আমাদের অনেক ভাই ও বোন গাজীপুর থেকে কক্সবাজার বাস ভাড়া সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব গাজীপুর-কক্সবাজার সড়ক পথে কোন কোন বাস নিয়মিত চলাচল করছে, ওই বাসগুলোর সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে ।
আমরা জানি কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যতম সমুদ্র সৈকতের নাম । এখানে প্রতিবছর লাখ লাখ বিদেশি এবং দেশি মানুষ ভ্রমণ করে থাকে । কক্সবাজার শুধু যে বাংলাদেশের জন্য সৌন্দর্যতম সমুদ্র সৈকত এমন নয় এটি সারা বিশ্বের জন্য অন্যতম সুন্দর ও আকর্ষণীয় সমুদ্র সৈকত ।
আরও পড়ুন ➝ কম্বোডিয়া ভিসার দাম কত সর্বশেষ আপডেট
আপনার বাড়ি যদি গাজীপুর হয় এবং আপনি যদি কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে বাসে করে যাতায়াত করতে পারবেন । যদিও বা কক্সবাজার আপনি মাইক্রো অথবা ট্রেন ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন । কিন্তু আমি সাজেশন দিচ্ছি বাসে করে গাজীপুর থেকে কক্সবাজার যাতায়াত করেন । তাহলে খুব অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ।
তাছাড়া বাসে চলাচল করলে আপনার যাতায়াত ভাড়া অনেক কম হবে । বর্তমানে গাজীপুর থেকে কক্সবাজার সড়কপথে অসংখ্য বাস নিয়মিত চলাচল করছে । কিন্তু সবগুলো বাস সমান সার্ভিস দেয় না আমরা সবাই জানি । এখন আমরা জানব গাজীপুর-কক্সবাজার সড়ক পথে ভালো সার্ভিস দিচ্ছে এমন সেরা কয়েকটি বাসের নাম সম্পর্কে ।
- এনা ট্রান্সপোর্ট
- শ্যামলী পরিবহন
- হানিফ পরিবহন
- শ্যামলী পরিবহন
- সৌদিয়া সার্ভিস
উপরে উল্লেখিত সবগুলো বাস অত্যন্ত বিলাসবহুল এবং সম্পূর্ণ সিতা তাপ নিয়ন্ত্রিত । এখানে আপনি এসি সার্ভিস এবং নন এসি সার্ভিস উপভোগ করতে পারবেন । যদি এসি সার্ভিস ব্যবহার করেন তাহলে বেশি টাকা খরচ করতে হবে । যদি নন এসি সার্ভিস ব্যবহার করেন তাহলে কম টাকা খরচ করতে হবে । এখন আমরা উপরে উল্লেখিত বাস গুলো সম্পর্কে বিস্তারিত জানব ।
গাজীপুর থেকে কক্সবাজার বাসের সময়সূচি
আপনি যদি গাজীপুর থেকে কক্সবাজার বাসে যাতায়াত করতে চান তাহলে বাসের সময়সূচি সম্পর্কে জানা অতি জরুরী । এর কারণ হচ্ছে সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচি সম্পর্কে আপনি যদি জানেন তাহলে সঠিক বাস কাউন্টারে যেতে পারবেন এবং পছন্দের বাস ধরে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবেন । এখন গাজীপুর-কক্সবাজার সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচি নিম্নে তুলে ধরা হলো ।
বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
এনা ট্রান্সপোর্ট | রাত ০৮ঃ০০ | বিকাল ০৪ঃ০০ (পরের দিন) |
শ্যামলী পরিবহন | রাত ০৯ঃ০০ | বিকাল ০৫ঃ০০ (পরের দিন) |
হানিফ পরিবহন | রাত ১০ঃ০০ | সন্ধ্যা ০৬ঃ০০ (পরের দিন) |
শ্যামলী পরিবহন | রাত ১১ঃ০০ | সন্ধ্যা ০৭ঃ০০ (পরের দিন) |
সৌদিয়া সার্ভিস | রাত ১২ঃ০০ | রাত ০৮ঃ০০ (পরের দিন) |
উপরে উল্লেখিত সবগুলো বাসের সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময়সূচী বাস কর্তৃপক্ষ যে কোন সময় পরিবর্তন করতে পারে ।
গাজীপুর থেকে কক্সবাজার বাস ভাড়া
গাজীপুর হতে কক্সবাজার বাস ভাড়া মূলত বাসের ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি সাধারণত দুই ধরনের বাস ব্যবহার করতে পারবেন । সেগুলো হচ্ছে এসি বাস এবং নন এসি বাস । এখন আমরা নিম্নে এসি এবং নন এসি দুইটি বাসের ভাড়া সম্পর্কে জানব ।
বাস নাম | এসি বাস ভাড়া | নন এসি বাস ভাড়া |
এনা ট্রান্সপোর্ট | ১২৫০ | ১০৫০ |
শ্যামলী পরিবহন | ১২৫০ | নাই |
হানিফ পরিবহন | নাই | ১০৫০ |
শ্যামলী পরিবহন | নাই | ১০৫০ |
সৌদিয়া সার্ভিস | নাই | ১০৫০ |
এখানে উল্লেখিত বাসগুলো থেকে আপনার পছন্দের বাস বাছাই করুন । অতঃপর সেই বাসের টিকিট কেটে গাজীপুর থেকে কক্সবাজার পৌঁছে যান । তবে আপনি যদি উচ্চ আরামদায়ক সিট পেতে চান তাহলে অবশ্যই এসি বাসের টিকিট কাটুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা গাজীপুর হতে কক্সবাজার সড়ক পথে বাসে যাতায়াত করার জন্য কিছু এসি বাস এবং কিছু নন এসি বাসের নাম, ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো গাজীপুর টু কক্সবাজার যেতে চান তাহলে উপরোক্ত যে কোন একটি বাস ব্যবহার করে যাতায়াত করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।