আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বকোণ এবং এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি আন্ত মহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্রের নাম হচ্ছে মিশর । বর্তমানে বাংলাদেশের অসংখ্য মানুষ মিশরে অবস্থান করছেন । কেউ কেউ পড়াশোনা করছেন, চাকরি করছেন অথবা ব্যবসা করছেন । তাই আমরা অনেকে জানতে চাই ঢাকা টু মিশর যেতে কত সময় লাগে ও ভাড়া কত সম্পর্কে ।
আমরা জানি মিশর হচ্ছে একটি মুসলিম সম্প্রদায়ভুক্ত উন্নত একটি দেশ । এখানকার সভ্যতা ও ঐতিহ্যের সাথে মিল রেখে অসংখ্য ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে । বাংলাদেশের অসংখ্য মেধাবী স্টুডেন্টরা সেই সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে । অতঃপর ডিগ্রি অর্জন করে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করছে ।
আরও পড়ুন >>> তুরস্ক ভিসার দাম কত ২০২৫
তাছাড়া আপনি চাইলে বাংলাদেশ থেকে মিশর কাজ করতে যেতে পারেন । মিশরের মুদ্রার নাম হচ্ছে মিশরীয় পাউন্ড । আপনি যদি কখনো মিশরে যান তাহলে দেখতে পাবেন এখানে মানুষের জীবন যাত্রার মান অনেক উঁচু পর্যায়ের । মূলত যারা চান বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে তারা চাইলে মিশর এসে কাজ করতে পারেন ।
আমরা মিশরে কাজ করা বা ব্যবসা করা বা পড়াশোনা করা যে কাজে বলুন না কেন অবশ্যই আমাদের ঢাকা টু মিশর যাওয়ার দরকার হবে । তাই এখন আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানব । আপনি যদি ঢাকা থেকে মিশর সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।
ঢাকা টু মিশর যেতে কত সময় লাগে
আপনি যদি জানতে চান ঢাকা টু মিশর যেতে কত সময় লাগে তাহলে সবার প্রথমে জানা দরকার আপনি কোন পরিবহন মাধ্যম ব্যবহার করে মিশর পৌঁছাতে চাচ্ছেন । আমরা সাধারণত ঢাকা থেকে মিশর চলাচল করার জন্য বিমান ব্যবহার করে থাকি । আমাদের আজকের মূল আলোচনা যেহেতু ঢাকা টু মিশর বিমান সম্পর্কিত তাই আমরা বিমানের মাধ্যমে ব্যবহার করে যত সময় লাগবে সে সম্পর্কে জানব ।
বর্তমানে ঢাকা টু মিশর দুই ধরনের ফ্লাইটের বিমান নিয়মিত চলাচল করে । প্রথমটি হচ্ছে ননস্টপ ফ্লাইট এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রানজিট ফ্লাইট । সাধারণত ঢাকা টু মিশর ননস্টপ ফ্লাইটে যেতে সময় লাগে সর্বনিম্ন ৮ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত । আবার আপনি যদি ট্রানজিট বিমানের ফ্লাইট ব্যবহার করে ঢাকা টু মিশর যান তাহলে সময় লাগতে পারে ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা পর্যন্ত ।
ঢাকা টু মিশর কোন কোন বিমান চলে
আমরা যদি ঢাকা মিশর যেতে চাই তাহলে কোন কোন বিমান নিয়মিত চলাচল করছে সে সম্পর্কে জানা উচিত । কারণ সকল বিমান সমান সার্ভিস দিবেন না তা আমরা জানি । আমরা যদি ওই সকল বিমান গুলোর নাম জানি তাহলে সেখান থেকে পছন্দের বিমান বাছাই করতে পারব । এখন ঢাকা থেকে মিশর চলাচলকারী বিমানের নাম নিচে তুলে ধরা হলো ।
- এয়ার অ্যারাবিয়া
- এয়ার অ্যারাবিয়া আবুধাবি
- চায়না ইস্টার্ন এয়ারলাইন্স
- সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স
- গালফ এয়ার
- কাতার এয়ারওয়েজ
- টার্কিশ এয়ারলাইন্স
- এমিরেটস
- এয়ার ইন্ডিয়া
- মালয়েশিয়া এয়ারলাইন্স
- এতিহাদ এয়ারওয়েজ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- এপিজি এয়ারলাইন্স
- এয়ার চায়না লিমিটেড
এখানে যত গুলো বিমানের নাম তুলে ধরা হয়েছে সবগুলো অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । আপনি যদি উল্লেখিত বিমানগুলো ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট ব্যবহার করে ঢাকা থেকে মিশর পৌঁছাতে পারবেন ।
ঢাকা টু মিশর বিমান ভাড়া কত
বর্তমানে ঢাকা টু মিশর যাওয়ার জন্য অসংখ্য বিমান নিয়মিত চলাচল করছে । প্রায় প্রতিটি বিমানে রয়েছে উচ্চ আরামদায়ক সিটের ব্যবস্থা । তাছাড়া বেশিরভাগ বিমানে ব্যবহার করা হয় সম্পূর্ণ সীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা । তাই আপনার ঢাকা থেকে মিশর যাওয়ার বিমান ভ্রমণ হবে খুবই আনন্দদায়ক ।
ঢাকা টু মিশর বিমান ভাড়া সাধারণত সিটের ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি সবচেয়ে কম দামি সিট বুকিং করা থেকে শুরু করে সর্বোচ্চ দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন আমরা জানব ঢাকা থেকে মিশর কোন বিমানের ভাড়া কত টাকা ।
বিমানের নাম | বিমানের ভাড়া |
---|---|
এয়ার অ্যারাবিয়া | ৫৭,২০৮ টাকা |
এয়ার অ্যারাবিয়া আবুধাবি | ৬১,৭৪৩ টাকা |
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স | ৬২,৯৫৩ টাকা |
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স | ৬৯,৭৬১ টাকা |
গালফ এয়ার | ৭০,৫৫৬ টাকা |
কাতার এয়ারওয়েজ | ৭৫,৬২৮ টাকা |
টার্কিশ এয়ারলাইন্স | ৭৫,৮৮৩ টাকা |
এমিরেটস | ৮৩,১৯৪ টাকা |
এয়ার ইন্ডিয়া | ১,০১,৫৫৮ টাকা |
মালয়েশিয়া এয়ারলাইন্স | ১,২৮,৭৫০ টাকা |
এতিহাদ এয়ারওয়েজ | ১,৩০,০০৫ টাকা |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ১,৩২,৭৬১ টাকা |
এপিজি এয়ারলাইন্স | ২,১৫,৯৪৭ টাকা |
এয়ার চায়না লিমিটেড | ২,৭৬,৫২৭ টাকা |
এখানে যতগুলো ঢাকা থেকে মিশর বিমান ভাড়া তুলে ধরা হয়েছে সবগুলো সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও চাহিদার উপর বিবেচনা করে ঢাকা টু মিশর বিমান ভাড়া যেকোনো সময় কম অথবা বেশি হতে পারে ।
ঢাকা টু মিশর দূরত্ব কত কিলোমিটার
আপনি যদি ইতিমধ্যে মিশর অবস্থান করে থাকেন অথবা কখনো ঢাকা থেকে মিশর যেতে চান তাহলে অবশ্যই জানার দরকার ঢাকা টু মিশর দূরত্ব কত কিলোমিটার । তাছাড়া অনেক সময় আপনার জানার দরকার হতে পারে ঢাকা টু মিশর দূরত্ব কত মাইল । এখন আমরা এই বিষয় সম্পর্কে জানব ।
আমরা গুগল ম্যাপ থেকে জানতে পারি ঢাকা টু মিশর দূরত্ব হচ্ছে ৫৯৪৩ কিলোমিটার । আবার আপনি যদি মাইল হিসেবে বিবেচনা করেন তাহলে ঢাকা টু মিশর দূরত্ব হচ্ছে ৩৬৯২ মাইল । এখন আপনার পরিচিত কোন ব্যক্তি, বন্ধু-বান্ধব বা কেউ যদি আপনাকে ঢাকা থেকে মিশরের দূরত্ব কত কিলোমিটার বা কত মাইল সম্পর্কে প্রশ্ন করে তাহলে আশাকরি আপনি সঠিক উত্তর দিতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টটিতে আমরা ঢাকা টু মিশর বিমান ভাড়া কত, যেতে কত সময় লাগে এবং দূরত্ব কত কিলোমিটার ইত্যাদি বিশেষ সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ঢাকা থেকে মিশর যেতে চান তাহলে প্রথমে যে কোন একটি বিমান বাছাই করুন । অতঃপর সেই বিমানের টিকিট কাটুন এবং আপনার ভ্রমণ যাত্রা সম্পন্ন করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।