আপনি কি সিলেট টু ঢাকা বাসের সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব সিলেট থেকে ঢাকা সড়কপথে চলাচলকারী সেরা বাসের নামের তালিকা, সময়সূচী, ভাড়ার তালিকা এবং বাস কাউন্টার নাম্বার সম্পর্কে ।
ঢাকা যে বাংলাদেশের রাজধানী আমরা প্রায় সকলেই জানি । এখানে অসংখ্য মানুষ কাজের সন্ধানে ভিড় জমায় । তাই ঢাকা কে দেশের সবচেয়ে ব্যস্ততম শহর বলা হয় । বর্তমানে সিলেটের অনেক মানুষ কাজের সন্ধানে অথবা ব্যবসা পরিচালনা করার জন্য নিয়মিত সিলেট থেকে ঢাকা বাসে চলাচল করছে ।
আরও পড়ুন ➝ তুরস্ক ভিসার দাম কত ২০২৫
আপনি যদি নতুন অবস্থায় সিলেট থেকে ঢাকায় বাসে আসতে চান তাহলে হয়তো বাসের নাম বা সময়সূচী সম্পর্কে আপনার ধারণা নাও থাকতে পারে । তাই কখন কোন বাস সিলেট থেকে ছাড়ে এবং ঢাকায় গিয়ে পৌঁছায় সে সম্পর্কে জানার দরকার হয় । তাছাড়া কোন বাসের কত টাকা ভাড়া তাও জানা দরকার হয় ।
ইতিমধ্যে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন কাজের সন্ধানে অথবা ব্যবসায়িক স্বার্থে সিলেট থেকে ঢাকা আসবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । সম্পূর্ণ পোস্টটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে সিলেট-ঢাকা বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ।
সিলেট টু ঢাকা বাসের নামের তালিকা
বর্তমানে সিলেট থেকে ঢাকা আসার জন্য সড়কপথে অসংখ্য বাস নিয়মিত চলাচল করছে । কিন্তু সেই সকল বাসগুলো থেকে সবচেয়ে ভালো সার্ভিস দেয় এমন চারটি বাস সম্পর্কে এখন আমরা জানব । আপনাদের সুবিধার্থে নিম্নে ওই চারটি বাসের নাম তুলে ধরা হলো ।
- শ্যামলী পরিবহন
- হানিফ পরিবহন
- গ্রীন লাইন পরিবহন
- এনা পরিবহন
এখানে উল্লেখিত চারটি বাস খুবই বিলাসবহুল এবং বাসগুলোতে উচ্চ আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে । আপনি যদি সিলেট থেকে ঢাকায় আসতে চান তাহলে উপরের চারটি বাস থেকে যে কোন একটি বাস ব্যবহার করে আসতে পারেন ।
সিলেট টু ঢাকা বাসের সময়সূচী
সিলেট টু ঢাকা বাসের সময়সূচী সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণ থাকা জরুরী । এর কারণ হচ্ছে আমরা যদি সিলেট-ঢাকা সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচি জানি তাহলে সঠিক সময়ে বাস কাউন্টারে পৌঁছাতে পারবো এবং পছন্দের বাস ধরে গন্তব্যস্থলে যেতে পারব । এখন সিলেট থেকে ঢাকা সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচি তুলে ধরা হলো ।
বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
শ্যামলী পরিবহন | সকাল ০৭ঃ০০ | রাত ১১ঃ৪৫ |
হানিফ পরিবহন | সকাল ০৬ঃ৩০ | রাত ১১ঃ৫৫ |
গ্রীন লাইন পরিবহন | ভোর ০৫ঃ০০ | রাত ১১ঃ৫০০ |
এনা পরিবহন | ভোর ০৫ঃ০০ | রাত ১১ঃ৫০ |
শ্যামলী পরিবহন – সকাল ০৭ঃ০০ টার সময় সিলেট থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং রাত ১১ঃ৪৫ মিনিটে ঢাকায় গিয়ে পৌঁছায় ।
হানিফ পরিবহন – এই বাসটি সকাল ০৬ঃ৩০ মিনিটে সিলেট থেকে যাত্রা শুরু করে এবং ঢাকায় গিয়ে পৌঁছায় রাত ১১ঃ৫৫ মিনিটে ।
গ্রীন লাইন পরিবহন – ভোর ০৫ঃ০০ টার সময় এই বাসটি সিলেট থেকে যাত্রা শুরু করে এবং রাত ১১ঃ৫০০ মিনিটে ঢাকায় গিয়ে পৌছায় ।
এনা পরিবহন – ভোর ০৫ঃ০০ টার সময় এই বাসটি সিলেট থেকে যাত্রা শুরু করে এবং ঢাকা গিয়ে পৌঁছায় রাত ১১ঃ৫০ মিনিটে ।
এখানে উল্লেখিত সবগুলো বাস প্রতিদিন সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট নিয়মিত সড়ক পথে চলাচল করছে । এই বাসগুলোর সাপ্তাহিক কোন বন্ধের দিন নেই ।
আরও পড়ুন ➝ রোমানিয়া ভিসার দাম কত ও কোন কাজের চাহিদা বেশি
সিলেট থেকে ঢাকা বাসের ভাড়ার তালিকা
সিলেট থেকে ঢাকা বাসের ভাড়া কত টাকা সে সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা দরকার । তাহলে আমরা সঠিক ও ন্যায্য ভাড়া দিয়ে সিলেট থেকে ঢাকায় আসতে পারবো । এখন উপরে আলোচিত চারটি বাসের ভাড়া তুলে ধরা হলো ।
বাস নাম | বাস ভাড়া (জন প্রতি) |
শ্যামলী পরিবহন | ৪৭০ টাকা (নন এসি) |
হানিফ পরিবহন | ৪৭০ টাকা (নন এসি) |
গ্রীন লাইন পরিবহন | ৯৫০-১২০০ টাকা (এসি) |
এনা পরিবহন | ১২০০ টাকা (এসি) |
সিলেট হতে ঢাকা বাসের ভাড়া যথাক্রমে শ্যামলী পরিবহন ৪৭০ টাকা, হানিফ পরিবহন ৪৭০ টাকা, গ্রীন লাইন পরিবহন ৯৫০-১২০০ টাকা এবং এনা পরিবহন ১২০০ টাকা ।
সিলেট টু ঢাকা বাসের কাউন্টার নাম্বার
আমরা যদি সিলেট থেকে ঢাকা আসার জন্য বাসের অগ্রিম টিকিট কাটতে চাই তাহলে বাস কাউন্টারে কল করা দরকার হয় । তাছাড়া যদি বাসের সময়সূচি কখনো পরিবর্তন হয় তাহলে বাস কাউন্টারে কল দিলে সঠিক সময় জানা যায় । এখন নিচে সিলেট টু ঢাকা বাসের কাউন্টার নাম্বার তুলে ধরে হলো ।
শ্যামলী পরিবহন – ০১৭১৩০৬৬৬৬৭, ০১৭১৩০৬৬৬৬৭
গ্রীন লাইন পরিবহন – ০১৭৫৮৯৯৯৯৩৯, ০১৭৫৮৯৯৯৯৪০
হানিফ পরিবহন – ০১৭১৩০৬৬৬৭১, ০১৭১৩০৬৬৬৭২
এনা পরিবহন – ০১৭১১৩৩৩৪৫০, ০১৭১১৩৩৩৪৫১
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা সিলেট থেকে ঢাকা আসার জন্য জনপ্রিয় চারটি বাসের নামের তালিকা, সময়সূচি, ভাড়ার তালিকা এবং বাস কাউন্টার নাম্বার সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো সিলেট থেকে ঢাকায় আসতে চান তাহলে সবার প্রথমে পছন্দের বাস বাছাই করুন । অতঃপর সেই বাসের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে যান ।
সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আপনি চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটারে পোস্টটি শেয়ার করতে পারেন । আপনার যদি এই পোস্ট নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।