নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর খুব অল্প সময়ে পৌঁছার জন্য সাধারণত লঞ্চ ব্যবহার করা হয় । আপনি যদি কখনো নদীপথে লঞ্চ ব্যবহার করে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচি সম্পর্কে ধারণা থাকতে হবে । তাছাড়া এই নদী পথে কোন কোন লঞ্চ চলাচল করছে সেগুলোর নাম এবং ভাড়া তালিকা সম্পর্কে ধারণা থাকা উচিত ।

আমরা সাধারণত কোন জায়গায় চলাচল করার জন্য বাস অথবা মাইক্রো ব্যবহার করি । তবে আমরা চাইলে খুব অল্প সময় লঞ্চ ব্যবহার করে কোন গন্তব্যস্থলে পৌঁছাতে পারি । তবে আপনি যদি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর পৌঁছাতে চান তাহলে লঞ্চ পথ খুবই ভালো যা আপনাকে অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দিতে সহায়তা করবে ।

আরও পড়ুন ➝ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

বর্তমানে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর পৌঁছার জন্য বেশ কিছু দ্রুতগতির লঞ্চ নিয়মিত চলাচল করছে । এই সকল লঞ্চ সমুহের সিট গুলো খুবই আরামদায়ক এবং সিটের ভাড়াও তুলনামূলক অনেক কম । এখানে আপনি কম দামি সিট থেকে শুরু করে সর্বোচ্চ দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । তাই আপনার বাজেট কত টাকা তা থেকে সিটের বুকিং করতে পারেন ।

আপনি যদি ইতিমধ্যে নারায়ণগঞ্জ হতে চাঁদপুর লঞ্চে পৌঁছাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য । পুরো পোস্টটি পড়ার পর আমার বিশ্বাস নারায়ণগঞ্জ হতে চাঁদপুর চলাচলকারী লঞ্চ সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা হয়ে যাবে । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।

নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের নাম

আমরা যদি নারায়ণগঞ্জ হতে চাঁদপুর পৌঁছাতে চাই তাহলে লঞ্চের নাম সম্পর্কে জানতে হবে । বর্তমানে বেশ কিছু লঞ্চ নিয়মিত নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে চাঁদপুর লঞ্চঘাটে চলাচল করছে । আপনাদের সুবিধার্থে এখন ওই সকল চলমান লঞ্চের নামের তালিকা নিম্নে তুলে ধরা হলো ।

  • এম.ভি. সোনার বাংলা
  • এম.ভি. নূরজাহান
  • এম.ভি. আল-আমিন
  • এম.ভি. রহমত
  • এম.ভি. শাহজাহান
  • এম.ভি. মদিনা
  • এম.ভি. চাঁদপুর
  • এম.ভি. নবীন
  • এম.ভি. সুরজ

নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চ সময়সূচি

নারায়ণগঞ্জ হতে চাঁদপুর পৌছার জন্য লঞ্চের সময়সূচি সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত । আমরা যদি জানি কোন লঞ্চ কখন যাত্রা শুরু করে এবং কখন গিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় তাহলে সময় মত লঞ্চ ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারব । এখন নারায়ণগঞ্জ-চাঁদপুর নদী পথে চলমান লঞ্চ সমুহের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো ।

লঞ্চের নাম             ছাড়ার সময়    পৌঁছার সময় 

এম.ভি. সোনার বাংলা———সকাল ৭:০০———দুপুর ১:০০

এম.ভি. নূরজাহান——— সকাল ৮:০০———বিকেল ২:০০

এম.ভি. আল-আমিন——— সকাল ৯:০০———বিকেল ৩:০০

এম.ভি. রহমত ———সকাল ১০:০০———বিকেল ৪:০০

এম.ভি. শাহজাহান——— দুপুর ১২:০০———সন্ধ্যা ৬:০০

এম.ভি. মদিনা——— বিকেল ১:০০———রাত ৭:০০

এম.ভি. চাঁদপুর——— বিকেল ২:০০———রাত ৮:০০

এম.ভি. নবীন——— বিকেল ৩:০০———রাত ৯:০০

এম.ভি. সুরজ——— বিকেল ৪:০০———রাত ১০:০০

নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের ভাড়া

আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ হতে চাঁদপুর নদীপথে চলাচলকারী বেশ কিছু লঞ্চের নাম এবং সময়সূচী সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা ঐ সকল চলাচলকারী লঞ্চ সমুহের ভাড়ার তালিকা সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নারায়ণগঞ্জ টু চাঁদপুর লঞ্চের ভাড়া তুলে ধরা হলো ।

লঞ্চের নাম  সিট ভাড়া  কেবিনের ভাড়া 
এম.ভি. সোনার বাংলা ৳১৫০ ৳৪০০
এম.ভি. নূরজাহান ৳১৬০ ৳৪৫০
এম.ভি. আল-আমিন ৳১৭০ ৳৫০০
এম.ভি. রহমত ৳১৮০ ৳৫৫০
এম.ভি. শাহজাহান ৳১৯০ ৳৬০০
এম.ভি. মদিনা ৳২০০ ৳৬৫০
এম.ভি. চাঁদপুর ৳২১০ ৳৭০০

বিশেষ দ্রষ্টব্যঃ উপরের যতগুলো লঞ্চের সময়সূচী ও ভাড়া তুলে ধরা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই সময়সূচী ও ভাড়া যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তবে ঈদ ও ছুটির দিনে লঞ্চের ভাড়া বেশি হতে পারে । আপনি কোন লঞ্চের টিকিট বুকিং করতে চাচ্ছেন তা আপনার কাঙ্ক্ষিত লঞ্চঘাট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ।

আমাদের শেষ কথা

সুপ্রিয় দর্শক, কিভাবে নদীপথে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাওয়া যায় তার জন্য লঞ্চের নাম, ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হয়েছে । আপনি যদি কখনো চান যে নদীপথে নারায়ণগঞ্জ টু চাঁদপুর পৌঁছাবেন তাহলে প্রথমে যে কোন একটি লঞ্চ বাছাই করুন । তারপর ওই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন ।

আশা করি আমার আজকের এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । আপনি চাইলে ফেসবুক ও টুইটারে পোস্টটি শেয়ার করে রাখতে পারেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ও সময়সূচী ২০২৫
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত ও সময়সূচী

আপনি কি ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা 
পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনি কি পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৫
সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪

আপনি কি সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

চট্রগ্রাম থেকে নওগাঁ বাস ভাড়া ও সময়সূচী
চট্রগ্রাম থেকে নওগাঁ বাস ভাড়া ও সময়সূচী

আমাদের অনেক ভাই ও বোন চট্রগ্রাম থেকে নওগাঁ বাস ভাড়া কত টাকা সম্পর্কে জানতে চান । আপনিও কি এ বিষয়ে বিস্তারিত পড়ুন

ঢাকা টু চাঁদপুর এম. ভি. সোনার তরী ৪ লঞ্চের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু চাঁদপুর এম. ভি. সোনার তরী ৪ লঞ্চের সময়সূচী ও ভাড়া

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু চাঁদপুর এম. ভি. সোনার তরী ৪ লঞ্চের সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও বিস্তারিত পড়ুন

ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন
ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খোঁজে থাকেন । আপনিও কি এই বিষয়ে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!