আপনি কি ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ সময়সূচি খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ঢাকা থেকে বরিশাল নদীপথে চলাচলকারী দ্রুতগতির লঞ্চ সার্ভিস গ্রীন লাইন লঞ্চের ভাড়া, সময়সূচী এবং অনলাইনে টিকেট বুকিং সম্পর্কে ।
বর্তমানে অনেক মানুষ ঢাকা টু বরিশাল যাওয়ার জন্য বাস অথবা মাইক্রো ব্যবহার করে । তবে কিছু কিছু মানুষ নদীপথে লঞ্চে যাতায়াত করতে খুবই পছন্দ করে । আপনি যদি অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে ঢাকা টু বরিশাল পৌঁছাতে চান তাহলে অবশ্যই নদীর পথে যাতায়াত করা দরকার । একদিকে আপনার ভাড়া কম লাগছে এবং অপরদিকে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারছেন ।
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
ঢাকা টু বরিশাল নদীপথে অসংখ্য লঞ্চ নিয়মিত চলাচল করছে । কিন্তু সেই সকল লঞ্চগুলো থেকে আমাদের জানা দরকার কোন লঞ্চ সবচেয়ে ভালো সুবিধা দিচ্ছে এবং ভাড়াও তুলনামূলক কম । আপনাদের সুবিধার্থে আমি সেই রকম একটি লঞ্চের নাম নিয়ে হাজির হয়েছি । সেই লঞ্চটি হচ্ছে এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ ।
এই লঞ্চটি অত্যন্ত বিলাসবহুল এবং সম্পূর্ণ সীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে । তাছাড়া লঞ্চটিতে উচ্চ আরামদায়ক সিটের ও ব্যবস্থা রয়েছে। আপনি যদি কিছু টাকা বেশি ইনভেস্ট করেন তাহলে উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন । তবে এই লঞ্চের প্রায় সকল সিটই তুলনামূলক অনেক ভালো হয় ।
এখন আমরা এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ সম্পর্কে বিস্তারিত জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই পোষ্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ সময়সূচি
আমরা যদি ঢাকা টু বরিশাল লঞ্চে যাতায়াত করতে চাই তাহলে অবশ্যই এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ সময়সূচী সম্পর্কে জানা দরকার । কারণ আমরা যদি এই লঞ্চের সময়সূচি সম্পর্কে জানি তাহলে সঠিক সময় লঞ্চ ঘাটে যেতে পারবো এবং সময় মত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন নিম্নে এই লঞ্চের সময়সূচি উল্লেখ করা হলো ।
লঞ্চ ঘাটের নাম | ছাড়ার সময় |
ঢাকা থেকে | সকাল ০৮ঃ০০ |
বরিশাল থেকে | দুপুর ০৩ঃ০০ |
হিজলা থেকে | বিকাল ০৪ঃ৪৫ |
ঢাকা থেকে এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ ছাড়ে সকাল ০৮ঃ০০ টার সময়, বরিশাল থেকে ছাড়ে দুপুর ০৩ঃ০০ টা এবং হিজলা থেকে ছাড়ে বিকাল ০৪ঃ৪৫ মিনিটে । আপনি যদি কখনো এম ভি গ্রীন লাইন লঞ্চ ৩ এ চলাচল করতে চান তাহলে উপরোক্ত সময়ে লঞ্চঘাটে উপস্থিত হন ।
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ ভাড়া
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ ভাড়া সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে সবচেয়ে বেশি দামি সিট থেকে শুরু করে সবচেয়ে কম দামি সিট রয়েছে যেগুলো আপনি বুকিং করার সুযোগ পাবেন । এখন আমরা জানবো এই লঞ্চের কোন সিটের জন্য কত টাকা ভাড়া ।
লঞ্চ ঘাট | সিটের ধরন | সিটের ভাড়া |
ঢাকা টু বরিশাল | ইকোনমি ক্লাস | ৮০০ টাকা |
ঢাকা টু বরিশাল | বিজনেস ক্লাস | ১১০০ টাকা |
ঢাকা টু হিজলা | ইকোনমি ক্লাস | ৭০০ টাকা |
ঢাকা টু হিজলা | বিজনেস ক্লাস | ৯০০ টাকা |
এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চের ভাড়া হচ্ছে যথাক্রমে ঢাকা টু বরিশাল ইকোনমি ক্লাস ৮০০ টাকা, বিজনেস ক্লাস ১১০০ টাকা এবং ঢাকা টু হিজলা ইকোনমি ক্লাস ৭০০ টাকা এবং বিজনেস ক্লাস ৯০০ টাকা ।
উপরে উল্লেখ করা চারটি সিট থেকে আপনার পছন্দের সিট বাছাই করুন । তারপর সেই সিটের টিকিট কেটে ঢাকা টু বরিশাল অথবা হিজলা যাতায়াত করুন । আপনি যদি উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বিজনেস ক্লাস টিকিট কাটুন ।
ঢাকা টু বরিশাল গ্রীন লাইন লঞ্চ বুকিং অফিস
আমরা যদি ঢাকা টু বরিশাল চলাচল করার জন্য এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ টিকিট বুকিং করতে চাই তাহলে অবশ্যই বুকিং অফিস ঠিকানা এবং যোগাযোগ নাম্বারে ফোন দেয়ার দরকার হয় । তাছাড়া অনেক সময় লঞ্চের সময়সূচি পরিবর্তন হয় সেটা জানার জন্য নাম্বারে অথবা অফিসে যোগাযোগ করার দরকার হয় । এখন নিম্নে গ্রীন লাইন লঞ্চের বুকিং অফিস ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ করা হলো ।
টিকেট বুকিং অফিস | মোবাইল নাম্বার |
বরিশাল | ০১৭৩০-০৬০০৭৬, ০১৭৩০-০৬০০৭৭ |
হিজলা | ০১৭৩০-০৬০০২৬ |
নথুল্লাবাদ | ০১৭৩০-০৬০০৭৯ |
অনলাইনে গ্রীন লাইন লঞ্চ টিকেট বুকিং
আমরা ইতিমধ্যে এম. ভি. গ্রীন লাইন-৩ লঞ্চ এর বুকিং অফিসের ঠিকানা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । আমরা চাইলে ওই ঠিকানায় সরাসরি গিয়ে এই লঞ্চের জন্য টিকিট কাটতে পারি । তাছাড়া উল্লেখ করা যোগাযোগ নাম্বারও ফোন দিয়েও আমরা লঞ্চের অগ্রিম টিকিট বুকিং করতে পারি । কিন্তু অনেকে চায় অনলাইনে গ্রীন লাইন লঞ্চের টিকিট বুকিং করার জন্য ।
আরও পড়ুন ➝ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
আমি যদি অনলাইনে গ্রীন লাইন লঞ্চের টিকিট বুকিং কাটতে চান তাহলে অবশ্যই এই লঞ্চের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে । সেই সাইটের ইউ আর এল হচ্ছে http://www.greenlinebd.com/ । তারপর এখান থেকে আপনার পছন্দমত যে কোন সিটের টিকিট বুকিং করে যাত্রা সম্পন্ন করতে পারবেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ঢাকা টু বরিশাল লঞ্চে যাতায়াত করার জন্য গ্রীন লাইন লঞ্চ ভাড়ার তালিকা, সময়সূচী, টিকেট বুকিং অফিস এবং অনলাইনে টিকিট কাটা নিয়ম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো নদী পথে ঢাকা টু বরিশাল যাতায়াত করতে চান তাহলে অবশ্যই গ্রীন লাইন লঞ্চ ৩ ব্যবহার করুন ।
সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।