সোলার ফ্যানের দাম কত | সোলার টেবিল ফ্যানের দাম

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি সোলার ফ্যানের দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আপনারা সোলার টেবিল ফ্যানের দাম সম্পর্কে জানতে পারবেন । আমাদের দেশে গরমকালে প্রচুর পরিমাণে লোডশেডিং হয়ে থাকে । এই সময় একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টা পর্যন্ত আসার কোন নাম গন্ধ থাকে না ।

একে তো মাত্রাতিরিক্ত গরম তার ওপর বাতাস গ্রহণের সুযোগ নেই তাহলে ওই সময় আপনার পরিস্থিতি কেমন হতে পারে একটু ভাবুন তো? আমরা তখন গরমের কারণে খুব বাজে অবস্থায় পতিত হই । আর তখন আমরা বাজারে আরামদায়ক বিভিন্ন চার্জার ফ্যান খোঁজ করে থাকি । অনেকে আবার সোলার ফ্যান খোঁজ করে থাকেন ।

আরও পড়ুন ➝ ভিশন সিলিং ফ্যানের দাম কত

আবার কিছু কিছু মানুষ আছে সোলার ফ্যান বা সৌর বিদ্যুৎ ফ্যান এর সম্পর্কে এখনো অবগত নয় । আপনি যদি বাজার থেকে চার্জার ফ্যান কিনেন তাহলে ওই ফ্যানের জন্য আপনাকে মাসে বিদ্যুৎ বিল আসবে । কিন্তু সৌর বিদ্যুৎ ফ্যান ব্যবহার করলে মাসে কোন টাকা বিল উঠবে না ।

শুধুমাত্র আপনার ফ্যানটিকে সূর্যের তাপে কিছু সময় যদি রেখে দেন তাহলে সেটি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এবং আপনি একবার চার্জ দিলে সারাদিন রাত ব্যবহার করতে পারবেন । এর জন্য আপনাকে মাস শেষে বাড়তি কোন টাকা খরচ করতে হবে না । তাহলে আপনি বলুন কোনটি ভালো হবে চার্জার ফ্যান নাকি সৌর বিদ্যুৎ ফ্যান? নিসন্দেহে, উত্তরটি হবে সৌর বিদ্যুৎ ফ্যান সবচেয়ে ভালো ।

আপনি যদি এই গরম থেকে পরিত্রান পেতে চান তাহলে সৌর বিদ্যুৎ ফ্যান টি কিনতে পারেন । এই ফ্যানগুলোর মূল্য কত টাকা এবং কি কি মডেল নাম্বার রয়েছে সেগুলো এখন আমরা জানতে পারবো । আপনি যদি এই সকল বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।

সোলার ফ্যানের দাম কত

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির সোলার ফ্যান পাওয়া যায় । ওই সকল ফ্যানগুলো খুবই ভালো এবং দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । মূলত ফ্যানগুলোতে উন্নত মানের প্রযুক্তি এবং ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয় বলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় । তাছাড়া ওই ব্যাটারিগুলো দিয়ে আপনি সৌর বিদ্যুৎ ফ্যানটি কয়েক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।

আরও পড়ুন ➝ বি আর বি সিলিং ফ্যানের দাম 

কোম্পানি ভেদে এই ফ্যানগুলোর মূল্য আলাদা আলাদা হয়ে থাকে । সাধারণত একটি সোলার ফ্যান ১০০০ থেকে শুরু করে ৩০০০ টাকার ভেতরে পাওয়া যায় । তাই আমরা এই ফ্যানটিকে বাজেট ফ্রেন্ডলি ফ্যান বলতে পারি । আপনার বাজেট যদি উপরোক্ত টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই ফ্যানটি কিনতে পারেন ।

সোলার ফ্যানের মডেল নাম্বার

বর্তমানে বাজারে সৌর বিদ্যুতের ফ্যানগুলোর বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন মডেল নাম্বার রয়েছে । আমরা যদি সোলার ফ্যান কিনি তাহলে অবশ্যই ওই ফ্যানগুলোর মডেল নাম্বার সম্পর্কে জেনে নিব । তাহলে আমরা সঠিক এবং ন্যায্য দামে ফ্যান কিনতে পারবো । এতে .১ শতাংশ ঠকার কোন সম্ভাবনা নেই । নিচে বেশ কয়েকটি সৌর বিদ্যুৎ ফ্যান মডেল নাম দেয়া হলোঃ

  • SSTF-1112
  • SSTF-1212
  • SSTF-1312
  • SSTF-5512
  • SSTF-2216
  • SSTF 3312
  • SSTF 3316

উপরে উল্লেখিত যতগুলো মডেল দেওয়া রয়েছে এ সকল মডেল গুলো বর্তমানে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । আপনি যদি বাজার থেকে সৌর বিদ্যুতের টেবিল ফ্যান কিনতে চান তাহলে উপরোক্ত মডেল থেকে কিনতে পারেন ।

সোলার টেবিল ফ্যানের দাম

আমরা ইতিমধ্যে বেশ কিছু সোলার টেবিল ফ্যান মডেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । এখন আমরা যদি ওই সকল ফ্যানগুলোর দাম এবং কোথা থেকে কিনতে পারবো সে সম্পর্কে জানি তাহলে খুবই ভালো হয় । আপনাদের কথা চিন্তাভাবনা করে নিচে ছক আকারে উপরোক্ত মডেল সমূহের দাম উল্লেখ করা হলোঃ

মডেল নাম্বার  ফ্যানের দাম 
SSTF-1112 1,285 TK
SSTF-1212 1,345 TK
SSTF-1312 1,345 TK
SSTF-5512 1,370 TK
SSTF-1216 1,540 TK
SSTF-2216 1,610 TK
SSTF 3312 1,450 TK

উপরে উল্লেখিত টেবিল ফ্যানগুলোর দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই ফ্যানগুলোর মূল্য যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট পেতে এবং অনলাইন থেকে ফ্যানগুলো কিনতে এই সাইটে ভিজিট করুন https://safebdes.com/solar-table-fan

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা সোলার টেবিল ফ্যানের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সৌর বিদ্যুৎ বা সোলার ফ্যান ক্রয় করবেন তাহলে উপরোক্ত মডেল গুলো থেকে যে কোন একটি মডেল প্রথমে পছন্দ করে ওই মডেলটি ক্রয় করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । যদি পোস্টটি পড়ে আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত ২০২৫
বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত ২০২৪

আপনি কি বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য ২০২৫ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

৬ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৫ | রিচার্জেবল ৬ ভোল্ট ৪.৫ Ah ব্যাটারির দাম কত
৬ ভোল্ট ব্যাটারি দাম

আপনি কি ৬ ভোল্ট ব্যাটারি দাম কত জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

অনেকে ৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনিও যদি 50 ওয়াট সোলার প্যানেলের দাম বিস্তারিত পড়ুন

ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম

আপনি কি ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে নিতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে বিস্তারিত পড়ুন

১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৫
১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৪

আপনি কি ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার দাম কত

আপনি কি ওয়ালটন ফ্রিজ ১৭৬ লিটার দাম কত জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!