কলকাতা টু দিল্লি ট্রেন ভাড়া ও সময়সূচী ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমাদের অনেক ভাই ও বোন কলকাতা টু দিল্লি ট্রেন ভাড়া কত এই বিষয়ে জানতে চান । আপনিও কি এ বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব কলকাতা থেকে দিল্লি ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা এবং ট্রেনের নামের তালিকা ইত্যাদি সম্পর্কে ।

আমরা কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য বাস, মাইক্রো, ট্রেন অথবা বিমান ব্যবহার করতে পারি । এখানে প্রত্যকের চাহিদা এবং বাজেটের উপর ভিত্তি করে যানবাহনের মাধ্যম নির্বাচিত করা হয় । আপনার হাতের বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি কলকাতা থেকে দিল্লি বিমানে চলাচল করতে পারেন ।

আরও পড়ুন ➝ সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত ২০২৫

আবার যদি বাজেট কম হয় তাহলে কলকাতা টু দিল্লী ট্রেনের চলাচল করতে পারেন । সাধারণভাবে বাস অথবা মাইক্রো ব্যবহার করে কলকাতা থেকে দিল্লি চলাচল করলে অনেক সময় জ্যামের সম্মুখীন হতে হয় । রাস্তাঘাটে ঘন্টার ঘন্টা অপেক্ষা করার দরকার হয় । এতে আপনার সময় এবং অর্থ দুটোই বেশি লাগে ।

কিন্তু আপনি যদি রেলপথে ট্রেনে করে কলকাতা থেকে দিল্লি চলাচল করেন তাহলে কিন্তু অল্প সময়ে এবং কোন জ্যাম বিহীনভাবে গন্তব্যস্থলে যেতে পারবেন । তাছাড়া বাস বা মাইক্রো ব্যবহার করে যত টাকা খরচ হবে তার অর্ধেক খরচে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ।

এখন আমরা কলকাতা টু দিল্লি রেল পথে চলাচল কারী ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।

কলকাতা টু দিল্লি ট্রেনের নামের তালিকা

বর্তমানে কলকাতা টু দিল্লি রেলপথে অসংখ্য ট্রেন নিয়মিত চলাচল করছে । কিন্তু সকল ট্রেন সমান সার্ভিস দিবে না যা আমরা সবাই জানি । আপনাদের সুবিধার্থে আমরা সেরা কয়েকটি ট্রেনের নাম বাছাই করেছি । এখন ওই ট্রেনগুলোর নাম নিম্নে তুলে ধরা হলো ।

  • RAJDHANI EXPRES (12313)
  • RAJDHANI EXPRES (12301)
  • RAJDHANI EXPRES (12305)
  • BKN DURONTO EXP (12259)
  • SAMPARK K EXP (12329)
  • JALIANWALA B EX (12379)
  • SRC ANVT SF EXP (22857)
  • NDLS DURONTO EX (12273)
  • POORVA EXPRESS (12381)

উপরে উল্লেখ করা সবগুলো ট্রেন অত্যন্ত বিলাসবহুল এবং প্রতিটি ট্রেনে রয়েছে সম্পূর্ণ সীতা তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা । আপনি যদি কখনো উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে কলকাতা থেকে দিল্লি ট্রেনে চলাচল করতে চান তাহলে অবশ্যই উপরে উল্লেখিত ট্রেনগুলো ব্যবহার করুন ।

কলকাতা টু দিল্লি ট্রেনের সময়সূচী

আমরা যদি কলকাতা টু দিল্লি সঠিক সময় ট্রেনে যাতায়াত করতে চাই তাহলে অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার দরকার হবে । কারণ আমরা যদি ট্রেনের সময়সূচী সম্পর্কে জানি তাহলে সঠিক সময়ে রেল স্টেশনে পৌঁছাতে পারবো এবং পছন্দের ট্রেন ধরে গন্তব্যস্থলে যেতে পারবো । এখন কোন ট্রেন কখন ছাড়ে এবং গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে তা তুলে ধরা হলো ।

ট্রেনের নাম  ছাড়ার সময়  পৌঁছার সময় 
RAJDHANI EXPRES (12313) বিকাল ৪ টা ৫০ মিনিটে সকাল ১০ টা ৫০ মিনিটে
RAJDHANI EXPRES (12301) বিকাল ৪ টা ৫০ মিনিটে সকাল ১০ টা ৫০ মিনিটে
RAJDHANI EXPRES (12305) দুপুর ২ টা ৫ মিনিটে সকাল ১০ টা ৫ মিনিটে
BKN DURONTO EXP (12259) বিকাল ৫ টায় সকাল ১১ টায়
SAMPARK K EXP (12329) দুপুর ১ টা ১০ মিনিটে সকাল ৮ টা ৪০ মিনিটে
JALIANWALA B EX (12379) দুপুর ১ টা ১০ মিনিটে সকাল ৯ টা ৫ মিনিটে
SRC ANVT SF EXP (22857) সকাল ১০ টায় সকাল ৮ টা ৪০ মিনিটে
NDLS DURONTO EX (12273) সকাল ৮ টা ৩৫ মিনিটে সকাল ৬ টা ৩৫ মিনিটে
POORVA EXPRESS (12381) সকাল ৮ টা ১৫ মিনিটে সকাল ৬ টায়

RAJDHANI EXPRES (12313) – কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে এই ট্রেনটি বিকাল ৪ টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ১০ টা ৫০ মিনিটে ।

RAJDHANI EXPRES (12301) – কলকাতার হাওড়া রেল স্টেশন থেকে এই ট্রেনটি বিকাল ৪ টা ৫০ মিনিটে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছে সকাল ১০ টা ৫ মিনিটে ।

RAJDHANI EXPRES (12305) – এই ট্রেনটি কলকাতার হাওড়া রেল স্টেশন থেকে দুপুর ২ টা ৫ মিনিটে ছাড়ে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ১০ টা ৫ মিনিটে ।

BKN DURONTO EXP (12259) – কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে বিকাল ৫ টায় ট্রেনটি যাত্রা শুরু করে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ১১ টায় ।

SAMPARK K EXP (12329) – কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেনটি দুপুর ১ টা ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং সকাল ৮ টা ৪০ মিনিটে দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় ।

JALIANWALA B EX (12379) – কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনটি প্রতি শুক্রবার দুপুর ১ টা ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ৯ টা ৫ মিনিটে ।

SRC ANVT SF EXP (22857) – এই ট্রেনটি প্রতি সোমবার সকাল ১০ টায় কলকাতার সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে এবং সকাল ৮ টা ৪০ মিনিটে দিল্লি রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় ।

NDLS DURONTO EX (12273) – প্রতি সোমবার ও শুক্রবার সকাল ৮ টা ৩৫ মিনিটে কলকাতার শিয়ালদহ স্টেশন ট্রেনটি যাত্রা শুরু করে এবং দিল্লি রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ৬ টা ৩৫ মিনিটে ।

POORVA EXPRESS (12381) – প্রতি রবি, বুধ এবং বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ মিনিটে কলকাতার হাওড়া স্টেশন ট্রেনটি যাত্রা শুরু করে এবং দিল্লি রেল স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ৬ টায় ।

আরও পড়ুন ➝ মালদ্বীপ যেতে কত টাকা লাগে ও বেতন কত

কলকাতা টু দিল্লি ট্রেন ভাড়া

কলকাতা টু দিল্লি ট্রেন ভাড়া সাধারণত সিটের ক্যাটাগরির উপর ভিত্তি করে নির্ধারণ হয় । এখানে আপনি সবচেয়ে কম দামি সিট থেকে শুরু করে সবচেয়ে বেশি দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন আমরা কয়েকটি সিটের ভাড়া সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে তা উল্লেখ করা হলো ।

সিটের নাম  সিটের ভাড়া 
নন এসি স্লিপার ক্লাস ৬৩৫ টাকা
৩ টায়ার এসি স্লিপার ক্লাস ১৬৬৫ থেকে ৩০৪০ টাকা
২ টায়ার এসি স্লিপার ক্লাস ২৩৮৫ থেকে ৪১৭০ টাকা
ফাস্ট এসি ৪০৪৫ টাকা থেকে ৫২১০ টাকা

কলকাতা থেকে দিল্লী ট্রেন ভাড়া হচ্ছে যথাক্রমে নন এসি স্লিপার ক্লাস ৬৩৫ টাকা, ৩ টায়ার এসি স্লিপার ক্লাস ১৬৬৫ থেকে ৩০৪০ টাকা, ২ টায়ার এসি স্লিপার ক্লাস ২৩৮৫ থেকে ৪১৭০ টাকা এবং ফাস্ট এসি ৪০৪৫ টাকা থেকে ৫২১০ টাকা ।

উপরে উল্লেখিত সিটগুলো থেকে আপনার পছন্দের সিট বাছাই করুন । অতঃপর সেই সিটের টিকিট কাটুন এবং কলকাতা থেকে দিল্লি ট্রেনে চলাচল করুন । তবে আপনি যদি সর্বোচ্চ মানের সিট ব্যবহার করে কলকাতা টু দিল্লি চলাচল করতে চান তাহলে অবশ্যই ফার্স্ট এসি সিটের টিকেট কাটুন ।

আমাদের শেষ কথা

সুপ্রিয় পাঠক, আজকের পোস্টটিতে আমরা কলকাতা থেকে দিল্লি রেলপথে ট্রেনে চলাচল করার জন্য সেরা কয়েকটি ট্রেনের নাম, ভাড়ার তালিকা ও সময়সূচী সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো কলকাতা টু দিল্লি ট্রেনে চলাচল করতে যান তাহলে উপরে উল্লেখিত যে কোন একটি ট্রেন বাছাই করুন । অতঃপর আপনার পছন্দমত টিকিট কাটুন এবং যাত্রা সম্পন্ন করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন ব্যক্তিগত মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫
উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ও ভাড়া

আপনি কি উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ
হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ

আমাদের অনেক ভাই ও বোন হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? বিস্তারিত পড়ুন

বাংলাদেশ টু মালদ্বীপ বিমান ভাড়া ২০২৫
বাংলাদেশ টু মালদ্বীপ

ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা একটি দ্বীপ দেশের নাম হচ্ছে মালদ্বীপ । এই দেশটি বর্তমানে পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় নাম বিস্তারিত পড়ুন

তিতাস ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫
তিতাস ট্রেনের সময়সূচি ও ভাড়া

আপনি কি তিতাস ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে
যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে

আমাদের অনেক ভাই ও বোন যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে জানতে চান আপনিও বিস্তারিত পড়ুন

বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া ও সময়সূচী
বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া ও সময়সূচী

আমাদের অনেক ভাই ও বোন বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!