চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি ও ভাড়া ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি ও ভাড়ার তালিকা খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব চাঁদপুর টু ঢাকা লঞ্চের নামের তালিকা, সময়সূচী, ভাড়ার তালিকা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে ।

আমরা সচরাচর চাঁদপুর থেকে ঢাকা আসার জন্য বাস এবং মাইক্রো ব্যাবহার করে থাকি । তবে আমাদের অনেক ভাই ও বোন রয়েছেন যারা চাঁদপুর টু ঢাকা আসার জন্য লঞ্চ ব্যবহার করে থাকেন । আপনিও চাইলে কিন্তু চাঁদপুর হতে ঢাকা লঞ্চে আসতে পারেন । এখন অনেকে প্রশ্ন করতে পারেন বাস অথবা মাইক্রো ব্যবহার না করে কেন আমরা লঞ্চে চাঁদপুর থেকে ঢাকা আসবো?

আরও পড়ুন ➝ ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া কত

খুব অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে যদি আপনি চাঁদপুর হতে ঢাকা পৌঁছাতে চান তাহলে লঞ্চে আসা ভালো । তাছাড়া লঞ্চে চলাচল করলে সুবিধা হয় এখানে কোন জ্যামের সম্ভাবনা নেই । রাস্তাঘাটে যদি আপনি বাস অথবা মাইক্রো দিয়ে যাতায়াত করেন তাহলে অনেক সময় দীর্ঘ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় । এমনও দেখা যায় কয়েক ঘন্টা পর্যন্ত লাগে জ্যাম ছাড়তে ।

কিন্তু লঞ্চ ব্যবহার করে যদি আপনি চাঁদপুর হতে ঢাকা আসেন তাহলে এখানে কোন জ্যামের সম্ভাবনা নেই । তাই আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন চাঁদপুর হতে ঢাকা লঞ্চের মাধ্যমে আসবেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য সম্পূর্ণ । পোস্টটি পড়লে আমার দৃঢ় বিশ্বাস আপনিও ঢাকা-চাঁদপুর লঞ্চ সম্পর্কিত বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ।

চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের তালিকা

চাঁদপুর থেকে ঢাকা নদী পথে বেশ কিছু লঞ্চ নিয়মিত চলাচল করছে । আমরা যদি ওই সকল লঞ্চ সমুহের নাম সম্পর্কে জানি তাহলে আমাদের পছন্দের লঞ্চ বাছাই করতে পারবো এবং সেই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন চাঁদপুর-ঢাকা নদী পথে চলাচলকারী লঞ্চের নাম নিম্নে তুলে ধরা হলো ।

  • এম ভি নিউ আল-বোরাক
  • এম ভি দেশান্তর
  • এম ভি সোনার তরী
  • এম ভি ঈগল-৭
  • এম ভি ঈগল-৩
  • এম ভি রফ রফ
  • এমভি-তুতুল / তাকওয়া
  • এম ভি বোগদাদীয়া
  • এম ভি রাসেল
  • আব-এ-জমজম
  • এম ভি মেঘনা রাণী
  • এম ভি সোনার তরী

এখানে যতগুলো লঞ্চের নাম তুলে ধরা হয়েছে এগুলো খুবই উন্নতমানের এবং বিলাসবহুল লঞ্চ । এই লঞ্চগুলোতে সম্পূর্ণ সীতা তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু রয়েছে ।

চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি

আমাদের প্রত্যেকের চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি সম্পর্কে জানা খুবই দরকার । কেননা আমরা যদি ঢাকা-চাঁদপুর নদী পথে চলাচলকারী লঞ্চের নাম সম্পর্কে জানি তাহলে কিন্তু সঠিক সময় লঞ্চ ঘাটে যেতে পারবো এবং লঞ্চ ধরে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো । এখন নিচে চাঁদপুর-ঢাকা নদী পথে চলাচলকারী লঞ্চের নাম তুলে ধরা হলো ।

লঞ্চের নাম  যাওয়ার সময়  আসার সময় 
এম ভি নিউ আল-বোরাক রাত ০৮ঃ০০ বিকেল ০৪ঃ০০
এম ভি দেশান্তর রাত ০৮ঃ৩০ বিকেল ০৪ঃ৩০
এম ভি সোনার তরী সকাল ০৯ঃ০০ সন্ধ্যা ০৬ঃ০০
এম ভি ঈগল-৭ সকাল ০৯ঃ৩০ সন্ধ্যা ০৬ঃ৩০
এম ভি ঈগল-৩ রাত ০৮ঃ০০ বিকেল ০৪ঃ০০
এম ভি রফ রফ সকাল ০৯ঃ০০ সন্ধ্যা ০৬ঃ০০
এমভি-তুতুল / তাকওয়া সকাল ০৮ঃ৩০ সন্ধ্যা ০৫ঃ৩০
এম ভি বোগদাদীয়া রাত ০৮ঃ৪৫ বিকেল ০৪ঃ৪৫
এম ভি রাসেল সকাল ১০ঃ০০ সন্ধ্যা ০৭ঃ০০
আব-এ-জমজম সকাল ০৯ঃ৩০ সন্ধ্যা ০৬ঃ৩০
এম ভি মেঘনা রাণী সকাল ০৮ঃ০০ সন্ধ্যা ০৫ঃ০০
এম ভি সোনার তরী সন্ধ্যা ০৭ঃ০০ ভোর ০৪ঃ০০

এখানে উল্লেখিত লঞ্চ সমুহের সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময়সূচি লঞ্চ কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে ।

চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের ভাড়া

আপনি যখন চাঁদপুর থেকে ঢাকা আসবেন তখন অবশ্যই লঞ্চের ভাড়া দিতে হবে । এখন এই লঞ্চের ভাড়া কত টাকা হবে তা সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আপনি যদি কম দামি সিট ব্যবহার করেন তাহলে কম টাকা খরচ হবে । আবার বেশি দামি সিট ব্যবহার করলে বেশি টাকা খরচ হবে ।

লঞ্চের নাম ডেক ভাড়া নন-এসি চেয়ার এসি চেয়ার নন-এসি কেবিন এসি কেবিন
এম ভি নিউ আল-বোরাক ১১৫ টাকা ১৮০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ৬০০ টাকা
এম ভি দেশান্তর ১২০ টাকা ১৯০ টাকা ৩১০ টাকা ৫১০ টাকা ৬১০ টাকা
এম ভি সোনার তরী ১৩০ টাকা ২০০ টাকা ৩২০ টাকা ৫২০ টাকা ৬২০ টাকা
এম ভি ঈগল-৭ ১২৫ টাকা ১৯৫ টাকা ৩১৫ টাকা ৫১৫ টাকা ৬১৫ টাকা
এম ভি ঈগল-৩ ১১৫ টাকা ১৮০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ৬০০ টাকা
এম ভি রফ রফ ১২০ টাকা ১৯০ টাকা ৩১০ টাকা ৫১০ টাকা ৬১০ টাকা
এমভি-তুতুল / তাকওয়া ১১০ টাকা ১৭৫ টাকা ২৯৫ টাকা ৪৯৫ টাকা ৫৯৫ টাকা
এম ভি বোগদাদীয়া ১২৫ টাকা ১৯৫ টাকা ৩১৫ টাকা ৫১৫ টাকা ৬১৫ টাকা
এম ভি রাসেল ১৩০ টাকা ২০০ টাকা ৩২০ টাকা ৫২০ টাকা ৬২০ টাকা
এম ভি রফরফ ১২০ টাকা ১৯০ টাকা ৩১০ টাকা ৫১০ টাকা ৬১০ টাকা
আব-এ-জমজম ১১৫ টাকা ১৮০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ৬০০ টাকা
এম ভি মেঘনা রাণী ১২৫ টাকা ১৯৫ টাকা ৩১৫ টাকা ৫১৫ টাকা ৬১৫ টাকা
এম ভি সোনার তরী ১৩০ টাকা ২০০ টাকা ৩২০ টাকা ৫২০ টাকা ৬২০ টাকা

সুতরাং এখানে আপনি কম দামি সিট থেকে শুরু করে বেশি দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন চাঁদপুর-ঢাকা লঞ্চের ভাড়ার তালিকা তুলে ধরা হলো ।

আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত

এখানে উল্লেখিত লঞ্চ গুলো থেকে আপনার পছন্দের সিট বাছাই করুন । তারপর ওই সিটের টিকিট কাটুন এবং আপনার যাত্রা সম্পন্ন করুন ।

চাঁদপুর টু ঢাকা লঞ্চের যোগাযোগ নাম্বার

আপনি যদি চাঁদপুর টু ঢাকা লঞ্চের অগ্রিম টিকিট কাটতে চান অথবা যদি লঞ্চের সিডিউল পরিবর্তন হয় সে সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ঢাকা-চাঁদপুর লঞ্চের যোগাযোগ নাম্বার ফোন করার জরুরী । এখন আপনাদের সুবিধার্থে কিছু লঞ্চের যোগাযোগ নাম্বার নিচে তুলে ধরা হলো ।

এম ভি নিউ আল-বোরাক ——————— ০১৮১৮০০২০২৯

এম ভি দেশান্তর ——————— ০১৭১৬৫০১০৭৭

এম ভি সোনার তরী ——————— ০১৭১৬৫০১০৭৭

এম ভি ঈগল ——————— ৭০১৭১১০০৮৭৭৭

ঈগল ——————— ৩০১৭১১০০৮৭৭৭

এম ভি রফ রফ ——————— ০১৮১৮০০২০২৯

এমভি-তুতুল / তাকওয়া ——————— ০১৭১১০০৮৭৭৭

এম ভি বোগদাদীয়া ——————— ০১৭১২৭৩৭২২৭

এম ভি রাসেল ——————— ০১৭১২৭৩৫৩০০

এম ভি রফরফ ——————— ০১৮১৮০০২০২৯

আব-এ-জমজম ——————— ০১৭১৪২৪৮৫৮৯

এম ভি মেঘনা রাণী ——————— ০১৭১১০০৮৭৭৭

এম ভি সোনার তরী ——————— ০১৭১৬৫০১০৭৭

এম ভি সোনার তরী ——————— ০১৭১৬৫০১০৭৭

এম ভি মিতালী ——————— ০১৮১৮০০২০২৯

এম ভি ইমাম হাসান ——————— ০১৭১১০০৮৭৭৭

এম ভি জমজম-১/তাক্ওয়া ——————— ০১৭১৪২৪৮৫৮৯

এম ভি ময়ুর ——————— ৭০১৭১১০০৮৭৭৭

আমাদের শেষ কথা

আজকের পোস্টে চাঁদপুর হতে ঢাকা আসার জন্য চলাচলকারী লঞ্চ গুলোর নাম, সময়সূচী, ভাড়ার তালিকা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে আমরা জেনেছি । আপনি যদি কখনো চাঁদপুর থেকে ঢাকা আসেন তাহলে উপরে উল্লেখিত লঞ্চগুলো থেকে পছন্দের লঞ্চ বাছাই করুন । তারপর ওই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন ।

সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫
উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ও ভাড়া

আপনি কি উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ
হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ

আমাদের অনেক ভাই ও বোন হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? বিস্তারিত পড়ুন

বাংলাদেশ টু মালদ্বীপ বিমান ভাড়া ২০২৫
বাংলাদেশ টু মালদ্বীপ

ভারত মহাসাগরের বুকে ভেসে থাকা একটি দ্বীপ দেশের নাম হচ্ছে মালদ্বীপ । এই দেশটি বর্তমানে পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় নাম বিস্তারিত পড়ুন

তিতাস ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২৫
তিতাস ট্রেনের সময়সূচি ও ভাড়া

আপনি কি তিতাস ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে
যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে

আমাদের অনেক ভাই ও বোন যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে জানতে চান আপনিও বিস্তারিত পড়ুন

বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া ও সময়সূচী
বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া ও সময়সূচী

আমাদের অনেক ভাই ও বোন বরিশাল থেকে বেনাপোল বাস ভাড়া সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!