ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত এসি কোম্পানি ওয়ালটন বাংলাদেশ সম্পর্কে ।

আমরা সাধারণত গরমকালে এসি ব্যবহার করে থাকি । যখন গরম কাল আসে চারপাশে প্রচুর গরম অনুভূত হয় এবং ঘরে গরমের কারণে থাকা যায় না । তখন গরম থেকে পরিত্রান পাওয়ার জন্য অনেকে চার্জার ফ্যান, সিলিং ফ্যান অথবা এসি ব্যবহার করে থাকে । যারা শহর এলাকার মানুষ তারা বেশির ভাগ সময় এসি ব্যবহার করে থাকেন ।

আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম

কেননা শহর এলাকার মানুষের অর্থনৈতিক বাজেট গ্রাম এলাকার মানুষের থেকে অনেক বেশি । তবে তথ্য প্রযুক্তির আপডেটের সাথে সাথে গ্রাম অঞ্চলের মানুষও এখন এসি ব্যবহার করতে শিখে গেছে । তাইতো গরমকাল আসলে এসির দাম হু হু করে বাড়তে থাকে ।

যদিও বা বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু কোম্পানি রয়েছে । তবুও ওই সকল কোম্পানি থেকে ওয়ালটনের তৈরি ভালো এবং টেকসই হয়ে থাকে । তাই আমরা গুগল অথবা ইউটিউবে অনেকে ওয়ালটন এসির দাম কত লিখে সার্চ করে থাকি । এরপর আমরা সেখানে বেশ কিছু ভিডিও এবং আর্টিকেল দেখে এসি সম্পর্কে ধারণা নিতে পারি ।

আপনি যদি ইতিমধ্যে ওয়ালটন দুই টন এসি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন আমরা বেশ কিছু ওয়ালটন দুই টন এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।

ওয়ালটন ২ টন এসির দাম কত

বর্তমান বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন এসি, সিঙ্গার এসি, যমুনা এসি, জেনারেল এসি, মিনিস্টার এসি এবং ওয়ালটন এসি । তবে এই সকল এসি থেকে ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের তৈরি এসি গুণগত মান অনেক ভালো । ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে ।

ওয়ালটনের তৈরি এসিগুলোর বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের তৈরি এসির বাজার মূল্য তুলনামূলক অনেক কম । তাছাড়া আপনি যদি ওয়ালটন থেকে দুই টন এসি কিনেন তাহলে ৩ থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । যা সচরাচর অন্যান্য এসি সরবরাহ কোম্পানিতে পাওয়া যায় না ।

আরও পড়ুন ➝ ওয়ালটন এসির দাম কত টাকা 

সাধারণত ওয়ালটন ২ টন এসির দাম ৭৪,০০০ টাকা থেকে শুরু করে ৯২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে ওয়ালটন থেকে দুই টন এসি কিনতে পারেন । তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের এসি কিনতে পারবেন ।

ওয়ালটন ২ টন এসির দাম বাংলাদেশ

ওয়ালটন ২ টন এসির দাম সাধারণত অন্যান্য ব্র্যান্ডের দুই টন এসির দামের তুলনায় অনেক কম । এখন আমরা বেশ কিছু ওয়ালটনের তৈরি দুই টন এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ঐ সকল এসির মডেল নাম্বার ও দাম নিচে ছক আকারে তুলে ধরা হলো ।

মডেল নাম্বার  এসির দাম 
WSN-RIVERINE-24BH Tk.82,000
WSI-COATEC (SUPERSAVER)-24H Tk.91,990
WSI-INVERNA (SUPERSAVER)-24H Tk.92,990
WSI-OCEANUS (VOICE CONTROL)-24H Tk.90,990
WSI-KRYSTALINE-24H [PLASMA] Tk.88,500
WSI-KRYSTALINE-24H Tk.90,500
WSN-DIAMOND-24H Tk.77,500

এখানে যতগুলো এসির মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে এই মডেল গুলোর নাম্বার এবং দাম যে কোন সময় কম অথবা বেশি করতে পারে । উল্লেখিত মডেল গুলো থেকে আপনার যে মডেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।

ওয়ালটন ২ টন এসির ফিচার সমূহ

ওয়ালটন ২ টন এসিতে বেশ কিছু ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে । আপনি যদি কখনো এসি কিনতে চান তাহলে অবশ্যই ওই এসিতে কি কি ফিচার রয়েছে সে সম্পর্কে জেনে তারপর কিনবেন । এখন নিচে দুই টন ওয়ালটন এসির ফিচারসমূহ উল্লেখ করা হলো ।

  • এই এসিতে দুই টন কুলিং ক্যাপাসিটি রয়েছে । এর ফলে আপনার ঘর খুব দ্রুত ঠান্ডা হতে সহায়তা করবে ।
  • এই এসি গুলোতে উন্নত মানের ইনভার্টার ব্যবহার করা হয়েছে যা আপনার বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করবে ।
  • ওয়ালটন দুই টন এসিতে ৩ থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
  • এই এসিতে ওয়াইফাই কানেক্টিভিটি সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি ফোনে অ্যাপ ব্যবহার করে এসি কন্ট্রোল করতে পারবেন ।
  • ভয়েস কন্ট্রোল সিস্টেম এবং এলইডি ডিসপ্লে রয়েছে ।

এখানে যতগুলো ফিচার তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে এই দুই টন এসিতে । তাই অধিক পরিমাণে সুবিধা ও বৈশিষ্ট্য পেতে ওয়ালটন থেকে ২ টন এসি কিনতে পারেন ।

কেন ওয়ালটন ২ টন এসি কিনবেন?

আমরা জানি বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যাদের এসি গুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এবং সার্ভিসও ভালো । তাহলে আমরা ঐ সকল এসি ব্যবহার না করে কেন ওয়ালটনের দুই টন এসি কিনব? আপনার এই প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি ।

ওয়ালটনের তৈরি দুই টন এসির বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের বাজার মূল্য থেকে তুলনামূলক অনেক কম । তাছাড়া এই এসির গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের তৈরি এসির গুণগত মানের থেকে অনেক ভালো । তাছাড়া walton এর 2 টন এসিতে তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।

আবার কম্প্রেসরের জন্য ৪-৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে । একদিকে এসির বাজার মূল্য কম এবং অন্যদিকে অনেক সুবিধা এবং ফিউচার থাকতে কেনই বা আপনি ওয়ালটনের থেকে ২ টন এসি কিনবেন না ।  আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা ওয়ালটন ২ টন এসির দাম এবং বেশ কিছু মডেলের এসির দাম সম্পর্কে জানতে পেরেছি । এই এসিগুলোতে কি কি ফিচার রয়েছে এবং এসি কেনার সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো এসি কিনতে আগ্রহী হন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে ওয়ালটন থেকে ২ টন এসি কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আপনার যদি এ পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১.৫ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১.৫ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১.৫ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

ভিশন চার্জার ফ্যান দাম ১৪” কত
ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত

আপনি কি ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১ টন এসির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত ২০২৫
মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত

বর্তমানে বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য যতগুলো কোম্পানী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিনিস্টার বাংলাদেশ । এই কোম্পানির বেশ কিছু বিস্তারিত পড়ুন

ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫
ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৪

আপনি কি ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!