আমাদের অনেক ভাই ও বোন জিপি নতুন সিমের দাম কত এই বিষয় সম্পর্কে জানতে চান । তাছাড়া জিপি থেকে নতুন সিম কেনার পর ওই জিপি নতুন সিমের অফার সম্পর্কে জানতে চান । আপনি যদি একজন জিপি সিমের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে এই পোস্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি ।
বর্তমানে বাংলাদেশে বেশ কিছু মোবাইল সিম অপারেটর কোম্পানি রয়েছে । সেগুলো হচ্ছে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল রবি এবং টেলিটক । মূলত এই মোবাইল সিম অপারেটর কোম্পানিগুলো সারাদেশব্যাপী ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে । আমরা বিশেষ করে এই সিম গুলো ব্যবহার করে থাকি ।
আমরা যারা উচ্চ কোয়ালিটি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা এবং কম রেটে কথা বলতে চাই তাদের পরিচিত মুখ হচ্ছে গ্রামীণফোন । অর্থাৎ জিপি সিম এই সিম ব্যবহার করার মাধ্যমে আপনি কম খরচে কথা বলতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন অল্প টাকা খরচ করার মাধ্যমে ।
গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার সংযোগ করছে । মূলত যারা গ্রামীণফোনে নতুন গ্রাহক হয়ে সিম কিনছেন তাদের জন্য অসংখ্য অফার চালু রয়েছে । আমরা অনেকেই নতুন সিম কিনতে আগ্রহী কিন্তু কি কি অফার রয়েছে বা কি সুবিধা সে সম্পর্কে জানি না ।
আজকের পোস্টে আমরা বর্তমানে জিপি নতুন সিমের দাম কত এবং কি কি অফার রয়েছে সে সম্পর্কে জানব । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
জিপি নতুন সিমের দাম ২০২৫
২০২৫ সাল ইতিমধ্যে তিন মাস শেষ হতে চলল । এখন রমজান মাস চলছে এবং কিছুদিন পর আসছে রোজার ঈদ । এই সময় জিপি তার গ্রাহকদের জন্য কম খরচে অসংখ্য ইন্টারনেট সেবা ও মিনিট প্যাকেজ ক্রয় করার সুযোগ দেবে । মূলত যারা নতুন গ্রাহক হিসেবে জিপিতে যোগদান করবে তাদের জন্য রয়েছে অসংখ্য স্পেশাল সুবিধা ।
আপনি যদি সারা বছর বিভিন্ন সিম সম্পর্কিত সুবিধা উপভোগ করতে জান এবং ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা গ্রামীণফোনের বিশেষ সুবিধা উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামীন সিম কিনতে হবে । আমরা অনেকে হয়তো জানি না বর্তমানে জিপি নতুন সিমের দাম কত টাকা করে বিক্রি করা হচ্ছে ।
বর্তমানে জিপিতে বিভিন্ন ক্যাটাগরির উপর সিম পাওয়া যাচ্ছে । প্রতিটি ক্যাটাগরির উপর ভিত্তি করে জিপি সিমের দাম আলাদা আলাদা হয়ে থাকে । এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জিপি কোন সিমের দাম কত ।
Type | SIM Card | Plan Name | Price (TK) |
---|---|---|---|
Prepaid | eSIM GP Prepaid | Nishchinto | 300 |
Prepaid | 013 Prepaid | Nishchinto | 250 |
Postpaid | 013 Postpaid | MyPlan | 300 |
Postpaid | eSIM GP Postpaid | MyPlan | 300 |
Prepaid | 017 Prepaid | Nishchinto | 250 |
Postpaid | 017 Postpaid | MyPlan | 300 |
এখানে উল্লেখ করা জিপির প্রতিটি সিমের দাম সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এবং গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ এই সিম গুলোর দাম কিছুটা বেশি অথবা কম করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।
গ্রামীন সিমের দাম কত
আমরা অনেকে বলে থাকি গ্রামীন সিমের দাম কত । এখানে গ্রামীন সিম বলতে মূলত আমরা জিপি সিমকেই বুঝিয়ে থাকি । গ্রামীণ হচ্ছে গ্রামীণফোনের অর্ধেক নাম মানে গ্রামীণ । আবার জিপি হচ্ছে গ্রামীণফোনের সংক্ষিপ্ত রূপ । তাই আমরা চাইলেম গ্রামীন সিমের দাম কত এভাবে বলতে পারি ।
বর্তমানে গ্রামীন সিমের দাম সিম ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে । এখানে আপনি কোন ধরনের গ্রামীন সিম নিতে চাচ্ছেন তার ওপর ভিত্তি করে দাম ধরা হয়ে থাকে । আপনি চাইলে গ্রামীন পোস্টপেইড সিম নিতে পারেন অথবা গ্রামীণ প্রিপেইড সিম নিতে পারেন । এই দুইটি সিমের দাম আলাদা আলাদা হয় ।
আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারি জিপি ই-সিম প্রিপেইড ৩০০ টাকা নিশ্চিন্ত প্যাকেজ, জিপি ই-সিম পোস্টপেইড মাই প্ল্যান ৩০০ টাকা, ০১৩ প্রিপেইড নিশ্চিন্ত প্ল্যান ২৫০ টাকা, ০১৩ পোস্টপেইড মাই প্ল্যান ৩০০ টাকা, ০১৭ ৩৮ নিশ্চিন্ত প্ল্যান ২৫০ টাকা এবং ০১৭ পোস্টপেইড মাই প্ল্যান ৩০০ টাকা ।
গ্রামীন নতুন সিমের অফার
আমরা ইতিমধ্যে গ্রামীণ নতুন সিমের দাম কত এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি । এখন আমাদের জানা উচিত গ্রামীন নতুন সিমের অফার সম্পর্কে । আমরা যদি গ্রামীন থেকে নতুন সিম কিনি তাহলে কি কি অফার পাব তা জানা অতীব জরুরী । গ্রামীণফোনে একেক সময় একেক রকম অফার থাকে ।
তবে সারা বছর গ্রামীন সিমে চলমান কিছু অফার রয়েছে । আমরা এই অফার গুলো সম্পর্কে এখন জানব । আপনি যদি একজন গ্রামীণ নতুন সিম গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই চাইলে এই অফার গুলো গ্রহণ করতে পারেন ।
গ্রামীন নতুন গ্রাহক হয়ে থাকলে প্রথম রিচার্জে ৪৭ টাকা ফ্লেক্সিলোড করলে আপনি ৩ জিবি ইন্টারনেট পাবেন মেয়াদ হবে ৭ দিন এবং ৩০ মিনিট পাবেন মেয়াদ হবে ৭ দিন ।
তবে এখানে একটি বিষয় অবশ্যই জেনে রাখবেন গ্রামীন নতুন সিমে ৪৭ টাকা রিচার্জ অফারটি শুধুমাত্র একবার গ্রহণ করতে পারবেন । এখানে দ্বিতীয়বার এই অফার গ্রহণের কোন সুযোগ নেই ।
গ্রামীণ নতুন সিম গ্রাহক মাই জিপি অ্যাপ ব্যবহার করে ২৭ টাকা রিচার্জ করলেই ২.৫ জিবি ইন্টারনেট গ্রহণ করতে পারবে যার মেয়াদ হবে সর্বোচ্চ ৭ দিন ।
একজন গ্রামীণ নতুন সিম গ্রাহক *121*1111* এই কোড ডায়াল করার মাধ্যমে তার গ্রামীন সিমে কি কি অফার চালু রয়েছে তা দেখতে পারবেন ।
তাছাড়া আপনি নতুন সিমের ইন্টারনেট অফার এবং মিনিট অফার এর মেয়াদ কতদিন আছে তা জানতে ডায়াল করুন *121*1*2# ।
জিপি নতুন সিমের রিচার্জ অফার
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন জিপির নতুন সিম কিনবেন তাহলে আপনার জানা উচিত জিপি নতুন সিমের রিচার্জ অফার সম্পর্কে । কারণ জিপি সিম প্রতিনিয়ত তার গ্রাহকদের নতুন নতুন রিচার্জ অফার দিয়ে থাকে । তাই আপনার অবশ্যই এই সুযোগ কাজে লাগানো উচিত ।
প্রতি ঈদের সময় অথবা বিভিন্ন সরকারি ছুটির দিনে জিপি সিমে বিভিন্ন নতুন নতুন রিচার্জ এর অফার থাকে । বিশেষ করে যারা নতুন জিপি সিম গ্রাহক হন তাদের জন্য । তবে সারা বছর পাওয়া যায় জিপি নতুন সিমে রিচার্জ অফার সম্পর্কে এখন আমরা জানবো ।
Data Volume | Price (TK) | Validity | Offer Type |
---|---|---|---|
1 GB | 17 | 7 Days | Recharge Only |
3 GB | 67 | 7 Days | Recharge Only |
3 GB | 57 | 30 Days | Recharge Only |
6 GB | 114 | 7 Days | Recharge Only |
6 GB | 299 | 30 Days | Recharge Only |
উপরে উল্লেখ করা জিপির নতুন সিমের প্রতিটি রিচার্জ অফার একজন জিপি নতুন গ্রাহক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন । এখান থেকে যে প্যাকেজটি আপনার পছন্দ হয় আপনি চাইলে নিকটস্থ ফ্লেক্সিলোড দোকান অথবা নিজস্ব মোবাইল ব্যাংকিং একাউন্ট বিকাশ রকেট অথবা নগর থেকে রিচার্জ করে অফার গুলো উপভোগ করতে পারবেন ।
জিপি ই-সিমের দাম কত
একটা সময় ছিল জিপি সিমে শুধুমাত্র নরমালি প্রিপেইড এবং পোস্টপেইড সিম পাওয়া যেত । কিন্তু জিপি তার গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে জিপি ই সিম চালু করেছে । এই সিমগুলো ব্যবহার করা খুবই সহজ এবং দাম তুলনামূলক অনেক কম হয়ে থাকে ।
আপনি চাইলে জিপি থেকে জিপি ই প্রিপেইড সিম অথবা জিপি ই পোস্টপেইড সিম কিনতে পারেন । এখানে মূলত আপনার ইচ্ছা আপনি প্রিপেইড সিম কিনবেন কি না কি পোস্টপেইড সিম কিনবেন । আপনার যে জিপি সিম পছন্দ হয় সেটি কিনতে পারেন । তবে আমাদের প্রথমে এর দাম কত তা জানা উচিত ।
আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পারি জিপি ই সিম প্রিপেইড নিশ্চিন্ত প্ল্যান ৩০০ টাকা এবং জিপি ই সিম পোস্টপেইড মাই প্ল্যান ৩০০ টাকা । মোটকথা দুই ধরনের সিমের দাম একই । তাই এখান থেকে আপনি যে কোন একটি সিম পছন্দ কিনে ব্যবহার করতে পারেন ।
জিপি সিমের অফার কিভাবে দেখে
আমরা ইতিমধ্যে জিপি নতুন সিমের অফার এবং রিচার্জ অফার সম্পর্কে জেনেছি । কিন্তু এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি নতুন জিপি সিম সম্পর্কে তথ্য দিলেন কিন্তু কিভাবে জিপি পুরাতন সিমের অফার দেখা যায় সেই সম্পর্কে কিছু বার্তা দিলেন না । এখন আমরা জিপি সিমের অফার কিভাবে দেখে সেই বিষয় সম্পর্কে জানব ।
আপনি যদি জিপি সিমের অফার দেখতে চান তাহলে মোবাইলের ডায়ালপ্যাড অপশনে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন *121*1*3# । তারপর কিছু সময় অপেক্ষা করতে হবে এবং মুহূর্তের মধ্যেই দেখতে পাবেন আপনার জিপি সিমে কোন কোন অফার রয়েছে ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় মোবাইল সিম অপারেটর কোম্পানি গ্রামীণফোন সিমের দাম কত এই বিষয় সম্পর্কে জেনেছি । বিশেষ করে জিপি সিমে নতুন সিমে কি কি অফার রয়েছে এবং রিচার্জ অফার সম্পর্কে ও তথ্য তুলে ধরা হয়েছে । তাই আপনি নতুন জিপি সিম গ্রাহক হয়ে থাকলে উল্লেখিত অফার গুলো গ্রহণ করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।