আপনি কি ডিফেন্ডার চার্জার ফ্যান দাম ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন । যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আমরা আজকের পোস্ট থেকে জানতে পারবো ডিফেন্ডার চার্জার ফ্যান কেন ব্যবহার করব, বেশ কিছু মডেলের নাম এবং দাম সম্পর্কে ।
আমাদের বাংলাদেশে গরমকালে অনেক বেশি পরিমাণে লোডশেডিং হয়ে থাকে । এই সময় যদি একবার কারেন্ট চলে যায় তখন কয়েক ঘণ্টা পর্যন্ত আসার কোন নাম গন্ধ থাকে না । অনেক সময় কারেন্ট আসে ১০-২০ মিনিট থাকে আবার চলে যায় । একেতো মাত্রাতিরিক্ত গরম তার ওপর ফ্যানের বাতাস নেই তাহলেই বুঝতে পারছেন কি একটা অবস্থা গিয়ে দাঁড়ায়?
আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম
আর এই সময় আমরা গরম থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন কোম্পানির চার্জার ফ্যান ব্যবহার করে থাকি । এই চার্জার ফ্যান গুলো সাধারণত রিচার্জেবল হয়ে থাকে যা একবার চার্জ দিলে কয়েক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় । তাই আমরা সকলে এই ফ্যান কিনতে আগ্রহ প্রকাশ করে থাকি ।
বর্তমানে মার্কেটে যদিও বা অসংখ্য কোম্পানির চার্জার ফ্যান আছে যেমনঃ ওয়ালটন চার্জার ফ্যান, ভিশন চার্জার ফ্যান এবং ডিফেন্ডার চার্জার ফ্যান । আজকের পোস্টে আমরা আলোচনা করব ডিফেন্ডার চার্জার ফ্যান সম্পর্কে । আপনি যদি এই সকল বিষয়ে জানতে আগ্রহ হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ডিফেন্ডার চার্জার ফ্যান দাম কত ২০২৫
গরম কাটানোর জন্য চার্জার ফ্যানের কোনো বিকল্প নেই । তাই আমরা অনলাইনে অথবা অফলাইনে বিভিন্ন চার্জার ফ্যানের দাম কত সে সম্পর্কে খোঁজ নিয়ে থাকি । বর্তমানে মার্কেটে যদিও বা অসংখ্য কোম্পানির চার্জার ফ্যান রয়েছে কিন্তু কোন ফ্যানটি ভালো এবং টিকসই সে সম্পর্কে আমরা কিন্তু অবগত নই ।
আপনি যদি দীর্ঘদিন এবং ভালো মানের চার্জার ফ্যান পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো দাম দিতে হবে । যদি ফুটপাথ থেকে বা হকার থেকে কম দামে চার্জার ফ্যান ক্রয় করেন তাহলে ঠকার সম্ভাবনা রয়েছে । তাই আপনি চাইলে বহুল ব্যবহৃত ডিফেন্ডার চার্জার ফ্যানটি ক্রয় করতে পারেন ।
আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত
সাধারণত কোয়ালিটির উপর ভিত্তি করে ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম হয়ে থাকে । এই ফ্যানের মূল্য শুরু হয় ২৫০০ থেকে এবং সর্বোচ্চ ৯০০০ টাকা পর্যন্ত । তাই এই ফ্যানটি ক্রয় করার পূর্বে আপনার বাজেট কত সেটি আগে নির্ধারণ করে নিন । উল্লেখ্য যত টাকা বেশি খরচ করবেন ঠিক তত মানের ভালো ফ্যান পাবেন ।
ডিফেন্ডার রিচার্জেবল চার্জার ফ্যান দাম
ডিফেন্ডারের যে চার্জার ফ্যানগুলো রয়েছে সবগুলোই রিচার্জেবল যা চার্জ করে করে ব্যবহার করা যায় । যখন কারেন্ট আসে ওই সময় আপনি চার্জার লাইন দিয়ে চার্জ করে নিবেন । তারপর যখন কারেন্ট থাকবে না তখন এই ফ্যান চালিয়ে বাতাস উপভোগ করতে পারবেন ।
বর্তমানে বাজারে ডিফেন্ডারের অসংখ্য রিচার্জেবল চার্জার ফ্যান রয়েছে । তার মধ্যে বাজেট ফ্রেন্ডলি বেশ কয়েকটি চার্জার ফ্যানের দাম এখন মডেল সহকারে আমরা জানবো । নিচে বেশ কয়েকটি রিচার্জেবল চার্জার ফ্যানের মডেল ও দাম ছক আকারে উল্লেখ করা হলোঃ
ফ্যানের নাম | ফ্যানের ইঞ্চি | ফ্যানের দাম |
KTH-2912 | 12 inch | 4200 TK |
KN-2914 | 14 inch | 4990 TK |
0012 | 12 inch | 4120 TK |
DF-5922D | 12 inch | 3150 TK |
KM-F0082 | 12 inch | 2850 TK |
উপরে যতগুলো চার্জার ফ্যানের মডেল এবং দাম উল্লেখ করা হয়েছে আশা করা যায় সবগুলো আমাদের বাজেটের মধ্যে পড়বে । তাছাড়া আপনি যদি আরও বেশি দামের এবং কোয়ালিটি ফুল ফ্যান পেতে চান তাহলে https://t.ly/MbrjX এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ।
ডিফেন্ডার চার্জার ফ্যান কেন কিনবেন
আমরা ইতিমধ্যে ডিফেন্ডার চার্জার ফ্যানের বেশ কয়েকটি মডেল এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । এখন আমাদের প্রশ্ন হল বাজারে এত সকল কোম্পানি থাকতে আমরা কেন ডিফেন্ডারের ফ্যান ব্যবহার করব? হ্যাঁ এই প্রশ্নটি করা খুবই স্বাভাবিক একটা বিষয় ।
আপনার বাজেট যদি কম হয় এবং আপনি যদি কম টাকায় ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান ক্রয় করতে চান তাহলে অন্যান্য কোম্পানি থেকে ডিফেন্ডার সুযোগ সুবিধা বেশি পাবেন । এই ফ্যানটি সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে ফলে বাতাস বেশি পাবেন এবং কারেন্ট না থাকলেও দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্ট থেকে আমরা জানতে পারলাম বর্তমান সময়ের অন্যতম ও বহুল ব্যবহৃত ডিফেন্ডার রিচার্জেবল চার্জার ফ্যানের বেশ কয়েকটি মডেল, দাম এবং কেন এই ফ্যান ব্যবহার করব এ সম্পর্কে । আপনি যদি পুরো পোস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে এই ফ্যান সম্পর্কে যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ।
আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন । আশা করা যায় এই পোস্টটি পড়ে আপনি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।