আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে জানতে পারবেন বর্তমান সময়ের অনতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কেনেডি চার্জার ফ্যান পরিচিতি, সুযোগ-সুবিধা, বেশ কিছু মডেলের নাম এবং দাম সম্পর্কে ।
সাধারণত গ্রীষ্মকালে আমাদের বাংলাদেশ অনেক বেশি গরম পড়ে । এই সময় খুব বেশি পরিমাণে লোডশেডিং হয়ে থাকে । একবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কয়েক ঘণ্টা পর্যন্ত আসার কোন নাম গন্ধ থাকে না । একে তো মাত্রাতিরিক্ত গরম তার ওপর কোন বাতাসের সুযোগ নেই । তখন আপনার অবস্থা কোন পর্যায়ে পৌঁছাতে পারে একটু ভাবুন তো?
আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম
মূলত এই সময় আমরা চার্জার ফ্যানের খোঁজ করে থাকি । বর্তমানে বাজারে অসংখ্য রিচার্জেবল অত্যাধুনিক চার্জার ফ্যান রয়েছে যেগুলো ব্যবহার করে বিদ্যুৎ না থাকা অবস্থায় আমরা গরম থেকে পরিত্রাণ পেতে পারি । এই চার্জার ফ্যানগুলোতে খুব ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয় বলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় ।
আপনি যদি কখনো অনলাইন অথবা দোকান থেকে রিচার্জেবল চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে অবশ্যই ওই ফ্যানের সুবিধা, মডেল নাম ও দাম সম্পর্কে জেনে নিবেন । এখন কেনেডি রিচার্জেবল চার্জার ফ্যানের দাম, মডেল ও পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
কেনেডি চার্জার ফ্যান পরিচিতি
গরমকালে চার্জার ফ্যান ব্যবহার করার গুরুত্ব বেড়ে যায় । এই সময় আমরা অনলাইন অথবা দোকান থেকে বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যান ক্রয় করে থাকি । সেগুলোর মধ্যে রয়েছে ভিশন চার্জার ফ্যান, ওয়ালটন চার্জার ফ্যান, ডিফেন্ডার চার্জার ফ্যান এবং কেনেডি চার্জার ফ্যান । এই সকল ফ্যানগুলোর মধ্যে কেনেডি চার্জার ফ্যানটি খুবই ভালো ।
কেনেডি হচ্ছে চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানির নাম যা সারা বিশ্ব জুড়ে চার্জার ফ্যান সাপ্লাই করে আসছে । আমাদের বাংলাদেশেও এই কোম্পানির অসংখ্য ডিলারশিপ রয়েছে যারা রিচার্জেবল ফ্যান বিক্রি করে থাকে । সর্বশেষ উন্নতমানের প্রযুক্তি দ্বারা এই ফ্যানগুলো সাধারণত তৈরি করা হয়ে থাকে ফলে ফ্যানগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় ।
কেনেডি চার্জার ফ্যানের সুবিধা
আপনি যদি কেনেডি রিচার্জেবল চার্জার ফ্যান ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফ্যানের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া উচিত । কেননা বাজারে ইতিমধ্যে অসংখ্য জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফ্যান রয়েছে । আমরা ঐ সকল ফ্যানগুলো থেকে যদি এইখানে সুবিধা বেশি পাই তাহলে ব্যবহার করব । নিচে এই ফ্যানের বেশ কয়েকটি সুবিধা উল্লেখ করা হলোঃ
- ফ্যানটিতে উন্নত মানের ও কোয়ালিটি সমৃদ্ধ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফলে কারেন্ট না থাকলেও দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় ।
- এই ফ্যানে রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে যা দিয়ে আপনি ফ্যান বন্ধ, চালু এবং স্পিড কম বেশি করতে পারবেন ।
- সর্বশেষ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে এই ফ্যানটি তৈরি করা আছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।
- এই ফ্যানটি দেখতে খুব সুন্দর এবং ডিজাইন করে তৈরি করা হয়েছে ।
- তাছাড়া ফ্যানটি ক্রয় করার পর আপনি সর্বোচ্চ ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ।
উপরে উল্লেখিত সুবিধা ছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা এই ফ্যানটি ক্রয় করার পর উপভোগ করতে পারবেন । তাই আপনি যদি কম দামে সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি ভালো চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে অবশ্যই কেনেডি ফ্যানটি ক্রয় করুন ।
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
আমরা ইতিমধ্যে কেনেডি রিচার্জেবল চার্জার ফ্যানের পরিচিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা এই কেনেডি কোম্পানির বেশ কিছু মডেলের ফ্যানের দাম সম্পর্কে জানব । যদি আমরা ফ্যান গুলোর মডেলের দাম জানি তাহলে অনলাইন বা দোকান থেকে সঠিক দামে ফ্যান ক্রয় করতে পারবো । নিচে বেশ কয়েকটি ফ্যানের মডেলের নাম সহ দাম উল্লেখ করা হলোঃ
ফ্যানের নাম | ফ্যানের ইঞ্চি | ফ্যানের দাম |
Solar Fan 5W | 12 Inch | ১৫৫০ টাকা |
Rechargeable Fan NH-0012 | 12 Inch | ৩৮৫০ টাকা |
rechargeable fan Double Battery | 16 Inch | ৫৪৯০ টাকা |
KN-2912 Rechargeable Table Fan | 12 Inch | ৫১০০ টাকা |
KN-2926 Rechargeable Half Stand Fan | 16 Inch | ৭৫০০ টাকা |
KN-2926HR Rechargeable Floor Stand Fan | 16 Inch | ১০৫০০ টাকা |
Rechargeable Fan 2936HRS | 16 Inch | ১১৫০০ টাকা |
উপরে যতগুলো চার্জার ফ্যানের মডেলের নাম এবং দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ কোম্পানির আপডেট অনুযায়ী করা হয়েছে । এই দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে কোম্পানির https://www.kennede.com/rechargeable-fan-from-kennede-product/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ।
কেনেডি চার্জার ফ্যান কেন কিনবেন?
আমাদের বাংলাদেশে চার্জার ফ্যানের অসংখ্য কোম্পানি রয়েছে । তাহলে কেনই বা আমরা কেনেডি ফ্যান কিনব? হ্যাঁ এই প্রশ্নটি করা খুবই যুক্তি সম্পর্কিত। আমরা যদি অন্যান্য কোম্পানির ফ্যানগুলোতে ভালো সুবিধা পাই তাহলে কেন এই ফ্যানটি ক্রয় করতে যাব । আপনি যদি চান কম দামে ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান ক্রয় করবেন তাহলে কেনেডি ফ্যানের গুরুত্ব অপরিসীম ।
আরও পড়ুন ➝ ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত
এই ফ্যানগুলো মূল্য তুলনামূলক অন্যান্য কোম্পানির চার্জার ফ্যান থেকে দাম কম হয়ে থাকে । সর্বনিম্ন ১৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১২০০০ টাকা পর্যন্ত আপনি এই ফ্যানগুলো কিনতে পারবেন । আপনার বাজেট যদি কম হয় তাহলে কম দাম ফ্যান ক্রয় করুন এবং যদি বাজেট বিষয় তাহলে বেশি দামের ফ্যান ক্রয় করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শকবৃন্দ, আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় রিচার্জেবল চার্জার ফ্যান কোম্পানি কেনেডির পরিচিতি, বেশ কয়েক টি মডেলের নাম এবং দাম সম্পর্কে । আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই কোম্পানির ফ্যান সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে ।
আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন । যদি আমার এই পোস্টটি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।