ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ভিশন সিলিং ফ্যানের সুবিধা, বেশ কিছু ফ্যানের মডেলের নাম্বার এবং দাম সম্পর্কে । আমরা অনেকেই ইতিমধ্যে সিলিং ফ্যান কিনতে আগ্রহী হয়েছি ।

দেশে এখন গরম পড়েছে এবং এই সময় গরম থেকে পরিত্রান পেতে অবশ্যই সিলিং ফ্যানের বিকল্প নেই । বর্তমানে বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যান কোম্পানি রয়েছে কিন্তু কোন কোম্পানির ফ্যান ভালো এবং টেকসই সে সম্পর্কে আমরা কিন্তু অবগত নই । তাছাড়া অনেকেই সিলিং ফ্যানের দাম সম্পর্কে গুগলে অথবা অনলাইনে জানতে চান কিন্তু সঠিক তথ্য খুঁজে পান না ।

আরও পড়ুন ➝ সোলার টেবিল ফ্যানের দাম কত 

আপনি যে কোন কোম্পানির সিলিং ফ্যান ক্রয় করার পূর্বে ওই ফ্যানের সুবিধা, মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া উচিত । এতে আমরা ওই ফ্যানের যাবতীয় সুবিধা উপভোগ করার পাশাপাশি অনলাইন বা শোরুম থেকে সঠিক দামে ফ্যানটি ক্রয় করতে পারব । ফলে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে ।

আপনি যদি ইতিমধ্যে সিলিং ফ্যান ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে খুবই ভালো । তাই এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তাহলে সিলিং ফ্যান সম্পর্কিত যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে । তো আর দেরি না করে চলুন আলোচনায় যাওয়া যাক ।

ভিশন সিলিং ফ্যান

বর্তমানে বাংলাদেশ অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি তাদের গ্রাহকদের জন্য সিলিং ফ্যানের ব্যবস্থা করেছে । যেমনঃ ওয়ালটন সিলিং ফ্যান, সিংগার সিলিং ফ্যান, সুপারস্টার সিলিং ফ্যান এবং ভিশন সিলিং ফ্যান । যদিও বা বাংলাদেশে অসংখ্য সিলিং ফ্যান কোম্পানি রয়েছে তবে তার মধ্যে ভিশন সিলিং ফ্যান খুবই ভালো এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।

আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম 

এই ফ্যানগুলো সাধারণত সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় ফলে আমাদের বিদ্যুৎ খুব সাশ্রয়ী হয়ে থাকে । আপনি যদি সিলিং ফ্যান ব্যবহার করেন এবং তাতে যদি অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় তাহলে লাভ এর থেকে লস বেশি হবে । আর এই বিষয়টাকে ভিশন কোম্পানি প্রাধান্য দিয়ে বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান তৈরি করেছে ।

ভিশন সিলিং ফ্যানের সুবিধা

ভিশনের সিলিং ফ্যানগুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে যা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি । এখন আমরা যদি ফ্যানটি ক্রয় করি তাহলে কি কি সুযোগ সুবিধা পাব সে সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরী । কেননা যে কোম্পানি বেশি সুবিধা দিবে আমরা ওই কোম্পানির ফ্যান ব্যবহার করব । এখন নিচে ভিশন সিলিং ফ্যানের সুবিধা গুলো উল্লেখ করা হলোঃ

  • এই ফ্যানগুলোর ডিজাইন আকর্ষণীয় যা দেখতে খুবই সুন্দর ।
  • ভিশন সুপার সিলিং ফ্যানগুলো সাধারণত বিদ্যুৎ সাশ্রয়ী হয় যা আপনাকে বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করে ।
  • এই ফ্যানগুলোর আকার আপনার ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মানানসই হয় থাকে ।
  • এইখানে শক্তিশালী মোটর রয়েছে যা খুব দ্রুত ঘুরে এবং আপনার চারপাশ দ্রুত ঠান্ডা রাখে ।
  • ফ্যানগুলোতে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ।

উপরোক্ত সুবিধা গুলো ছাড়াও আরো অসংখ্য অসুবিধা রয়েছে যা আপনি এই ফ্যানগুলো ক্রয় করলে বুঝতে পারবেন । তাই বাজার থেকে অন্যান্য ফ্যান না ক্রয় করে এই ভিশন থেকে ফ্যান ক্রয় করতে পারেন । তাহলে আশা করি ভালো ফলাফল উপভোগ করতে পারবেন ।

ভিশন সিলিং ফ্যানের মডেল নাম্বার

বর্তমানে ভিশনের অসংখ্য সিলিং ফ্যান মডেল রয়েছে । প্রায় সকল মডেলের সিলিং ফ্যানই ভালো এবং ব্যবহার করা খুবই সহজ । আমরা যদি ঐ সকল সিলিং ফ্যান মডেল সম্পর্কে জানি তাহলে দোকান বা শোরুম বা অনলাইন থেকে খুব সহজে ওই ফ্যান টি ক্রয় করতে পারবো । নিচে ভিশন সিলিং ফ্যানের কয়েকটি মডেল নাম্বার উল্লেখ করা হলোঃ

  • VISION Super Ceiling Fan Ivory 56″
  • VISION Super Ceiling Fan 36″ White
  • VISION Royal Ceiling Fan 56″
  • VISION Super Ceiling Fan White 56″
  • VISION Aerial Ceiling Fan 56″
  • VISION Super Ceiling Fan 48″ Ivory
  • VISION Super Ceiling Fan 24″ White
  • VISION Elegant Ceiling Fan 56″

উপরে যতগুলো ভিশনের সিলিং ফ্যান মডেল তুলে ধরা হয়েছে সবগুলো মডেলই ভালো সার্ভিস দিয়ে থাকে । প্রায় প্রতিটি ফ্যানের ক্ষেত্রে আপনি মিনিমাম ১বছর ওয়ারেন্টি পাবেন । তাই উপরোক্ত ফ্যানগুলো থেকে আপনার যে ফ্যানটি খুবই পছন্দের সেটি ক্রয় করে ব্যাবহার করতে পারেন ।

ভিশন সিলিং ফ্যানের দাম কত ২০২৫

আমরা ইতিমধ্যে ভিশনের বেশ কয়েকটি সিলিং ফ্যানের মডেল নাম্বার সম্পর্কে অবগত হয়েছি । এখন আমরা উপরোক্ত সিলিং ফ্যানগুলোর দাম সম্পর্কে জানবো । অনলাইন বা দোকান বা শোরুম থেকে সিলিং ফ্যান ক্রয় করে যাতে আমরা না ঠকে যাই সেইজন্য সিলিং ফ্যানের দাম সম্পর্কে জানব । নিচে ছক আকারে ফ্যানে গুলোর দাম উল্লেখ করা হলোঃ

মডেল নাম্বার  ইঞ্চির পরিমাণ  দাম 
VISION Super Ceiling Fan Ivory 56″ 3087 Tk
VISION Super Ceiling Fan 36″ 2441 Tk
VISION Royal Ceiling Fan 56″ 3990 Tk
VISION Super Ceiling Fan White 56″ 3087 Tk
VISION Aerial Ceiling Fan 56″ 3781 Tk
VISION Super Ceiling Fan Ivory 48″ 2740 Tk
VISION Super Ceiling Fan White 24″ 2441 Tk
VISION Elegant Ceiling Fan 56″ 3253 Tk

উপরোক্ত ছকে যতগুলো সিলিং ফ্যানের দাম উল্লেখ করা হয়েছে সেগুলো ভিশন ইলেকট্রনিক্স বাংলাদেশ ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী করা হয়েছে । এই ফ্যানগুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন ভিশনের https://vision.com.bd/fan/ceiling-fan/ অফিসিয়াল ওয়েবসাইটে

FAQ – ভিশন সিলিং ফ্যান

ভিশন 24″ সিলিং ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর মূল্য ২,৪৪১ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ।

ভিশন 36″ সিলিং ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর মূল্য ২,৪৪১ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত ।

ভিশন 56″ সিলিং ফ্যানের দাম কত?

এই ফ্যানগুলোর মূল্য ৩০০০ থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত ।

আমাদের শেষ কথা

সম্মানিত দর্শকবৃন্দ, আজকের পোস্টে আমরা ভিশনের সিলিং ফ্যানের বেশ কয়েকটি মডেল নাম, দাম এবং সুবিধা সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি ইতিমধ্যে সিলিং ফ্যান ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাজেশন হচ্ছে ভিশন থেকে সিলিং ফ্যান ক্রয় করুন । তাহলে আশা করা যায় আপনি ভালো ফলাফল আশা করতে পারেন ।

আপনার যদি এই সিলিং ফ্যান সম্পর্কে আরও কোন প্রশ্ন জানার দরকার হয় তাহলে কমেন্টে মতামত জানান । আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি পড়ার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
হ্যামকো সোলার ব্যাটারি দাম কত ২০২৫
হ্যামকো সোলার ব্যাটারি দাম কত

আমরা বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকি । যার মাধ্যমে বাতি জ্বালানো, ফ্যান বিস্তারিত পড়ুন

মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম ২০২৫
মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম

অনেকে মিনিস্টার ফ্রিজ 195 লিটার দাম সম্পর্কে জানতে চান? আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

কিস্তিতে মোটরসাইকেল কেনার নিয়ম ২০২৫
কিস্তিতে মোটরসাইকেল কেনার নিয়ম

মোটরসাইকেল আমাদের খুব শখের একটি জিনিস । আমাদের প্রায় সকলেরই ইচ্ছে থাকে নতুন একটি মোটরসাইকেল কেনার । কিন্তু বেশিরভাগ মানুষের বিস্তারিত পড়ুন

কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কেনার নিয়ম ২০২৫
কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কেনার নিয়ম ২০২৪

আপনার হাতে কি পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? তাহলে কিস্তিতে সিঙ্গার ল্যাপটপ কিনতে পারেন । সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের কথা বিস্তারিত পড়ুন

১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আপনি কি ১০০ ওয়াট সোলার প্যানেলের সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম

আপনি কি ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে নিতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!