১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা ১৫০০ টাকার ভিতরে সেরা ১০টি রাউটার মডেল নাম্বার সম্পর্কে জানতে পারবো । এই সকল রাউটার গুলো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।

আমরা সকলেই জানি ওয়াইফাই চালানোর জন্য রাউটার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আপনার রাউটার যদি ভালো মানের না হয় তাহলে ইন্টারনেট চালিয়ে আপনি সুবিধা করতে পারবেন না । মাঝে মাঝে নেটওয়ার্কে ডিসকানেক্ট হয়ে যাবে অথবা ইন্টারনেট স্পিড কম পাবেন ।

তাই অনেকে ১৫০০ টাকার ভিতরে রাউটার খুঁজে থাকেন । এজন্য google অথবা ইউটিউবে রাউটার মডেল লিখে সার্চ করে থাকেন । তখন আমরা বিভিন্ন আর্টিকেল এবং ভিডিও দেখতে পাই । ঐ সকল আর্টিকেল বা ভিডিও থেকে অনেক সময় সঠিক রাউটার খুঁজে পাই, আবার অনেক সময় পাইনা ।

আরও পড়ুন ➝ ২০০০ টাকার মধ্যে রাউটার

যাই হোক আপনি যদি ইতিমধ্যে ১৫০০ টাকার ভিতরে রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো দেরি না করে চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যা্ক ।

১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে খুব দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে ভালো মানের রাউটার দরকার হবে । এখন বাজারে ১৫০০ টাকার ভেতরে অনেক রাউটার পাওয়া যায় যেগুলো খুবই দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করে থাকে । এ রাউটার গুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।

এখন প্রায় রাউটার কোম্পানি তার গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের রাউটার সেবা দিয়ে থাকে । এই প্রতিযোগিতার যুগে মার্কেটিং করার জন্য হলেও কোম্পানিগুলো কম দামে সর্বোচ্চ মানের রাউটার দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে । মূলত গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এই রাউটার গুলো তৈরি করা হয়ে থাকে । এখন নিচে বেশ কয়েকটি ১৫০০ টাকার ভিতরে রাউটার মডেল তুলে ধরা হলোঃ

১৫০০ টাকার মধ্যে সেরা ১০টি রাউটার মডেল

বর্তমানে বাজারে ১৫০০ টাকার ভিতরে অসংখ্য রাউটার মডেল রয়েছে । তবে আজকের পোস্টে আমরা ওই সকল রাউটারগুলো থেকে বহুল ব্যবহৃত সেরা ১০টি রাউটার মডেল সম্পর্কে জানব । এখন নিচে ওই মডেল গুলোর দাম সহ কারে উল্লেখ করা হলোঃ

মডেলের নাম রাউটারের দাম
TP-Link TL-WR841N 1,250
TP-Link TL-WR840N 1,100
D-Link DIR-650IN 1,050
D-Link DIR-615X1 1,100
Tenda F3 900
Tenda HG6 N300 1,000
ASUS RT-N12 1,300
Totolink N300R 1,000
Mercusys MW300RE 900
Netgear N300 1,150

উপরে উল্লেখিত ১০ টি রাউটার মডেলের নাম এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । এগুলো সর্বশেষ তথ্য অনুযায়ী আপডেট করা হয়েছে । এই রাউটার গুলো থেকে আপনার যে রাউটারটি পছন্দ হয় সেটি বাছাই করুন এবং বাজার বা অনলাইন থেকে কিনে ব্যবহার শুরু করুন ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে ১৫০০ টাকার ভিতরে সেরা ১০টি রাউটার মডেল উল্লেখ করা হয়েছে । আপনার বাজেট যদি পনেরশো টাকার মধ্যে হয় তাহলে উপরে উল্লেখিত যতগুলো মডেল দেওয়া হয়েছে সেগুলো থেকে যে মডেলটি আপনার পছন্দ হয় তা প্রথমে বাছাই করুন এবং পরবর্তীতে সেটি অনলাইন বা দোকান থেকে কিনে ব্যবহার করা শুরু করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১.৫ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১.৫ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১.৫ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

ভিশন চার্জার ফ্যান দাম ১৪” কত
ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত

আপনি কি ভিশন চার্জার ফ্যান দাম ১৪" কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ১ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ১ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ১ টন এসির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত ২০২৫
মিনিস্টার ফ্রিজ 252 লিটার দাম কত

বর্তমানে বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য যতগুলো কোম্পানী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিনিস্টার বাংলাদেশ । এই কোম্পানির বেশ কিছু বিস্তারিত পড়ুন

ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫
ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৪

আপনি কি ওয়ালটন এসির দাম কত টাকা ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!