হ্যামকো সোলার ব্যাটারি দাম কত ২০২৫

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমরা বাসা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহার করে থাকি । যার মাধ্যমে বাতি জ্বালানো, ফ্যান চালানো, কম্পিউটার চালানো, টিভি চালানো এবং ফ্রিজ সহ যাবতীয় কাজকর্ম বিদ্যুতের মতই করা যায় । কিন্তু সেই সৌর বিদ্যুৎ চালাতে গেলে সোলার ব্যাটারির দরকার হয় । অনেকে হ্যামকো সোলার ব্যাটারি দাম সম্পর্কে জানতে চান ।

বর্তমানে সৌর বিদ্যুতের জন্য যতগুলো ব্যাটারি রয়েছে তার মধ্যে হামকো সোলার ব্যাটারি অন্যতম । এই ব্যাটারি ব্যবহার করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও সার্ভিস নেওয়া যায় । তাছাড়া আপনি যদি হ্যামকো ব্যাটারি কিনেন তাহলে ওই ব্যাটারির জন্য ২-৩ বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন । এই ব্যাটারীগুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।

এর ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারিগুলো ব্যবহার করার সুযোগ পাবেন । তাছাড়া অন্যান্য কোম্পানির সোলার ব্যাটারির গুণগতমান থেকে এই হামকো ব্যাটারির গুণগতমান অনেক বেশি । তাছাড়া এই ব্যাটারিগুলোর বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারির বাজার মূল্য থেকে তুলনামূলক কম ।

আরও পড়ুন ➝ ১২ ভোল্ট ব্যাটারি দাম কত ২০২৫

তাই বাজারজুড়ে আইপিএস বানানো, সৌর বিদ্যুৎ চালানো এবং অটো রিক্সা চালানো সবকিছু ক্ষেত্রেই বর্তমানে হামকো ব্যাটারি অনেক এগিয়ে গিয়েছে । আপনি যদি কখনো সোলার প্যানেলের জন্য ব্যাটারি কিনতে চান তাহলে অবশ্যই হামকো ব্যাটারিকে সবার প্রথমে রাখবেন । তাহলে আমি মনে করি আপনি ভালো ফলাফল উপভোগ করতে পারবেন ।

আজকের পোস্টে আমরা হামকো ব্যাটারির বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে আলোচনা করব । তাই আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।

হ্যামকো সোলার ব্যাটারি সুবিধা

আপনি যদি হ্যামকো সোলার ব্যাটারি কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । আশা করি আপনি যদি ঐ সকল সুবিধা সম্পর্কে জানেন তাহলে নিঃসন্দেহে হামকো থেকে সৌর বিদ্যুতের জন্য ব্যাটারি কিনবেন । এখন আমরা কি কি সুযোগ সুবিধা পাব যদি হামকো থেকে ব্যাটারি কিনি তা নিচে উল্লেখ করা হলো ।

  • হামকো সোলার ব্যাটারি উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে । একবার হামকো ব্যাটারি কিনলে অনায়াসে ৩-৫ বছর ব্যবহার করা যায় ।
  • হেমকো ব্যাটারির ওজন খুবই কম এবং বহন করা সহজ ও রক্ষণাবেক্ষণ করা খুব সহজ ।
  • এই ব্যাটারি গুলো থেকে কোনরকম শব্দ নির্গত হয় না । এর ফলে আপনি কোন রকম শব্দ দূষণের আশঙ্কা করতে পারেন না ।
  • বিদ্যুৎ না থাকলে দীর্ঘ সময় বিদ্যুতের ব্যাকআপ হিসেবে এই হামকো ব্যাটারি সার্ভিস দিতে পারে ।
  • হামকো ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী, পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ বিভ্রাট থেকে সুরক্ষা প্রদান করে ।

এখানে যতগুলো সুবিধার কথা উল্লেখ করা হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য সুবিধা রয়েছে । তাই আপনি যদি হ্যামকো সোলার ব্যাটারি কিনে অনেক সুবিধা উপভোগ করতে চান তাহলে দেরি না করে হ্যামকো থেকে সোলার ব্যাটারি কিনে নিন ।

হ্যামকো সোলার ব্যাটারি দাম কত

আপনি সৌর বিদ্যুতের কত ঘন্টা ব্যাকআপ নিতে চাচ্ছেন তার ওপর ভিত্তি করে হামকো সোলার ব্যাটারির দাম হয়ে থাকে । মূলত এই হিসাবটা ব্যাটারি এম্পিয়ার এর উপর নির্ভর করে হয় । যেমনঃ হামকো ব্যাটারি 200AH, হামকো ব্যাটারি 100AH, Hamko Battery 130AH এবং Hamko Battery 165AH ।

এই এম্পিয়ারের ব্যাটারিগুলো ছাড়াও হ্যামকো কোম্পানির আরো অনেক এম্পিয়ারের ব্যাটারি রয়েছে । তাই আপনি বিদ্যুৎ না থাকা অবস্থায় কত ঘন্টা বেকাপ নিতে চাচ্ছেন সবার প্রথমে তা নির্ধারণ করে নিন । তারপর আপনি ঠিক করতে পারবেন কত এম্পিয়ারের ব্যাটারি আপনার দরকার ।

আরও পড়ুন ➝ মোটরসাইকেলের ব্যাটারির দাম কত টাকা

সাধারণত সৌর বিদ্যুতের জন্য হামকো ব্যাটারির মূল্য ৮৫০০ টাকা থেকে শুরু হয়ে ২০,০০০ হাজার টাকা পর্যন্ত রয়েছে । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি বাজার থেকে হ্যামকো সোলার ব্যাটারি কিনতে পারেন । তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন যত টাকা বেশি খরচ করবেন ঠিক তত ভালো মানের ব্যাটারি পাবেন ।

হ্যামকো সোলার ব্যাটারি দাম বাংলাদেশ

আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হ্যামকো সোলার ব্যাটারি দাম ৮৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । এখন আমরা বেশ কিছু ব্যাটারির মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিচে ছক আকারে কিছু হেমকো ব্যাটারি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।

মডেল নাম্বার  ক্যাপাসিটি  ব্যাটারির দাম
Hamko HPD-60 60AH Tk-10,000/
Hamko HPD-215 215AH Tk-28,000/
Hamko NS60L-MF 18M 45 AH+ Tk-8,500/
Hamko HPD 55 55AH Tk-9,000/
Hamko HPD 80 80AH Tk-11,500/
Hamko HPD 200 200AH Tk-24,000/
Hamko HPD 130 130AH Tk-21,000/
Hamko HPD 100 100AH k-13,600/
Hamko HPD 165 165AH Tk-20,800/

এখানে যতগুলো হামকো সোলার ব্যাটারি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তাই এই সকল ব্যাটারি মডেল নাম্বার ও দাম হেমকো কোম্পানি যে কোন সময় পরিবর্তন করতে পারে ।

কেন হ্যামকো সোলার ব্যাটারি কিনবেন?

আমরা সকলেই জানি বর্তমানে বাজারে অসংখ্য কোম্পানির সোলার ব্যাটারি রয়েছে । ওই সকল ব্যাটারি ইতিমধ্যে মার্কেটে জনপ্রিয় এবং সার্ভিসও ভালো দিচ্ছে । তাহলে কেন আমরা ওই সকল ব্যাটারি না কিনে হ্যামকো কোম্পানি থেকে সোলার ব্যাটারি কিনব?  হ্যাঁ আপনার এই প্রশ্নটি খুবই যুক্তি সঙ্গত ।

দেখুন হামকো ব্যাটারি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এই ব্যাটারির গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারির গুনাগুনের থেকে হাজারগুন ভালো । তাছাড়া এই ব্যাটারিগুলোর বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের বাজার মূল্য থেকে অনেক কম । তাই এই সকল বিবেচনা করে আমরা হামকো সোলার ব্যাটারি কিনতে পারি ।

আমাদের শেষ কথা

বর্তমান সময়ের অন্যতম ও জনপ্রিয় ব্যাটারি কোম্পানি হ্যামকো ব্যাটারির বেশ কিছু মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া আমরা কেনই বা হামকো থেকে ব্যাটারি কিনবো সে সম্পর্কেও আপনাদের বুঝানোর চেষ্টা করেছি । তাই আপনি যদি কখনো ব্যাটারি কিনতে আগ্রহ প্রকাশ করেন বিশেষ করে সৌর বিদ্যুতের জন্য তাহলে অবশ্যই হামকো থেকে কিনে নিবেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে আমার যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!