিছু ওয়ালটন দেড় টন এসি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | এসির দাম |
WSI-RIVERINE-18CH | Tk.73,500 |
WSI-ACC (DIGITAL DISPLAY)-18H | Tk.79,990 |
WSI-AVIAN (SUPERSAVER)-18H |
Tk.74,990 |
WSI-COATEC (SUPERSAVER)-18H [UV] | Tk.75,500 |
WSI-INVERNA (SUPERSAVER)-18H [PLASMA] | Tk.74,990 |
WSI-KRYSTALINE (PRETO)-18F [BLUETOOTH] | Tk.76,990 |
WSI-KRYSTALINE (PRETO)-18F [REMOTE FINDER] |
Tk.76,990 |
এখানে যতগুলো ওয়ালটনের মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । তাই এই সকল এসিগুলোর মূল্য এবং মডেল নাম্বার ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে । এখান থেকে আপনার যে এসিটি পছন্দ হয় সেটি ওয়ালটন শোরুম অথবা ডিলারশিপ থেকে কিনে ব্যবহার করতে পারেন ।
ওয়ালটন ১.৫ টন এসির সুবিধা
আপনি যদি ওয়ালটন দেড় টন এসি ব্যবহার করেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন নিচে ওয়ালটন দেড় টোন এসির বেশ কিছু সুবিধা কথা তুলে ধরা হলো ।
- ওয়ালটন দেড় টন এসিতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
- এই এসিতে ইনভার্টার কুলিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে খুব দ্রুত ঘর ঠান্ডা রাখা যায় ।
- এই এসিতে টাইমার মোড রয়েছে যার মাধ্যমে আপনি এসি চালু অথবা বন্ধ করতে পারবেন ।
- এই এসিতে উচ্চ এনার্জি এফিশিয়েন্সি রেশিও রয়েছে যা আপনার বিদ্যুৎ সাশ্রয় করতে সহায়তা করবে ।
- তাছাড়া এই এসি গুলোতে সেলফ ক্লিনিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে ভিতরে থাকা ময়লা আপনা আপনি থেকে পরিষ্কার হয়ে যাবে ।
এখানে যতগুলো সুবিধার কথা উল্লেখ করা হয়েছে আপনি যদি ওয়ালটন থেকে দেড় টনের এসি কিনেন তাহলে এগুলো ছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন ।
ওয়ালটন ১.৫ টন এসি কেন কিনবেন?
আমরা জানি বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে যারা ইতিমধ্যে ভালো অবস্থানে রয়েছে । তাদের এসি গুলোর মান খুবই ভালো এবং সার্ভিসও ভালো দিচ্ছে । তাহলে ওই সকল এসি না কিনে কেন আমরা ওয়ালটন থেকে ১.৫ টন এসি কিনব? হ্যাঁ, আপনার এই প্রশ্নটি করা খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম
ওয়ালটন ১.৫ টন এসির বাজার মূল্য অন্যান্য কোম্পানির এসি থেকে তুলনা অনেক কম । তাছাড়া এই এসিগুলো উন্নতমানের দেশীয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং এসিগুলোর আকার আপনার ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে । এসিগুলোতে ইনভাট কুলিং সিস্টেম এবং উচ্চ এনার্জি ইফিসিয়েন্সি রেশিও রয়েছে যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে ।
তাছাড়া এই এসিগুলোর গুণগতমান অন্যান্য কোম্পানির এসির গুণগতমান থেকে হাজারগুন ভালো । তাই আমরা বাজার থেকে অবশ্যই ওয়ালটন ১.৫ টন এসি কিনবো । তাহলে আশা করি ভালো ফলাফল উপভোগ করতে পারবো ।
ওয়ালটন ১.৫ টন এসি কেনার সময় টিপস
- আপনার বাজেট কত টাকা তা সবার প্রথমে নির্ধারণ করুন ।
- এসির আকার এবং আপনার রুমের আকারের সাথে সামঞ্জস্য রাখুন ।
- বেশ কিছু ১.৫ টন এসি মডেলের সাথে ফিচার ও দামের তুলনা করুন ।
- অনলাইনে অথবা অফলাইনে বেশ কয়েকটি ডিলারশিপ অথবা স্টোরে একই মডেলের এসির দামের তুলনা করুন ।
- ওয়ালটন শোরুম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসি কিনুন ।
- আপনার বিশ্বস্ত এবং নিকটস্থ ডিলারশিপ থেকে এসি কিনুন ।
- দীর্ঘদিন ওয়ারেন্টি সার্ভিস আছে কিনা চেক করে নিন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে বর্তমান সময়ের অন্যতম ও বহুল ব্যবহৃত ওয়ালটন দেড় টন এসির বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আমরা জেনেছি । তাছাড়া ১.৫ টন এসি তে কি কি সুযোগ-সুবিধা রয়েছে এবং যখন আমরা বাজার থেকে ১.৫ টন টন এসি কিনবো তাহলে কি কি বিষয় মাথায় রাখবো সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো ওয়ালটন এসি কিনেন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোষ্টটি পড়ে আপনি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । পোস্টটি পড়ার পর আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।