আপনি কি আজকের বিকাশ রেট দুবাই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা জানতে পারবো বর্তমানে দুবাইতে বিকাশের কত টাকা রেট দেওয়া হয় এবং দুবাই থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে ।
বর্তমানে আমাদের দেশে অসংখ্য মানুষ শিক্ষিত রয়েছে কিন্তু তাদের চাকরির সুব্যবস্থা নেই । মূলত এখানে শিক্ষিত হারের তুলনায় চাকরির হার খুবই কম । দেখা গেল পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষিত হয়ে ভালো মানের চাকরির না পাওয়ার পর আমরা বেশিরভাগ মানুষ হতাশায় ভুগতে থাকি ।
আপনি যদি নিজের সফল ক্যারিয়ার ও পরিবারের সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে টাকা উপার্জন করতে হবে । আমরা যখন দেখা যায় শিক্ষিত হওয়ার পরেও ভালো চাকরি পাই না । তখন বিদেশে গিয়ে অর্থ উপার্জন করার জন্য পা বাড়াই ।
আরও পড়ুন ➝ সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে
আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ গুলোতে যাওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করি । মূলত বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং সেই দেশের উন্নত শহরের নাম হচ্ছে দুবাই । আমরা সবচেয়ে বেশি দুবাই গিয়ে অর্থ উপার্জন করার জন্য বেশি আগ্রহী ।
আপনি যদি কখনো দুবাই যান অথবা ইতিমধ্যে দুবাই অবস্থান করছেন তাহলে অবশ্যই জানার দরকার দুবাই থেকে কিভাবে বিকাশে টাকা পাঠানো যায় । কেননা আপনি যদি মানি ট্রান্সফারের মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে দুই তিন দিন সময় লাগবে । কিন্তু বিকাশের মাধ্যমে আপনি মুহুর্তের মধ্যে টাকা পাঠাতে পারবেন ।
তাছাড়া বর্তমানে বিকাশ কত টাকা করে দুবাইয়ের মুদ্রার রেট দিচ্ছে সে সম্পর্কেও জানা দরকার । যদি আমরা মুদ্রা রেট সম্পর্কে বেশি পাই তাহলে অবশ্যই বিকাশ ব্যবহার করব । এখন আমরা এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
দুবাই টাকার রেট বিকাশ ২০২৪
আমরা যারা দুবাই প্রবাসী আছি দেখা গেল হঠাৎ কোনো বিপদ দেখা দিল অথবা কারো জন্মদিন বিবাহ বার্ষিকী অথবা বিয়ে ইত্যাদি কারণে ইমারজেন্সি টাকা পাঠানো দরকার হয় । তখন আপনি যদি মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠান সেই টাকা হাতে পৌঁছাতে আপনার সময় লাগবে ২-৩ দিনের মতো কিন্তু আপনার টাকা ইমার্জেন্সি দরকার ।
আমরা মূলত ওই সময়টার জন্য বিভিন্ন বাংলাদেশি অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ । যার মাধ্যমে আপনি দুবাই থেকে মুহূর্তের মধ্যে বাংলাদেশ টাকা পাঠাতে পারবেন । আপনার যে প্রয়োজনে টাকার দরকার সেই প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবহার করতে পারবেন ।
আরও পড়ুন ➝ সরকারি ভাবে জাপান যাওয়ার উপায়
তবে আমরা দুবাই থেকে বিকাশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই জেনে নিব বিকাশ দুবাই দিরহাম রেট কত টাকা করে দেয় । সর্বশেষ আপডেট মোতাবেক আমরা জানতে পারি দুবাই এক দিরহাম সমান বিকাশ ৩২ টাকা ১০ পয়সা দিয়ে থাকে । যা বলা যায় অন্যান্য ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং থেকে অনেক বেশি দেয় ।
আজকের বিকাশ রেট দুবাই
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দুবাইয়ের আন্তর্জাতিক মুদ্রার নাম দিরহাম এবং বর্তমানে এক দিরহাম সমান ৩২ টাকা ১০ পয়সা বিকাশ দিয়ে থাকে । কিন্তু ১০ দিরহাম, ৫০ দিরহাম, ১০০ দিরহাম, ২০০ দিরহাম, ৫০০ দিরহাম, ১০০০ দিরহাম, ১৫০০ দিরহাম এবং ২০০০ দিরহাম সমান কত টাকা । এ সম্পর্কিত একটি ছক নিম্নে উল্লেখ করা হলো ।
দুবাই দিরহাম | বিকাশ রেট |
দুবাই ১ দিরহাম | বিকাশ ৩২ টাকা ১০ পয়সা |
দুবাই ১০ দিরহাম | বিকাশ ৩২১ টাকা |
দুবাই ৫০ দিরহাম | বিকাশ ১৬০৫ টাকা |
দুবাই ১০০ দিরহাম | বিকাশ ৩২১০ টাকা |
দুবাই ২০০ দিরহাম | বিকাশ ৬৪২০ টাকা |
দুবাই ৫০০ দিরহাম | বিকাশ ১৬০৫০ টাকা |
দুবাই ১০০০ দিরহাম | বিকাশ ৩২১০০ টাকা |
দুবাইয়ের ১ টাকা বিকাশ কত টাকা
আমাদের অনেকের ধারণা দুবাইয়ের মুদ্রার নাম টাকা । টাকা হচ্ছে আমাদের বাংলাদেশের মুদ্রার নাম । দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিরহাম । কিন্তু আমরা চাইলে কথার কথা হিসেবে দুবাই এক টাকা সমান বাংলাদেশের বিকাশ কত টাকা বলতে পারি । বর্তমানে দুবাই ১ টাকা সমান বিকাশ ৩২ টাকা ১০ পয়সা দিয়ে থাকে ।
দুবাইয়ের ১০০ টাকা বিকাশ কত টাকা
আমরা জানি দুবাই ১ টাকা সমান বিকাশ ৩২ টাকা ১০ পয়সা তাহলে দুবাই ১০০ টাকা সমান বিকাশের কত টাকা হতে পারে । এর জন্য আপনি ফোনের ক্যালকুলেটরে যাবেন এবং সেখানে গিয়ে ৩২.১০×১০০ গুণ করব । আমরা গুণ করার পর পাই দুবাই ১০০ টাকা সমান বিকাশের ৩২১০ টাকা ।
দুবাইয়ের ৫০০ টাকা বিকাশ কত টাকা
যদি দুবাই ১ টাকা সমান বিকাশের ৩২ টাকা ১০ পয়সা ধরা হয় তাহলে দুবাই ৫০০ টাকা সমান বিকাশ কত টাকা হতে পারে । তা জানার জন্য আমরা অন্যের ক্যালকুলেটর থেকে ৩২.১০×৫০০ গুণ করলেই সঠিক উত্তর পেয়ে যাবে । অতঃপর গুণ করার পর আমরা পাই দুবাই ৫০০ টাকা সমান বিকাশের ১৬০৫০ টাকা ।
দুবাইয়ের ১০০০ টাকা বিকাশ কত টাকা
আপনার হাতে যদি দুবাই ১০০০ টাকা থাকে তাহলে সেই টাকা বাংলাদেশে বিকাশে পাঠালে কত টাকা হবে । তা জানার জন্য ফোনের ক্যালকুলেটর যাবেন এবং সেখানে গিয়ে ৩২.১০×১০০০ গুণ করবেন তাহলে সঠিক উত্তর জেনে যাবেন । আমরা গুণ করার পর পাই দুবাই ১০০০ টাকা সমান বিকাশের ৩২,০০০ টাকা ।
দুবাই থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
আমরা অনেকে দুবাই থেকে বাংলাদেশ বিকাশে টাকা পাঠাতে চাই কিন্তু কিভাবে পাঠাবো সে সম্পর্কে জানিনা । আপনি চাইলেই দুবাইতে গিয়ে বিকাশ ব্যবহার করতে পারবেন না । কারণ বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করার জন্য প্রযোজ্য ।
আপনি যদি দুবাই থেকে বাংলাদেশে বিকাশে টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই দুবাই বিকাশ এজেন্ট কোথায় রয়েছে তা জানতে হবে । বিকাশ তার গ্রাহকদের জন্য রেমিট্যান্স সেবা প্রদান করার লক্ষ্যে দুবাইতে লাখ লাখ এজেন্ট রেখেছে । আপনি শুধুমাত্র ওই এজেন্টের কাছে যাবেন তাহলেই হবে ।
তারপর সেখানকার কর্তব্যরত এজেন্ট কে বলবেন আমি বাংলাদেশের বিকাশে টাকা পাঠাতে চাই । অতঃপর সেই ব্যক্তি আপনাকে যেই একাউন্টে টাকা পাঠাবেন তার নাম্বার জানতে চাইবে এবং কত টাকা দিবেন সেটি উল্লেখ করবেন । তাহলে দেখতে পাবেন সেই এজেন্ট মুহূর্তের মধ্যে আপনার কাঙ্কিত ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দিয়েছে ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা আজকের দুবাই বিকাশে রেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছি । আপনি যদি কখনো দুবাই থেকে বাংলাদেশের টাকা পাঠাত চান তাহলে উপরে উল্লেখ করা স্টেপগুলো ফলো করুন । আশা করি আপনি দুবাই থেকে বিকাশে টাকা খুব সহজে পাঠাতে পারবেন ।
সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।