২০০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ২০০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ২০০০ টাকার ভিতরে সেরা .১০টি রাউটার মডেল সম্পর্কে । এই রাউটার গুলো সর্বশেষ উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায় ।

আপনি যদি বাসা বাড়িতে মোবাইল অথবা কম্পিউটারে খুব দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দিতে চান তাহলে অবশ্যই ওয়াইফাই ব্যবহার করতে হবে । আর যদি ওয়াইফাই চালাতে চান তাহলে অবশ্যই রাউটার লাগবে । বর্তমান বাজারে ২ হাজার টাকার ভিতরে অসংখ্য দ্রুতগতির ইন্টারনেট রাউটার পাওয়া যায় ।

আরও পড়ুন ➝ ১০০০ টাকার মধ্যে রাউটার

আমরা বাজার বা অনলাইন থেকে রাউটার কেনার পূর্বে অবশ্যই ওই রাউটারের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনে নিলে খুব ভালো হয় । এতে অনলাইন অথবা বাজার থেকে কোন রাউটার কিনলে ঠকার সম্ভাবনা খুবই কম থাকে । আপনি যদি ইতিমধ্যে রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য ।

আপনি যদি এই পোস্টটি পড়েন তাহলে সেরা 10 টি রাউটার মডেল ও দাম সম্পর্কে জানতে পারবেন । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।

২০০০ টাকার মধ্যে রাউটার

বর্তমানে বাজারে ২০০০ টাকার ভিতরে অসংখ্য দ্রুতগতির ইন্টারনেট সরবরাহকারী রাউটার পাওয়া যায় । এখন রাউটার কোম্পানিগুলো তাদের গ্রাহকদের সর্বোচ্চ মান উন্নয়নের জন্য কম বাজেটের মধ্যে ভালো মানের রাউটার দিয়ে থাকে । আপনার বাজেট যদি ২০০০ টাকার ভিতরে হয় তাহলে ও কিন্তু আপনি খুব ভালো মানের রাউটার কিনতে পারবেন ।

বাসা বাড়িতে অথবা দোকানে ব্যবহার করার জন্য শুধুমাত্র দুই হাজার টাকার রাউটারই যথেষ্ট । এই রাউটার ব্যবহার করে আপনি ব্যবসায়িক কাজ অথবা বাসা বাড়িতে কম্পিউটার ও মোবাইল চালাতে পারবেন । এখন আমরা নিচে জনপ্রিয় সেরা ১০ টি রাউটার মডেল এবং দাম সম্পর্কে তুলে ধরা হলো ।

২০০০ টাকার মধ্যে সেরা ১০টি রাউটার মডেল

আপনার বাজেট যদি হয় ২০০০ টাকা এবং আপনি যদি দ্রুতগতির ইন্টারনেট সাপ্লাই দেওয়া রাউটার নিতে চান তাহলে অবশ্যই ওই রাউটার গুলোর মডেল নাম্বার জানতে হবে । তাছাড়া আপনি ২ হাজার টাকার ভিতরে এত ভালো রাউটার পাবেন না । নিচে ১০টি রাউটার মডেলের নাম্বার দেয়া হলো দাম সহকারেঃ

মডেলের নাম রাউটারের দাম
TP-Link Archer C2 1,700 TK
TP-Link Archer C6 1,900 TK
ASUS RT-AC51U 1,850 TK
Tenda AC6 1,600 TK
D-Link DIR-815 1,750 TK
Mercusys AC1200 1,550 TK
Totolink A300R 1,400TK
Netgear R6700 1,950 TK
Linksys E1200 1,800 TK
Tenda Nova MW3 1,900   TK

উপরে যতগুলো রাউটার মডেলের নাম ও দাম দেওয়া হয়েছে সেগুলো সর্বশেষ আপডেট অনুযায়ী দেওয়া হয়েছে । এ রাউটার গুলোর মডেল নাম্বার এবং দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । উপরোক্ত রাউটার গুলো থেকে আপনার যে রাউটারটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে ২০০০ টাকার ভিতরে বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সেরা 10 টি রাউটার মডেল নাম্বার উল্লেখ করা হয়েছে । উপরে উল্লেখিত মডেলের রাউটার গুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে বলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । তাই যদি ইতিমধ্যে রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত রাউটার গুলো থেকে যে কোন একটি রাউটার কিনতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত ২০২৫
২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

আমাদের অনেকেই ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী বিস্তারিত পড়ুন

ওয়ালটন ২ টন এসির দাম কত ২০২৫
ওয়ালটন ২ টন এসির দাম কত

আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক বিস্তারিত পড়ুন

কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫
কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৪

আপনি কি কেনেডি চার্জার ফ্যান দাম কত ২০২৫ জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত ২০২৫
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত

আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে বিস্তারিত পড়ুন

ওজন মাপার মেশিনের দাম কত | ওজন মাপার যন্ত্রের দাম কত বাংলাদেশে
ওজন মাপার মেশিনের দাম কত

আপনি কি ওজন মাপার মেশিনের দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

১৫০০ টাকার মধ্যে রাউটার | সেরা ১০টি রাউটার মডেল
১৫০০ টাকার মধ্যে রাউটার

আপনি কি ১৫০০ টাকার মধ্যে রাউটার কিনতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!