ফনিক্স সাইকেল দাম বাংলাদেশ | ৫টি জনপ্রিয় ফনিক্স সাইকেল মডেল

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি অনলাইনে ফনিক্স সাইকেল দাম কত তথ্য খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে বলব সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের জনপ্রিয় কিছু ফনিক্স সাইকেল মডেল নাম, দাম কেন ফনিক্স সাইকেল কিনবেন ও ফনিক্স সাইকেল কেনার কিছু টিপস সম্পর্কে আলোচনা করব ।

আমরা সচরাচর বাচ্চাদের খেলাধুলা করার জন্য সাইকেল কিনে দিয়ে থাকি । তাছাড়া বর্তমানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার জন্য স্কুলে অথবা কলেজে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সাইকেল ব্যবহার করে থাকে । আমাদের বাংলাদেশে দেশীয় ও বিদেশী অসংখ্য সাইকেল কোম্পানি রয়েছে ।

আরও পড়ুন ➝ বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে যে সাইকেল ব্যবহারিত হচ্ছে তার নাম হচ্ছে ফনিক্স । এই সাইকেলটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ব্যবহার করাও সহজ । তাছাড়া আপনি যদি কখনো ফনিক্স সাইকেল কিনেন তাহলে একবার কিনলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

আমরা যদি ফনিক্স সাইকেল কিনতে চাই তাহলে অবশ্যই ফোনিক্স সাইকেল মডেল ও দাম সম্পর্কে জানা দরকার । এখন আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন আলোচনায় যাওয়া যাক ।

ফনিক্স সাইকেল দাম ২০২৫

আপনি যদি গুগলে অথবা ইউটিউবে বাংলাদেশে সবচেয়ে সেরা সাইকেল কোম্পানি কোনটি লিখে সার্চ করেন তাহলে নিঃসন্দেহে নাম চলে আসবে ফনিক্স সাইকেলের কথা । এই সাইকেলের যেরকম গুণগতমান ভালো ঠিক তেমনি বাজার দামও কম । তাই আমাদের সবার পছন্দের শীর্ষের তালিকায় রয়েছে ফনিক্স সাইকেল ।

আপনার বাজেট যদি কম হয় কিন্তু যদি চান গুণগত মান সম্পন্ন সাইকেল তাহলে আমার মতে ফনিক্স সাইকেল বেস্ট হতে পারে । বর্তমানে বাজারে ফনিক্স সাইকেল পাওয়া যাচ্ছে ৫০০০ টাকা থেকে শুরু করে ৩০০০০ টাকার ভিতরে । তবে একটা বিষয় মনে রাখবেন আপনি যত বেশি খরচ করবেন ঠিক তত গুণগত মান-সম্পন্ন সাইকেল পাবেন ।

ফনিক্স সাইকেল দাম বাংলাদেশ

আমাদের বাংলাদেশে ফনিক্স সাইকেলের অসংখ্য মডেল রয়েছে । আমরা যদি ওই সকল মডেল গুলোর দাম সম্পর্কে অবগত হই তাহলে আমাদের বাজেটের সাথে মিল রেখে চাহিদা মতো ফনিক্স সাইকেল কিনতে পারবো । তাই এখন আমরা ফনিক্স সাইকেলের বেশ কিছু মডেলের দাম সম্পর্কে জানব । নিম্নে তা ছক আকারে তুলে ধরা হলো ।

ফনিক্স সাইকেল মডেল ফনিক্স সাইকেল দাম
Phoenix 16″ Cycle 5,700 TK
Phoenix 16″ Tubeless Cycle 6,500 TK
Phoenix 16″ Cycle 6,500 TK
Phoenix Alloy 21-Speed 10,000 TK
Phoenix Alloy 21 Speed 11,000 TK
Phoenix Classic 11,000 TK
Phoenix 1100 12,500 TK
Phoenix 1200 13,500 TK
Phoenix 1400 14,000 TK
Phoenix Connect 14,7000 TK
Phoenix 1300 15,000 TK
Phoenix EUR 770 15,200 TK
Phoenix 1500 15,500 TK
Phoenix TY718 15,600 TK
Phoenix 1600 17,000 TK
Phoenix 1700 18,000 TK
Phoenix 1800 18,500 TK
Phoenix Zora 24,000 TK

উপরে উল্লেখ করা ফনিক্স সাইকেল মডেল নাম্বার ও দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ফনিক্স সাইকেলের দাম কম অথবা বেশি হতে পারে ।

৫টি জনপ্রিয় ফনিক্স সাইকেল মডেল

আমরা ইতিমধ্যে বেশ কিছু ফনিক্স সাইকেল মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানতে পেরেছি । এখান থেকে আপনার যে ফোনিক্স সাইকেল মডেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন । কিন্তু এখন আমরা সেরা ৫টি জনপ্রিয় ফনিক্স সাইকেল মডেল ও দাম সম্পর্কে জানব ।

  • Phoenix 16″ Tubeless Cycle For Kids – 6,500 TK
  • Phoenix Alloy 21 Speed Bicycle For Men – 11,000 TK
  • Phoenix Classic – 11,000 TK
  • Phoenix Connect – 14700 TK
  • Phoenix EUR 770 – 15,200 TK

উপরে উল্লেখিত সেরা ৫টি জনপ্রিয় ফনিক্স সাইকেল মডেল সারা দেশব্যাপী সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । আপনি যদি চান মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো গুণগত মান সম্পন্ন সাইকেল তাহলে অবশ্যই এই পাশে সাইকেল থেকে যে কোন একটি সাইকেল কিনে ব্যবহার করতে পারেন ।

কেন ফনিক্স সাইকেল কিনবেন?

আমরা জানি বাংলাদেশে অসংখ্য দেশীয় ও বিদেশী সাইকেল রয়েছে । কিন্তু সেখান থেকে কেন আমরা ফনিক্স সাইকেল কিনব? হ্যাঁ এই বিষয়টা সত্যিই ভাববার একটা বিষয় । এখন কেন আপনারা ফনিক্স সাইকেল কিনবেন তার কিছু কারণ তুলে ধরা হলো ।

  • ফনিক্স (Phoenix) একটি প্রাচীন এবং বিশ্বস্ত একটি ব্র্যান্ড যা লম্বা সময় ধরে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য সাইকেল তৈরি করে আসছে ।
  • অনলাইনে এবং অফলাইনে ফনিক্সসাইকেলের হাজার হাজার ফাইভ স্টার রিভিউ রয়েছে ।
  • ফনিক্স সাইকেল অত্যন্ত মজবুত যার ফলে আপনি প্রতিদিন ব্যবহার করলেও দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
  • ফনিক্স সাইকেল একটি বাজেট ফ্রেন্ডলি সাইকেল যা মোটামুটি সকলের অর্থনৈতিক অবস্থার সাথে মিল রয়েছে ।
  • ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের মান-সম্পন্ন সাইকেল তৈরি করে ফনিক্স । এর ফলে আপনার বাচ্চা ছোটকাল থেকে খেলাধুলা করার জন্য সাইকেল ব্যবহার করতে পারে ।

উপরে উল্লেখ করা কারণ ছাড়াও অসংখ্য কারণ রয়েছে যেগুলো জানলে আপনি আজ থেকে ফনিক্স সাইকেল ব্যবহার করবেন । তাই আপনি যদি একজন স্টুডেন্ট অথবা আপনার বাচ্চার জন্য কখনো সাইকেল কিনতে চান তাহলে অবশ্যই ফোনিক্স সাইকেল কিনুন ।

ফনিক্স সাইকেল কেনার সময় কিছু টিপস

আমরা যদি বাজার থেকে অথবা অনলাইন থেকে ফোনিক্স সাইকেল কিনি তাহলে কেনার সময় কিছু কিছু টিপস অবলম্বন করা উচিত । কারণ অনেক সময় দেখা গেল আপনি সাইকেল কিনলেন কিন্তু আপনার মনের মত হলো না তাহলে কিন্তু আপনার লাভ থেকে ক্ষতি হলো । এখন আমরা ফনিক্স সাইকেল কেনার সময় কিছু টিপস অবলম্বন করা উচিত তা নিচে তুলে ধরা হলো ।

  • আপনি কি কাজে এবং কোন রাস্তায় সাইকেল ব্যবহার করবেন তা আগে নির্ধারণ করুন । কারণ শহরের রাস্তার জন্য একরকম সাইকেল এবং গ্রামের জন্য আরেক সাইকেল ব্যবহার করতে হবে ।
  • আপনার উচ্চতা অনুসারে ফনিক্স সাইকেলের সাইজের ফ্রেম নির্ধারণ করুন যাতে আপনি খুব সহজে আরামদায়ক ভাবে সাইকেল চালাতে পারেন ।
  • বিশ্বস্ত ফনিক্স সাইকেল আউটলেট অথবা ব্র্যান্ড স্টোর থেকে ফনিক্স সাইকেল কিনুন ।
  • ফনিক্স সাইকেলে কি কি বৈশিষ্ট্য রয়েছে তা খেয়াল করুন । যেমনঃ গিয়ার, ব্রেক ও টায়ার কোয়ালিটি ইত্যাদি ।
  • ফনিক্স সাইকেল কেনার সময় পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখে নিন যে এটি আপনার জন্য উপযুক্ত কিনা । যদি আরামদায়ক মনে হয় তাহলে সাইকেলটি কিনতে পারেন ।

এখানে যতগুলো টিপসের কথা তুলে ধরা হয়েছে আশা করি এই টিপস গুলো আপনি যদি ফনিক্স সাইকেল কেনার সময় অনুসরণ করেন তাহলে আপনি উচ্চ গুণগত মান সম্পন্ন সাইকেল কিনতে পারবেন । অতঃপর সেই সাইকেল আপনার দৈননিন্দ কাজে ব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত কাজে লাগাতে পারবেন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টটিতে আমরা বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা জনপ্রিয় ফনিক্স সাইকেলের বেশ কিছু জনপ্রিয় মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া আমরা যখন বাজার থেকে বা অনলাইন থেকে ফনিক্স সাইকেল কিনব তখন কি কি টিপস অনুসরণ করা উচিত সে সম্পর্কেও আলোচনা করেছি ।

সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনার যদি সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!