আমাদের অনেক ভাই ও বোন সৌখিন পরিবহন সকল বাসের কাউন্টার নাম্বার সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম দ্রুতগতির বাস সার্ভিস সৌখিন পরিবহনের সকল বাস কাউন্টারের ঠিকানা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে ।
বাংলাদেশে অসংখ্য দ্রুতগতির ও উন্নত মানের বাস রয়েছে তার মধ্যে অন্যতম হলো সৌখিন পরিবহন । এই কোম্পানির বাস গুলোতে এয়ারকন্ডিশন সিস্টেম রয়েছে । তাছাড়া বেশিরভাগ সৌখিন পরিবহন বাসগুলোতে ওয়াইফাই সিস্টেম রয়েছে । বর্তমানে সৌখিন পরিবহনের এসি এবং নন এসি দুই ধরনের বাসই চলমান রয়েছে ।
আপনি যখন রাস্তা ঘাটে বাসে চলাচল করতে যাবেন তখন সচরাচর সৌখিন পরিবহনের বাসগুলো চোখে পড়বে । আমরা যদি সেই বাসগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রায় সব বাস সম্পূর্ণ ভরপুর থাকে । মূলত এই বাসগুলো খুবই দ্রুতগতির এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছার জন্য সবাই এই বাসগুলোতে চলতে পছন্দ করেন ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন কত
আপনি যদি ইতিমধ্যে সৌখিন পরিবহনের বাস কাউন্টার নাম্বার সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
সৌখিন পরিবহন কোন কোন রুটে চলে
আপনি যদি সৌখিন পরিবহন বাস সার্ভিস উপভোগ করতে চান তাহলে জানা দরকার এই বাসটি কোন কোন সড়ক রুটে চলাচল করছে । বর্তমানে সৌখিন পরিবহন তিনটি সড়ক রুটে চলাচল করছে । এখন আমরা ওই সকল সড়ক রোড সম্পর্কে নিম্নে জানব ।
- ঢাকা সড়ক রোড
- যশোর সড়ক রোড
- খুলনা সড়ক রোড
আপাতত সৌখিন পরিবহন এই তিনটি রুটে চলাচল করে । এই রোড গুলোতে সৌখিন পরিবহনের কাউন্টার রয়েছে । এখন ঢাকা, যশোর এবং খুলনা সড়ক রুটে থাকা সৌখিন পরিবহনের সকল কাউন্টারে ঠিকানা এবং নাম্বার সম্পর্কে আলোচনা করা হবে ।
সৌখিন পরিবহন সকল বাসের কাউন্টার নাম্বার
আপনি যদি কখনো সৌখিন পরিবহন বাসের অগ্রিম টিকিট কাটতে চান তাহলে বাস কাউন্টার নাম্বারে ফোন করা খুবই জরুরী । তাছাড়া অনেক সময় বাসের সময়সূচি পরিবর্তন হয় তখন যদি আপনি বাস কাউন্টার নাম্বারে ফোন দিয়ে কথা বলেন তখন নতুন সময়সূচী সম্পর্কে সেখানকার কর্তব্যরত ব্যক্তি আপনাকে তথ্য দিতে পারবে ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
তাছাড়া আপনি যদি সৌখিন পরিবহন বাস কাউন্টারের নাম্বার জানার পাশাপাশি ঠিকানা সম্পর্কে জানেন তাহলে সে ঠিকানায় সরাসরি যেতে পারবেন । সেখান থেকে বাসের টিকিট কাটতে পারবেন । তাছাড়া আপনি যদি ফোনে অগ্রিম টিকিট কাটেন তবুও কিন্তু সেই বাস ঠিকানা সম্পর্কে জানতে হবে । অন্যথায় আপনি বাস ধরতে পারবেন না এবং গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না ।
সৌখিন পরিবহন ঢাকা কাউন্টার নাম্বার
বর্তমানে সৌখিন পরিবহনের অসংখ্য কাউন্টার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা কাউন্টার । এই কাউন্টারটি সৌখিন পরিবহরের সবচেয়ে বড় কাউন্টার বলা যায় । মূলত ঢাকায় সৌখিন পরিবহনের তিনটি কাউন্টার রয়েছে । এখন ওই কাউন্টার গুলোর ঠিকানা এবং যোগাযোগের নাম্বার নিম্নে উল্লেখ করা হলো ।
স্থানের ঠিকানা | কাউন্টার নাম্বার |
কলাবাগান | ০১৭৮৭-১১৬৮১৭ |
কল্যাণপুর | ০১৭৫৬-১১৪০৭৭ |
গাবতলী | ০১৭২৭-৯৩৫০৭৭ |
সৌখিন পরিবহন যশোর কাউন্টার নাম্বার
আপনার বাড়ি যদি যশোর হয় তাহলে আপনার সৌখিন পরিবহনের কাউন্টার নাম্বার সম্পর্কে জেনে নেওয়া খুবই দরকার । কেননা আপনি যদি যশোর থেকে ঢাকা অথবা যশোর থেকে খুলনা বাসে যাতায়াত করতে চান তাহলে সৌখিন পরিবহনে যাতায়াত করতে পারেন । এখন যশোরে থাকা সৌখিন পরিবহনের কাউন্টারের ঠিকানা ও যোগাযোগ নাম্বার নিম্নে উল্লেখ করা হলো ।
স্থানের ঠিকানা | কাউন্টার নাম্বার |
মনিহার | ০১৭৯৬-২৩৪৫৪৪ |
গারি খানা | ০১৭৯১-৯৭১৪৯১ |
নিউ মার্কেট | ০১৭১০-৭০১১৩০ |
সৌখিন পরিবহন খুলনা কাউন্টার নাম্বার
আপনার বাড়ি যদি খুলনা হয় এবং আপনি যদি খুলনা টু ঢাকা অথবা খুলনা টু যশোর বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই সৌখিন পরিবহন কাউন্টার নাম্বার সম্পর্কে জানা দরকার । বর্তমানে খুলনাতে সৌখিন পরিবহনের তিনটি কাউন্টার রয়েছে । এখন আমরা নিম্নে ওই কাউন্টার গুলোর ঠিকানা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে জানব ।
স্থানের ঠিকানা | কাউন্টার নাম্বার |
রয়েল | ০১৭২৪-৫১৪১৩২ |
সোনাডাঙ্গা | ০১৭১১-১১৩৯২৮ |
পাকিগাছ | ০১৭৫৯-২০১৮০৩ |
আমাদের শেষ কথা
সম্মানিত দর্শক, আজকের পোস্টটিতে আমরা বর্তমান সময়ের অন্যতম দ্রুতগতির ও বিলাসবহুল বাস সার্ভিস সৌখিন পরিবহনের তিনটি রুটের কাউন্টার নাম্বার ও যোগাযোগ নাম্বার সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো সৌখিন পরিবহনের অগ্রিম টিকিট কাটতে চান অথবা বাসের সময়সূচী জানতে চান তাহলে উপরোক্ত কাউন্টার নাম্বারে যোগাযোগ করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভাল থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।
নোয়াখালী নতুন বাস কাউন্টার থেকে রংপুর কোনো সৌখিন বাস আছে না কি?