আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু মুন্সিগঞ্জ লঞ্চের সময়সূচি সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে চান যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে মুন্সিগঞ্জ নদী পথে যাওয়ার জন্য চলাচলকারী বেশ কিছু লঞ্চের নাম, ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে ।
আমরা সাধারণত ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য লঞ্চ ব্যবহার করি । লঞ্চের মাধ্যমে ঢাকা হতে মুন্সিগঞ্জ যেতে অনেক খরচ কম হয় । সেই সাথে আমাদের রাস্তাঘাটে চলাচলের কোন জ্যাম থাকে না এবং বাড়তি চাপও নেই । মূলত এই কারণে এখন বেশিরভাগ মানুষ ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য লঞ্চ ব্যবহার করে থাকে ।
আরও পড়ুন ➝ দুবাই যেতে কত টাকা লাগে
ঢাকা থেকে মুন্সিগঞ্জ চলাচলকারী লঞ্চগুলোর সিট খুবই আরামদায়ক এবং টিকিটের মূল্য তুলনামূলক অনেক কম । এখানে কম দামি সিট থেকে শুরু করে আপনি সর্বোচ্চ দামি সিটের বুকিং করতে পারবেন । মূলত আপনার বাজেটের উপর ভিত্তি করে লঞ্চের টিকিট কাটতে পারেন ।
তাই আমরা যদি কম খরচে এবং কম সময়ে ঢাকা টু মুন্সিগঞ্জ যেতে চাই তাহলে লঞ্চে যেতে হবে । আপনি যদি ইতিমধ্যে নদীপথে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক ।
ঢাকা টু মুন্সিগঞ্জ লঞ্চের নাম
ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য নদীপথে নিয়মিত বেশ কিছু লঞ্চ চলাচল করছে । আমরা যদি ঐ সকল লঞ্চ গুলোর নাম সম্পর্কে জানি তাহলে পছন্দের লঞ্চ বাছাই করতে পারব এবং ওই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন নিচে বেশ কিছু লঞ্চের নামের তালিকা তুলে ধরা হলো ।
- এম.ভি. মেঘনা রাণী
- এম.ভি. সোনার বাংলা
- এম.ভি. আল আমিন
- এম.ভি. শাহজাহান
- এম.ভি. আব্দুল্লাহ
- এম.ভি. মুন্সুর আলী
- এম.ভি. জয়মঙ্গল
- এম.ভি. সোনার তরী
- এম.ভি. রহমত
- এম.ভি. নূরজাহান
- এম.ভি. আল হাবিব
- এম.ভি. লায়লা
- এম.ভি. জয়শ্রী
- এম.ভি. স্বর্ণালী
- এম.ভি. মধুমতি
- এম.ভি. শ্যামলী
ঢাকা টু মুন্সিগঞ্জ লঞ্চের সময়সূচী
আপনি যদি ঢাকা থেকে মুন্সিগঞ্জ নদী পথে যেতে চান তাহলে লঞ্চের সময়সূচি সম্পর্কে ধারণা থাকা উচিত । কারণ আপনি যদি লঞ্চের সময়সূচী সম্পর্কে জানেন তাহলে লঞ্চ কখন যাত্রা শুরু করবে এবং কখন গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবে তা জেনে সময় মত লঞ্চ ধরতে পারবেন এবং যাত্রা সম্পন্ন করতে পারবেন । এখন ঢাকা হতে মুন্সিগঞ্জ নদী পথে নিয়মিত চলাচলকারী বেশ কিছু লঞ্চের সময়সূচি তুলে ধরা হলো ।
লঞ্চের নাম | ছাড়ার সময় |
এম.ভি. মেঘনা রাণী | সকাল ০৬ঃ৩০ টা |
এম.ভি. সোনার বাংলা | সকাল ০৭ঃ০০ টা |
এম.ভি. আল আমিন | সকাল ০৭ঃ৩০ টা |
এম.ভি. শাহজাহান | সকাল ০৮ঃ০০ টা |
এম.ভি. আব্দুল্লাহ | সকাল ০৮ঃ৩০ টা |
এম.ভি. মুন্সুর আলী | সকাল ০৯ঃ০০ টা |
এম.ভি. জয়মঙ্গল | সকাল ০৯ঃ৩০ টা |
এম.ভি. সোনার তরী | সকাল ১০ঃ০০ টা |
এম.ভি. রহমত | সকাল ১০ঃ৩০ টা |
এম.ভি. নূরজাহান | সকাল ১১ঃ০০ টা |
এম.ভি. আল হাবিব | দুপুর ১২ঃ০০ টা |
এম.ভি. লায়লা | দুপুর ০১ঃ০০ টা |
এম.ভি. জয়শ্রী | দুপুর ০২ঃ০০ টা |
এম.ভি. স্বর্ণালী | দুপুর ০৩ঃ০০ টা |
এম.ভি. মধুমতি | বিকাল ০৪ঃ০০ টা |
এম.ভি. শ্যামলী | বিকাল ০৫ঃ ০০ টা |
ঢাকা টু মুন্সিগঞ্জ লঞ্চ ভাড়ার তালিকা
আমরা ইতিমধ্যে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য বেশ কিছু লঞ্চের নামের তালিকা এবং সময়সূচী সম্পর্কে অবগত হয়েছি । এখন আমরা ঐ সকল চলাচলকারী লঞ্চের ভাড়া তালিকা সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে এখন নিম্নে আলোচিত লঞ্চ সমুহের ভাড়ার তালিকা তুলে ধরা হলো ।
এম.ভি. মেঘনা রাণী —– ১০০/১৫০ টাকা
এম.ভি. সোনার বাংলা —– ১০০/১৫০ টাকা
এম.ভি. আল আমিন —– ১০০/১৫০ টাকা
এম.ভি. শাহজাহান —– ১০০/১৫০ টাকা
এম.ভি. আব্দুল্লাহ —– ১০০/১৫০ টাকা
এম.ভি. মুন্সুর আলী —– ১০০/১৫০ টাকা
এম.ভি. জয়মঙ্গল —– ১০০/১৫০ টাকা
এম.ভি. সোনার তরী —– ১০০/১৫০ টাকা
এম.ভি. রহমত —– ১০০/১৫০ টাকা
এম.ভি. নূরজাহান —– ১০০/১৫০ টাকা
এম.ভি. আল হাবিব —– ১০০/১৫০ টাকা
এম.ভি. লায়লা —– ১০০/১৫০ টাকা
এম.ভি. জয়শ্রী —– ১০০/১৫০ টাকা
এম.ভি. স্বর্ণালী —— ১০০/১৫০ টাকা
এম.ভি. মধুমতি —– ১০০/১৫০ টাকা
এম.ভি. শ্যামলী —– ১০০/১৫০ টাকা
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
উপরে আলোচিত লঞ্চসমূহের মধ্য থেকে আপনার যে লঞ্চ পছন্দই সেই লঞ্চের টিকিট কেটে আপনার যাত্রা সম্পন্ন করতে পারেন । তবে এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যদি আরামদায়ক এবং উচ্চ মর্যাদার সিট পেতে চান তাহলে বেশি টাকা খরচ করে টিকিট কাটতে হবে ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা ঢাকা থেকে মুন্সিগঞ্জ নদী পথে চলাচলকারী বেশ কিছু লঞ্চের নাম সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো নদীপথে ঢাকা টু মুন্সিগঞ্জ যেতে চান তাহলে উপরের আলোচিত লঞ্চগুলো থেকে যেকোনো একটি লঞ্চ পছন্দ করুন । তারপর ঐ লঞ্চের টিকিট কেটে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান ।
আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । পোষ্টটি পড়ে যদি আপনি সমানতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন । আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।