আমাদের অনেকে জানতে চান অটোরিকশা ব্যাটারি দাম কত এই বিষয় সম্পর্কে । কেউ কেউ অটো রিক্সা ব্যাটারির দাম সম্পর্কে জানতে ইউটিউবে ভিডিও দেখেন আবার কেউ কেউ গুগলে এসে সার্চ করেন । কিন্তু অনেক সময় আমরা সঠিক তথ্য সম্পর্কে জানতে পারি না । আপনি যদি অটো রিক্সা ব্যাটারি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে আমাদের পোস্টে স্বাগতম জানাচ্ছি ।
বর্তমানে আমাদের বেশিরভাগ মানুষের জীবিকার অন্যতম উৎস হচ্ছে অটো রিক্সা । কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ শিক্ষিত ব্যক্তির সংখ্যা কম । তাছাড়া অনেকে শিক্ষিত হয়েও অটো রিক্সা চালাচ্ছেন । মূলত আপনি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো কোন চাকরি করতে পারছেন না ।
আপনার পরিবার যদি দারিদ্র হয় এবং পরিবার সদসংখ্যা যদি অনেক হয় তাহলে কিন্তু কোন না কোন কাজ করে আপনাকে খেতে হবে । আপনার মাথায় যখন অভাবের চিন্তা আসবে তখন অটো রিক্সা চালাবেন নাকি কুলির কাজ করবেন সেটা ভাবার সময় নেই । বরঞ্চ কোন কিছু করে দুবেলা দুমুঠো খেতে পারলেই হলো ।
আমরা স্যালুট জানাই যারা পরিশ্রম করে কাজ করে খায় কোন চুরি বাটপারি না করে । আপনি যদি একজন অটো রিক্সা চালক হয়ে থাকেন তাহলে আপনিও একজন সম্মানিত ব্যক্তি । এখানে আপনার কাজকে কোনভাবেই ছোট করা হয়নি । তাই নিজের পেশাকে সবসময় মূল্যায়ন করুন ।
আমরা এখন অটো রিক্সা ব্যাটারির দাম কত এই বিষয় সম্পর্কে জানব । আপনি যদি ইতিমধ্যে এ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক ।
অটোরিকশা ব্যাটারি দাম ২০২৫
আপনার যদি কোন অটো রিক্সা থাকে তাহলে অবশ্যই অটো রিক্সা ব্যাটারির দাম কত তা জানার দরকার হবে । দেখা যায় অনেক সময় আমরা গাড়ি চালাচ্ছি বিশেষ করে নতুন গাড়ি মার্কেট থেকে কেনার পর ব্যাটারি নষ্ট হয়ে যায় । সেটা হতে পারে আপনার ৬ মাস, এক বছর অথবা দুই বছর পর । অর্থাৎ আপনার গাড়ির ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে অবশ্যই সেই ব্যাটারি কেনার দরকার হয় ।
তাছাড়া অনেকে দেখা যায় নিজে থেকেই অটো রিক্সা বানাতে পছন্দ করেন । এক্ষেত্রে আপনার বিভিন্ন অটোর পার্টস কিনতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে অটো রিক্সার ব্যাটারি । আপনি যদি অটো রিক্সা ব্যাটারির দাম সম্পর্কে না জানেন তাহলে কিন্তু ঠকে যাওয়া সম্ভাবনা অনেক বেশি ।
অটো রিক্সা ব্যাটারির দাম সাধারণত বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারির উপর ভিত্তি করে হয় । বর্তমানে আপনি বাজারে পাবেন হামকো অটো ব্যাটারি এবং রহিম আফরোজ অটো ব্যাটারি সহ আরো বিভিন্ন কোম্পানির ব্যাটারি । মূলত এই ব্যাটারিগুলো বর্তমানে অটো রিক্সার জন্য ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে ।
বিভিন্ন অনলাইন ট্রাস্টেড সোর্সের তথ্য অনুযায়ী অটো রিক্সা ব্যাটারির দাম ৬০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে সময়ের সাথে সাথে এবং চাহিদার কথা বিবেচনা করে ব্যাটারির দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সব সময় অনলাইনে ব্যাটারির দাম এবং কেমন কাস্টমার রিভিউ আছে টা জেনে কিনবেন ।
অটোরিকশা ১২ ভোল্ট ব্যাটারি দাম
বর্তমানে অটো রিক্সাতে বিভিন্ন ভোল্টের উপর ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে । তবে অটো রিক্সাতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার ১২ ভোল্টের ব্যাটারি । মূলত এই ব্যাটারিগুলো আপনি যদি অটোতে ব্যবহার করেন তাহলে দীর্ঘ সময় ধরে চার্জ রেখে রিক্সা চালাতে পারবেন । তাছাড়া এই ব্যাটারীগুলোর দাম তুলনামূলক অনেক কম ।
বিভিন্ন কোম্পানি তার গ্রাহকদের জন্য ১২ ভোল্টের ব্যাটারি তৈরি করছে । এখানে মূলত কোম্পানি বেদে ১২ ভোল্টের ব্যাটারির দাম কম বেশি হতে পারে । এখন আমরা সেরা কিছু অটো রিক্সা ১২ ভোল্ট ব্যাটারির দাম সম্পর্কিত তথ্য জানবো । তাই নিচের ছকটি ফলো করতে থাকুন ।
ব্যাটারির নাম | ক্ষমতা | ধরণ | মূল্য |
---|---|---|---|
Rimso 6RBT | 180Ah | Tubular | 20,000 |
Lucas Appliance AP-120 | 120Ah | – | 17,300 |
Spark XP-100 | 100Ah | – | 12,800 |
Hamko HPD-130 | 130Ah | – | 16,000 |
Eastern Extra Power | 120Ah | – | 15,500 |
Long Ran ITB | 220Ah | Tubular | 23,500 |
Rimso 6RBT | 200Ah | Tubular | 21,500 |
Luminous | 200Ah | Tubular | 25,500 |
Rahimafrooz RTB 200 | 200Ah | Tall Tubular | 30,000 |
Saif Power STB-200 | 200Ah | Tall Tubular | 29,000 |
আপনি যদি কখনো চিন্তা করেন অটো রিক্সার জন্য ১২ ভোল্টের ব্যাটারি কিনবেন তাহলে চেষ্টা করবেন উল্লেখিত ১২ ভোল্টের ব্যাটারি গুলো ব্যবহার করার জন্য । এই ব্যাটারিগুলো আপনার উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । তাই আপনি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
হামকো অটো রিকশার ব্যাটারি দাম
বর্তমানে যারা নিয়মিত অটো রিক্সা চালান তাদের অবশ্যই ধারণা আছে হামকো অটো রিক্সা ব্যাটারি সম্পর্কে । এই ব্যাটারিগুলো দেখা যাবে বেশিরভাগ অটো রিকশায় ব্যবহার করা হয় । মূলত এই ব্যাটারিগুলো ব্যবহার করলে আপনি অল্প সময়ে ফুল চার্জ করতে পারবেন এবং সারাদিন অটো রিক্সা চালাতে পারবেন ।
আপনার আশপাশে যারা অটো রিক্সা চালায় তাদের যদি ব্যাটারিগুলো চেক করে দেখেন তাহলে অবশ্যই হামকো অটো রিক্সা ব্যাটারি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে । কিছু কিছু ক্ষেত্রে অন্য কোম্পানির ব্যাটারি ব্যবহার করা হয় । এটা মূলত ব্যক্তির স্বাধীনতার উপর ভিত্তি করে ব্যাটারি বাছাই করা হয় ।
হামকো অটোরিকশা ব্যাটারি দাম মূলত বিভিন্ন ভোল্ট এবং মডেলের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখন আমরা সেরা কিছু হামকো টু রিক্সা ব্যাটারির দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে তা নিচে তুলে ধরা হলো ।
ব্যাটারির মডেল | ব্যাটারির দাম |
---|---|
Hamko HPD-60 | 9,700 |
Hamko HPD-130 | 16,000 |
Hamko HPD 200Ah | 23,400 |
Hamko 12V 55AH | 9,500 |
Hamko NS60L | 6,500 |
Hamko HPD 210G | 25,900 |
রহিম আফরোজ অটোরিক্সা ব্যাটারি দাম
বর্তমানে বাজারে অটো রিক্সার জন্য যতগুলো কোম্পানি ব্যাটারি তৈরি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে রহিম আফরোজ অটো রিক্সা ব্যাটারি । এই ব্যাটারিগুলো আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন । সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা আপনাকে উচ্চ কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি কম দামে দিবে ।
আমরা মার্কেটএ বিভিন্ন মডেলের এবং ভোল্ট এর উপর ভিত্তি করে রহিম আফরোজ ব্যাটারি পাই । মূলত এখানে এর উপর ভিত্তি করে রহিম আফরোজ অটো রিক্সা ব্যাটারির দাম নির্ধারণ করা যায় । এখন আমরা সেরা কিছু রহিম আফরোজ ব্যাটারির দাম সম্পর্কে তথ্য জানবো ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টএ আমরা অটো রিক্সা ব্যাটারির দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছি । এখানে আমরা বর্তমান সময়কার বহুল ব্যবহৃত হামকো অটোরিকশা ব্যাটারি এবং রহিম আফরোজ অটোরিক্স ব্যাটারির দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া অটো রিক্সার ১২ ভোল্টের বিভিন্ন কোম্পানির ব্যাটারির দাম সম্পর্কে আমরা আজকের পোস্টে জেনেছি । আপনি চাইলে উল্লেখিত যেকোনো একটি অটো রিক্সার ব্যাটারি কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান । ধন্যবাদ ।