আপনি কি ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী খুঁজছেন? উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে বলবো আপনি সঠিক জায়গাতে এসেছেন । সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ । এই ঈদে অনেক মানুষ ঢাকা থেকে সিলেট বাড়ি ফিরতে চায় । অনেকে যানবাহন হিসেবে বাস অথবা মাইক্রো সিলেক্ট করে থাকে । আমরা সকলেই জানি ঈদের সময় রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে ।
সচরাচর দেখা যায় প্রচুর মানুষ এবং প্রচুর গাড়ি এতে দীর্ঘ জ্যাম তৈরি হয় । আমাদেরকে জ্যাম ছাড়ার জন্য কয়েক ঘন্টা পর্যন্ত বাসে অথবা মাইক্রোতে বসে থাকতে হয় । অনেক সময় বেশি মানুষ ও গাড়ি হওয়ার কারণে দুর্ঘটনাও হতে পারে । কিন্তু আপনি যদি ট্রেন পথে ঢাকা হতে সিলেট যান তাহলে সম্পূর্ণ নিরাপদে যেতে পারবেন ।
আরও পড়ুন>>>ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া
সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাস অথবা মাইক্রো ব্যাবহার করে ঢাকা হতে সিলেট গেলে ভাড়া যত টাকা পড়বে ট্রেন মাধ্যমে গেলে তার থেকে অনেক কম টাকা ভাড়া পড়বে । পাশাপাশি আমরা কম সময়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো কোন রকম জামেলা ও জ্যাম বিহীন ভাবে । তাইতো আমাদের অনেক ভাই ও বোন রয়েছে তারা জানতে চায় ঢাকা থেকে সিলেটে কোন কোন ট্রেন চলাচল করে এবং এর সময়সূচী সম্পর্কে ।
আজকের পোস্টে আমরা আলোচনা করতে চলেছি সিলেট রুটে ঢাকা হতে আগত বেশ কিছু ট্রেনের নাম, ট্রেনের সময়সূচী এবং ভাড়া ইত্যাদি সম্পর্কে । আপনি যদি এই সকল বিষয় জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ঢাকা টু সিলেট ট্রেনের তালিকা
আমরা যখন সিলেট যাওয়ার জন্য ঢাকার কমলাপুর জাতীয় রেল স্টেশনে যাই তখন অনেক রকম ট্রেনের নাম দেখতে পাই । তাছাড়া আপনি যদি বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে https://eticket.railway.gov.bd/ ভিজিট করেন তাহলেও সেখানে অনেক ট্রেনের নাম দেখতে পাবেন যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে ঢাকা হতে সিলেট যেতে পারবেন ।
এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন ট্রেন সিলেট রুটে ঢাকা হতে চলাচল করে? আপনি যদি ওই সকল ট্রেনগুলোর নাম জেনে থাকেন তাহলে খুব সহজে আপনার পছন্দের ট্রেন বাছাই করতে পারবেন । তারপর সেই ট্রেন ব্যবহার করে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন । এখন নিচে সিলেট রুটে ঢাকা থেকে যে সকল ট্রেন চলাচল করে ওইগুলোর নামের তালিকা প্রকাশ করা হলোঃ
- পার্বত এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- কালানী এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- সুরমা এক্সপ্রেস
উপরে উল্লেখিত মোট ৫টি ট্রেন প্রতিনিয়ত সিলেট রুটে ঢাকা হতে চলাচল করে । আপনারা যেহেতু ইতিমধ্যে ট্রেনগুলোর নাম জেনে গেছেন এখন হয় স্টেশনে অথবা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পছন্দের ট্রেনের জন্য টিকেট ক্রয় করতে পারেন এবং আপনার কাঙ্খিত গন্তব্যস্থল সিলেটে পৌঁছাতে পারেন ।
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ঢাকা হতে সিলেট যাওয়ার জন্য বেশ কিছু ট্রেনের নাম সম্পর্কে । এখন আমরা জানবো ঐ সকল ট্রেনগুলো কোন কোন সময় ঢাকা থেকে ছাড়ে এবং কখন গিয়ে সিলেটে গিয়ে পৌঁছায় । কেননা আমরা যদি ট্রেনের সময়সূচি সম্পর্কে জানিয তাহলে সময় মত স্টেশনে পৌঁছাতে পারবো এবং ট্রেন ধরে যাতায়াত করতে পারবো । নিচে ট্রেনগুলোর সময় সূচি তুলে ধরা হলোঃ
পার্বত এক্সপ্রেস – এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬ঃ২০ মিনিটে ছাড়ে এবং সিলেট গিয়ে পৌঁছায় দুপুর ০১ঃ০০ টায় । পার্বত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো মঙ্গলবার । শুধুমাত্র মঙ্গলবার ব্যতীত বাকি ৬ দিন সিলেট রুটে এই ট্রেনটি চলাচল করে ।
উপবন এক্সপ্রেস – রাত ৮:৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটির যাত্রা শুরু করে এবং সিলেট গিয়ে পৌঁছায় ভোর ০৫ঃ০০ টায় । উপবন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো বুধবার । তাছাড়া বাকি ৬ দিন আপনি এই ট্রেন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন ।
কালানী এক্সপ্রেস – ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই ট্রেনটি দুপুর ০৩ঃ০০ টায় ছাড়ে এবং রাত ৯:৩০ মিনিটে সিলেট গিয়ে পৌঁছায় । কালানি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো শুক্রবার । তাছাড়া বাকি ৬ দিন আপনি এই ট্রেন ব্যবহার করে চলাচল করতে পারবেন ।
জয়ন্তিকা এক্সপ্রেস – সকাল ১১:১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে এই ট্রেন টি যাত্রা শুরু করে এবং সন্ধ্যা ০৭ঃ০০ টায় সিলেট গিয়ে পৌঁছায় । জয়ন্তিকা এক্সপ্রেসের সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই । তাই সারা সপ্তাহ জুড়ে আপনি এই ট্রেন ব্যবহার করে ঢাকা টু সিলেট যাতায়াত করতে পারবেন ।
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া
ঢাকা হতে সিলেট ট্রেনের ভাড়া সাধারণত আসন বা সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে সবচেয়ে কম দামের আসন থেকে শুরু করে সর্বোচ্চ দামি আসন পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন । আপনার বাজেট এবং রুচিশীলতার ওপর নির্ভর করে আপনি যে কোন ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন ।
আরও পড়ুন ➝ মালদ্বীপ যেতে কত টাকা লাগে ও বেতন কত
তাই আমাদের সবার প্রথমে জানতে হবে কোন আসনের জন্য কত টাকা ভাড়া । তাহলে আমরা আসনের ভাড়া জানার পর আমাদের বাজেটের দিকে নজর দিতে পারব এবং সে অনুযায়ী ট্রেনের টিকিট ক্রয় করতে পারব । এখন নিচে বেশ কিছু ট্রেনের আসনের ভাড়া তুলে ধরা হলোঃ
- শোভন —— ২৬৫ টাকা
- শোভন চেয়ার —— ৩২০ টাকা
- প্রথম সিট —— ৪২৫ টাকা
- প্রথম বার্থ —— ৬৪০ টাকা
- স্নিগ্ধা সিট —— ৬১০ টাকা
- এসি সিট —— ৭৩৬ টাকা
- এসি বার্থ —— ১,০৯৯ টাকা
উপরে উল্লেখিত আসনের ভাড়া থেকে আমরা জানতে পারলাম সর্বনিম্ন ভাড়া হচ্ছে শোভন ২৬৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে এসি বার্থ ১০৯৯ টাকা । এখন আপনারা যে আসন বা সিট পছন্দ করবেন সেটি ক্রয় করে নিতে পারেন এবং আপনার ভ্রমণ সম্পন্ন করতে পারেন ।
FAQ – ঢাকা টু সিলেট ট্রেন
ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া কত?
সর্বনিম্ন ভাড়া শোভন ২৬৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া এসি বার্থ ১০৯৯ টাকা ।
রেলপথে ঢাকা হতে সিলেটের দূরত্ব কতটুকু?
রেলপথে ঢাকা টু সিলেটের দূরত্ব হচ্ছে ২৩৫ কিলোমিটার অথবা ১৪৬ মাইল ।
ঢাকা টু সিলেটে কতগুলো ট্রেন যাতায়াত করে?
সিলেট রুটে ঢাকা হতে মোট ৫টি ট্রেন যাতায়াত করে । তার মধ্যে ৪টি আন্তঃনগর ট্রেন এবং ১টি মেইল ট্রেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা আলোচনা করেছি সিলেট রুটে ঢাকা হতে চলমান বেশ কয়েকটি ট্রেনের নাম, সময়সূচী, এবং ভাড়া ইত্যাদি সম্পর্কে । আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন ঢাকা হতে ট্রেন পথে সিলেট যাবেন তাহলে উপরে নির্দেশনা ফলো করে ট্রেন বাছাই করে টিকেট ক্রয় করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
আপনি যদি আমার এই পোস্টটি পড়ে থাকেন তাহলে সিলেট যাওয়ার জন্য যতগুলো ট্রেন ঢাকা হতে চালু রয়েছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।
আমি ঢাকা টু সিলেট যেতে চাই