আপনি কি ঢাকা টু রংপুর বাসের সময়সূচী খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা জানবো ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সড়ক পথে চলাচলকারী জনপ্রিয় কয়েকটি বাসের নাম, সময়সূচী, ভাড়ার তালিকা এবং বাস কাউন্টার নাম্বার সম্পর্কে ।
আমরা সচরাচর ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য বাস ব্যবহার করে থাকি । যারা নিয়মিত ঢাকা থেকে রংপুর যান তারা হয়তো যাত্রাপথে কিছু বাসের নাম সম্পর্কে বলতে পারবেন । কিন্তু আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে হয়তো ঢাকা থেকে রংপুর যাওয়ার উপায় সম্পর্কে আপনি বলতে পারবেন না ।
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
আপনি যদি ইতিমধ্যে ঢাকা হতে রংপুর বাস মাধ্যমে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আমার বিশ্বাস আপনি ঢাকা-রংপুর বাস সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
ঢাকা টু রংপুর বাসের তালিকা
আমরা যখন ঢাকা থেকে রংপুর সড়ক পথে চলাচল করবো তখন অসংখ্য বাস দেখতে পাবো । কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কোন বাস গুলো ভালো এবং খুব দ্রুত সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যায় । আপনাদের সুবিধার্থে এখন ঢাকা-রংপুর সড়ক পথে চলাচলকারী সেরা চারটি বাসের নাম উল্লেখ করা হলো ।
- হানিফ পরিবহন
- শ্যামলী পরিবহন
- আগমনি এক্সপ্রেস
- নাবিল পরিবহন
এখানে উল্লেখিত চারটি বাস নিয়মিত ঢাকা থেকে রংপুর চলাচল করছে । এই বাস গুলোর ভাড়া তুলনামূলক অনেক কম এবং সম্পূর্ণ সীতা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে ।
ঢাকা টু রংপুর বাসের সময়সূচী
ঢাকা টু রংপুর বাসের সময়সূচী সম্পর্কে আমাদের সকলের ধারণা থাকা উচিত । আমরা যদি এই বিষয়ে জানতে পারি তাহলে কিন্তু সঠিক সময় বাস কাউন্টারে যেতে পারবো এবং পছন্দের বাস ধরে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে । এখন নিচে ঢাকা-রংপুর রোডে চলাচলকারী চারটি বাসের সময়সূচী তুলে ধরা হলো ।
হানিফ পরিবহন > সকাল – ০৭ঃ০০ সকাল – ০৮ঃ৩০ সকাল – ১০ঃ০০ সকাল – ১১ঃ০০ দুপুর – ১২ঃ০০ দুপুর – ০২ঃ৩০ দুপুর – ০৩ঃ৩০ বিকেল- ০৪ঃ৩০ রাত- ০৯ঃ০০ (এসি) রাত – ১০ঃ০০ রাত – ১০ঃ৩০ রাত-১০ঃ৩০(এসি) রাত – ১১ঃ০০ রাত – ১১ঃ১৫ রাত – ১২ঃ০০ ।
আগমনী এক্সপ্রেস > সকাল ০৭ঃ৩০ – সকাল ০৯ঃ৪৫ দুপুর – ০৩ঃ০০ রাত -১০ঃ৩০ রাত – ১১ঃ৩০ ।
শ্যামলী পরিবহন > সকাল – ০৭ঃ৩০ সকাল – ০৯ঃ০০ সকাল – ১০ঃ৩০ সকাল – ১১ঃ৩০ দুপুর – ০১ঃ০০ দুপুর – ০২ঃ৩০ রাত- ১০ঃ০০ রাত – ১০ঃ৩০ রাত – ১১ঃ০০ রাত-১১ঃ১৫
নাবিল পরিবহন > সকাল – ০৭ঃ৩০ সকাল – ১০ঃ০০ দুপুর – ০১ঃ৩০ রাত – ১০ঃ০০ রাত – ১০ঃ৪৫ রাত-১১ঃ০০ রাত -১২ঃ০০ ।
ঢাকা টু রংপুর বাসের ভাড়ার তালিকা
ঢাকা টু রংপুর যাওয়ার জন্য দুই ধরনের বাস পাওয়া যায় । সেগুলো হলো এসি বাস এবং নন এসি বাস । আপনি যদি এসি বাসের টিকিট কাটেন তাহলে ভাড়া বেশি লাগবে এবং যদি নন এসি বাসের টিকিট কাটেন তাহলে ভাড়া কম লাগবে । এখন কোন বাসের ভাড়া কত টাকা তা নিচে তুলে ধরা হলো ।
এসি বাসের ভাড়া
বাসের নাম | বাসের ভাড়া |
নাবিল পরিবহন | ১৩০০ টাকা |
আগমনি এক্সপ্রেস | ১৩০০ টাকা |
হানিফ পরিবহন | ১৩০০ টাকা |
নন এসি বাসের ভাড়া
বাসের নাম | বাসের ভাড়া |
শ্যামলী পরিবহন | ৭০০ টাকা |
হানিফ পরিবহন | ৭০০ টাকা |
নাবিল পরিবহন এসি বাসের ভাড়া ১৩০০ টাকা, আগমনী এক্সপ্রেস ১৩০০ টাকা এবং হানিফ এন্টারপ্রাইজ ১৩০০ টাকা । শ্যামলী পরিবহন নন এসি বাসের ভাড়া ৭০০ টাকা এবং হানিফ পরিবহন বাসের ভাড়া ৭০০ টাকা ।
আরও পড়ুন ➝ সরকারিভাবে জাপান যাওয়ার উপায়
এখানে উল্লেখিত এসি এবং নন এসি বাস থেকে আপনার যে বাস পছন্দ হয় সেই বাসের টিকিট কাটুন এবং আপনার পরিবহন যাত্রা সম্পন্ন করুন ।
ঢাকা টু রংপুর বাস কাউন্টার নাম্বার
আমরা যদি ঢাকা থেকে রংপুর বাসে যেতে চাই তাহলে বাস কাউন্টার নাম্বার সম্পর্কে জানা খুবই জরুরী । কেননা আমরা যদি বাস কাউন্টার কোথায় আছে এবং যোগাযোগের নাম্বার সম্পর্কে জানি তাহলে কাউন্টারে থেকে টিকিট কাটতে পারব এবং আমাদের যাত্রা সম্পন্ন করতে পারব । এখন নিচে বাসের কাউন্টার নাম্বার তুলে ধরা হলো ।
কাউন্টার নাম | মোবাইল |
নাবিল পরিবহন | ০১৭১৪৬১৯১৭৩ |
হানিফ পরিবহন | ০১৭১৩৪০২৬৪৬ |
আগমনী এক্সপ্রেস | ০১৯১১৪১৬৮৬১ |
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টে আমরা ঢাকা থেকে রংপুর সড়ক পথে যাওয়ার জন্য বহুল ব্যবহৃত চারটি বাসের নাম, সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জেনেছি । সেই সাথে ওই সকল বাসের কাউন্টার নাম্বার সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো ঢাকা টু রংপুর যেতে চান তাহলে উপরে স্টেপগুলো ফলো করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন ।
আশা করি আমার এই পোস্টে পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।