সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫ | আসল সিঙ্গার সেলাই মেশিন চেনার উপায়

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । আমাদের অনেক মা ও বোন বাসাবাড়িতে অথবা দোকানে ব্যবহার করার জন্য সেলাই মেশিন কিনে থাকেন । বর্তমানে বাজারে সেলাই মেশিনের জন্য অসংখ্য কোম্পানি চালু রয়েছে । তার মধ্যে অন্যতম হলো সিঙ্গার বাংলাদেশ ।

আপনি যদি সেলাই কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করতে চান তাহলে অবশ্যই সিঙ্গারের সেলাই মেশিন কিনবেন । এই মেশিনগুলো দেখতে খুবই সুন্দর এবং ব্যবহার করাও খুব সহজ । সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এই মেশিনগুলো সাধারণত তৈরি করা হয়ে থাকে । ফলে আপনি দীর্ঘদিন সময় ধরে মেশিনগুলো ব্যবহার করতে পারবেন ।

আরও পড়ুন ➝ কিস্তিতে সিঙ্গার সেলাই মেশিন কেনার নিয়ম 

আপনার ব্যক্তিগত কাজে অথবা ব্যবসায়িক কাজে সিঙ্গারের তৈরি সেলাই মেশিন অপরিহার্য ভূমিকা পালন করে থাকে । তাই আমি মনে করি বাজারে অন্যান্য কোম্পানির সেলাই মেশিনের দিকে না জর দিয়ে আপনার সিঙ্গারের দিকে নজর দেওয়া উচিত । তাই আমাদের সিঙ্গারের কোন মডেলটি ভালো এবং ব্যবহার করা সহজ সে সম্পর্কে জানা উচিত ।

আজকের পোস্টে আমরা সিঙ্গারের তৈরি সেলাই মেশিনের সুবিধা, মডেল নাম্বার, মেশিনগুলোর দাম এবং কিভাবে আমরা আসল সেলাই মেশিন চিনব সে সম্পর্কে আলোচনা করব । আপনি যদি এই সকল বিষয়ে জানতে খুবই আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।

সিঙ্গার সেলাই মেশিনের সুবিধা

প্রায় প্রতিটি সেলাই মেশিন কোম্পানি তাদের গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকে । ঠিক তেমনি আপনি যখন সিংগার থেকে সেলাই মেশিন কিনবেন তখন বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন আপনাদের সুবিধার্থে ওই সকল সুবিধাগুলো নিচে উল্লেখ করা হলোঃ

  • Singer সেলাই মেশিন ব্যবহার করা খুবই সহজ । বিশেষ করে যারা নতুন তারা এই মেশিন খুব সহজে কন্ট্রোল করতে পারে ।
  • এই মেশিন গুলোতে LED লাইট, ফ্রি আর্ম এবং টেবিল এক্সটেনশন থাকে ।
  • এই মেশিনগুলো উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি ফলে দীর্ঘদিন যাবত ব্যবহার করা যায় ।
  • এই মেশিনগুলো নষ্ট হলে খুব সহজেই এর পার্স অথবা এক্সেসরিজ পাওয়া যায় ।
  • এই সেলাই মেশিন কিনলে ১ বছরের ওয়ারেন্টি পাবেন ।

উপরে উল্লেখিত সুযোগ সুবিধা উপভোগ করার পাশাপাশি আরো অসংখ্য সুবিধা পাবেন যদি সিংগার থেকে সেলাই মেশিন কিনেন । তাই আমার সাজেশন হচ্ছে দীর্ঘদিন যাবত সেলাই কাজে ব্যবহার করার জন্য হলেও অবশ্য এই মেশিনটি কিনুন ।

সিঙ্গার সেলাই মেশিনের মডেল নাম্বার

সিঙ্গার তার গ্রাহকদের খুশি করার জন্য সর্বোচ্চ মানের সেলাই মেশিন সরবরাহ করে থাকে । এই মেশিন গুলোর জন্য আলাদা আলাদা মডেল নাম্বারও দেওয়া রয়েছে । আমরা যদি ওই সকল মডেল নাম্বার সম্পর্কে জানি তাহলে খুব সহজেই ওই মেশিনটির দাম এবং ব্যবহার সম্পর্কে জানতে পারবো । এখন নিচে বেশ কয়েকটি singer এর সেলাই মেশিনের মডেল নাম্বার দেয়া হলোঃ

  • SRSM-SME-1408
  • SRSM-SM1412
  • SRSM-ZJ-A6000-D-G
  • SRSM-ZJ-B9000-13
  • SRSM-SM024
  • SRSM-ZJ-A6000R-G
  • SRSM-ZJ9513-G
  • PK-SM-15CH1-WT-WC-ST-NEW

উপরে উল্লেখিত যতগুলো মডেল নাম্বার দেওয়া রয়েছে সবগুলো খুবই ভালো এবং উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে । প্রায় প্রতিটি সেলাই মেশিন ব্যবহার করা খুবই সহজ । বিশেষ করে আপনি যদি সেলাই কাজের নতুন হয়ে থাকেন তাহলে এই মেশিনগুলো ব্যবহার করে খুব সহজে কাজ শিখতে পারবেন ।

সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৫

আমরা ইতিমধ্যে বেশ কিছু সিঙ্গারের সেলাই মেশিন মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা উপরোক্ত মডেল গুলোর বাজার মূল্য কত টাকা সে সম্পর্কে জানব । আপনি যদি দোকান অথবা শোরুম থেকে সিংগারের সেলাই মেশিন নিতে চান তাহলে অবশ্যই দাম জানতে হবে । যদি আপনি মডেল গুলোর দাম জানেন তাহলে ঠকার সম্ভাবনা কম । নিচে ছক আকারে উপরুক্ত সেলাই মেশিন মডেলগুলোর দাম উল্লেখ করা হলোঃ

মডেল নাম্বার মেশিনের দাম
SRSM-SME-1408 11,990 TK
SRSM-SM1412 14,490 TK
SRSM-ZJ-A6000-D-G 34,990 TK
SRSM-ZJ-B9000 45,990 TK
SRSM-SM024 15,990 TK
SRSM-ZJ-A6000R 29,990 TK
SRSM-ZJ9513-G 27,990.00 TK
PK-SM-15CH1-WT-WC-ST-NEW 11,020 TK

এখানে যতগুলো সেলাই মেশিন মডেল নাম্বার এবং দাম উল্লেখ করা হয়েছে তা সিঙ্গারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরবরাহ করা হয়েছে । উপরোক্তা মডেল গুলো থেকে আপনার যে মডেলটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে নিকটস্থ শোরুম বা দোকান অথবা অনলাইন থেকে কিনতে পারেন । অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেলাই মেশিন গুলো কিনতে এই https://t.ly/dqaSX লিংকে ভিজিট করুনে ।

আসল সিঙ্গার সেলাই মেশিন চেনার উপায়

অনেকেই singer থেকে সেলাই মেশিন কিনে থাকেন কিন্তু দেখা যায় ভুয়া অর্থাৎ ডুপ্লিকেট সেলাই মেশিন পায় । আপনি যদি অনেক টাকা খরচ করে সেলাই মেশিন কিনেন এবং সেখানে যদি নষ্ট মেশিন পান তাহলে আপনার কেমন লাগতে পারে? নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা খুবই খারাপ হবে । এখন আমাদের সিংগার আসল সেলাই মেশিন চেনা খুবই দরকার ।

আপনি যখন সিঙ্গার থেকে সেলাই মেশিন কিনবেন তখন অবশ্যই ওই মেশিনে সিঙ্গারের অফিসিয়াল লগু চেক করে দেখবেন সেটা আছে কিনা । তারপর মেশিনে থাকা মডেল নাম্বার সিঙ্গারের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন দেখবেন ওই মডেলটি পাওয়া গেছে কিনা । যদি না পান তাহলে ওই মেশিনটি ভুয়া অর্থাৎ ডুপ্লিকেট মেশিন ।

আরও পড়ুন ➝ ওয়ালটন সেলাই মেশিনের দাম কত

তাছাড়া সব সময় চেষ্টা করবেন সিঙ্গারের অফিসিয়াল আউটলেট বা শোরুম থেকে সেলাই মেশিন কেনার জন্য । কোন দোকান অথবা সিঙ্গার ব্যতীত অন্য কোন অনলাইন প্লাটফর্ম থেকে এই মেশিনগুলো কিনবেন না । তাহলে অনেক সময় ডুপ্লিকেট মেশিন পাওয়ার সম্ভাবনা রয়েছে । আশা করি আপনারা এইভাবে ফলো করলে কখনো ভুয়া মেশিন পাবেন না বলে আমার বিশ্বাস ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সেলাই মেশিন কোম্পানি সিংগার এর বেশ কিছু মডেল নাম্বার এবং ওই মডেল গুলোর দাম কত টাকা সে সম্পর্কে জেনেছি । তাছাড়া এই সেলাই মেশিন গুলো ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধা পাব সে সম্পর্কেও জানতে পেরেছি । তাই আপনি যদি কখনো সেলাই মেশিন কিনতে চান তাহলে অবশ্যই সিঙ্গার থেকে কিনবেন । তাহলে ভালো সুবিধা পাবেন ।

আশা করি আমার এই পোষ্টটি আপনার ভালো লেগেছে । আপনার যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!