সম্পূর্ণ ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক । এই ব্যাংকটি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক । বর্তমানে লাখ লাখ গ্রাহক রয়েছে ইসলামী ব্যাংকের । তাই আমরা যারা নতুন তারা জানতে চাই ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ।
আমরা সাধারণত ব্যাংক একাউন্ট খুলি আমাদের উপার্জিত অর্থ ব্যাংকে জমা রাখার জন্য । সেটা হতে পারে সেভিংস অথবা ডিপোজিট ইত্যাদি । তাছাড়া আমরা যে কোন বিপদের সময় প্রয়োজনে ব্যাংক থেকে বিভিন্ন লোন নিতে পারি । যা আমাদের বিপদের হাতিয়ার হিসেবে দাঁড়ায় ।
আরও পড়ুন ➝ সিটি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার উপায়
আমাদের বাংলাদেশে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে । কিন্তু ইসলামী ব্যাংক যেহেতু ইসলামিক শরিয়াহ মোতাবেক পরিচালিত একটি ব্যাংক তাই মুসলিম সম্প্রদায় ভুক্ত ব্যক্তিগণ এখান থেকে বেশি পরিমাণে একাউন্ট তৈরি করার আগ্রহ প্রকাশ করেন । কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হয় ।
এখন আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব । আপনি যদি ইতিমধ্যে ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকুন । তো চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক ।
ইসলামী ব্যাংকে কি কি একাউন্ট রয়েছে
আমরা সবাই জানি ইসলামী ব্যাংক সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক ।কিন্তু এই ব্যাংকে আপনি কোন কোন একাউন্ট খুলতে পারবেন সে সম্পর্কে আমরা অনেকে জানিনা । আমরা বেশিরভাগ মানুষ কি করি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট একাউন্ট ইত্যাদির নাম সম্পর্কে শুনে থাকি ।
কিন্তু আপনি জানলে অবাক হবেন ইসলাম ব্যাংকে অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে । প্রায় প্রতিটি অ্যাকাউন্ট আপনার দৈনন্দিন জীবনে ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে লাগতে পারে । তাই আমাদের প্রতিটি অ্যাকাউন্ট সম্পর্কে জানা দরকার । এখন ইসলামী ব্যাংকে কোন কোন একাউন্ট রয়েছে তা নিচে তুলে ধরা হলো ।
- আল-ওয়াদিয়াহ কারেন্ট একাউন্ট
- মুদারাবা স্পেশাল নোটিশ একাউন্ট (MSNA)
- মুদারাবা পেরোল একাউন্ট
- মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্ট (MFCD)
- মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট একাউন্ট (MWCDA)
- মুদারাবা উপহার ডিপোজিট
- মুদারাবা প্রায়োরিটি সেভিংস একাউন্ট
- সেভিংস একাউন্টস
- মুদারাবা সেভিংস একাউন্ট (MSA)
- স্টুডেন্টস মুদারাবা সেভিংস একাউন্ট (SMSA)
- মুদারাবা ফার্মার্স সেভিংস একাউন্ট (MFSA)
- মুদারাবা ইন্ড্রাস্ট্রিয়াল এমপ্লয়ীজ সেভিংস একাউন্ট (MIESA)
- মুদারাবা স্কুল স্টুডেন্টস সেভিংস একাউন্ট
- মান্থলি সেভিংস স্কিমস
- মুদারাবা স্পেশাল সেভিংস (পেনশন) একাউন্ট (MSSA)
- মুদারাবা মোহর সেভিংস একাউন্ট (MMSA)
- মুদারাবা হজ্ব সেভিংস একাউন্ট (MHSA)
- মুদারাবা বিবাহ সেভিংস
- মুদারাবা এডুকেশন সেভিংস স্কিম
- মুদারাবা এক্সপ্যাটরিয়েট হাউজিং ডিপোজিট স্কিম (MEHDS)
- টার্ম (ফিক্সড) ডিপোজিট
- মুদারাবা টার্ম ডিপোজিট একাউন্ট (MTDR)
- মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট একাউন্ট (MMPDA)
- মুদারাবা সেভিংস বন্ড (MSB)
- মুদারাবা এনআরবি সেভিংস বন্ড (MNSB)
- মুদারাবা সিনিয়র
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইসলামী ব্যাংকে কোন কোন ধরনের অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো । এখন কিভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায় সে সম্পর্কে জানা দরকার । আমরা যদি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাই তাহলে প্রথমে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে ।
আরও পড়ুন ➝ ব্র্যাক ব্যাংক হোম লোন নেওয়ার উপায়
এমন না যে শুধুমাত্র ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করার জন্য আপনাকে কাগজপত্র দিতে হবে । আপনি বাংলাদেশের যে কোন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন না কেন আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে । এখন নিচে উল্লেখ করা হলো কোন কোন কাগজপত্র থাকলে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায় ।
- এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- এক কপি নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- এক কপি নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- ট্রেড লাইসেন্স এর ফটোকপি (ব্যবসায়িক ক্ষেত্রে)
- প্রতিষ্ঠানের চুক্তিনামা পত্র ফটোকপি (ব্যবসায়িক ক্ষেত্রে)
- বাসা বাড়ির ইউনিটি বিল এর ফটোকপি
- মিনিমাম ১০০০ টাকা একাউন্টে ডিপোজিট করা
আপনি যদি সম্পূর্ণ নতুন অবস্থায় ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে উল্লেখিত কাগজপত্র প্রথমে সংগ্রহ করুন । অতঃপর আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক ব্রাঞ্চ এ গিয়ে সেখানকার কর্তব্যরত কর্মকর্তার সাথে কথা বলে ইসলামী ব্যাংক একাউন্ট খুলে নিন ।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
আমরা বেশিরভাগ মানুষ ব্যাংকের টাকা জমাতে খুব পছন্দ করি । আবার প্রয়োজনে ওই টাকা যে কোন সময় মত তুলতে পারি । মূলত এ ধরনের অ্যাকাউন্ট কে সেভিংস একাউন্ট বলা হয়ে থাকে । বর্তমান ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি পরিমাণে যে একাউন্ট খোলা হয় তা হচ্ছে ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট ।
আপনি যদি ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে নিকটস্থ ইসলামী ব্যাংক ব্রাঞ্চে চলে যাবেন । তবে সেখানে যাওয়ার পূর্বে নিচে উল্লেখ করা কাগজপত্রগুলো সংগ্রহ করে তারপর যাবেন । এখন নিচে তুলে দাঁড়ালো ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র ।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- নমিনির জাতীয় পরিচয় পত্র ফটো কপি
- নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর প্রধান
- সর্বনিম্ন ১০০০ টাকা একাউন্টে ডিপোজিট
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খুলতে পারেন ।মূলত এই একাউন্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য প্রযোজ্য । এই একাউন্টের মাধ্যমে আপনি প্রতিদিন যত ইচ্ছা তত টাকা লেনদেন করতে পারবেন তার কোন লিমিটেশন নেই ।
তাই আপনার ব্যবসাকে চলমান করার জন্য অর্থাৎ অনলাইন মুখি পরিচালনা করার জন্য অবশ্যই ইসলামী ব্যাংকের একটি কারেন্ট একাউন্ট থাকা দরকার । এখন ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র নিচে খুলে ধরা হলো ।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- নমিনির জাতীয় পরিচয় পত্র ফটোকপি
- নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফটোকপি
- ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা ভাড়া চুক্তিনামা
- ব্যাংক প্রদত্ত কাগজপত্র প্রয়োজনীয় স্বাক্ষর
- একাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকার ডিপোজিট
আপনি যদি ইতিমধ্যে একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং সিদ্ধান্ত নিয়ে থাকেন ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খুলবেন । তাহলে উল্লেখিত কাগজপত্র প্রথম সংগ্রহ করুন । অতঃপর আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন ।
ইসলামী ব্যাংক প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন তাহলে ওই প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খুলতে পারবেন । এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে । ঐ সকল ডকুমেন্টের নাম গুলো নিচে তুলে ধরা হলো ।
- শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি দ্বারা রেজুলেশন থাকতে হবে
- হিসাব পরিচালকের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট এর ফটোকপি
- কোম্পানি হলে মেমোরেন্ডাম আর্টিকেল অব এসোসিয়েশন সত্যায়িত অনুলিপি
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টটিতে আমরা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি । তাছাড়া এই ব্যাংকে কি কি একাউন্ট রয়েছে সে সম্পর্কেও জেনেছি । আপনি যদি কখনো ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চান তাহলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবস আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান । ধন্যবাদ ।
 
					 
		 
    ![কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২৫ [বিস্তারিত সবকিছু] 16 কৃষি ব্যাংক ঋণ সুদের হার ২০২৪](https://factbn.com/wp-content/uploads/2024/06/কৃষি-ব্যাংক-ঋণ-সুদের-হার-২০২৪.webp) 
    ![পল্লী সঞ্চয় ব্যাংক কি সরকারি ব্যাংক [বিস্তারিত জানুন] 18 পল্লী সঞ্চয় ব্যাংক কি সরকারি ব্যাংক](https://factbn.com/wp-content/uploads/2024/06/পল্লী-সঞ্চয়-ব্যাংক-কি-সরকারি-ব্যাংক.webp) 
    ![বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক [বিস্তারিত জানুন] 20 বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক](https://factbn.com/wp-content/uploads/2024/06/বিনা-জামানতে-ঋণ-দেয়-কোন-ব্যাংক.webp) 
     
    