আমাদের অনেক ভাই ও বোন এনা পরিবহন বাসের সকল কাউন্টার নাম্বার সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম বিলাসবহুল ও দ্রুতগতির বাস সার্ভিস এনা পরিবহনের কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা সম্পর্কে ।
বাংলাদেশে অসংখ্য দ্রুতগতির ও বিলাসবহুল বাস সার্ভিস রয়েছে তবে তার মধ্যে অন্যতম ভালো অবস্থানে রয়েছে এনা পরিবহন বাস সার্ভিস । এই বাসগুলো অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ।এর ফলে আপনি এয়ারকন্ডিশন সিস্টেম এবং সম্পূর্ণ ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করার সুযোগ পাবেন ।
বর্তমানে সড়কপথে এনা পরিবহনের দুই ধরনের বাস সার্ভিস পাওয়া যায় । সেগুলো হচ্ছে যথাক্রমে এসি বাস এবং নন এসি বাস । তবে এসি বাসের ভাড়া তুলনামূলক নন এসি বাসের থেকে বেশি হয় । আপনি যদি কখনো উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে যাতায়াত করতে চান তাহলে এনা পরিবহন কোম্পানির এসি বাস সার্ভিস ব্যবহার করুন ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন সড়ক পথে বাসে যাতায়াত করবেন তাহলে অবশ্যই এনা পরিবহন সার্ভিস ব্যবহার করুন । এখন আমরা এই কোম্পানির বাস কাউন্টার সম্পর্কে বিস্তারিত জানবো । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
এনা পরিবহন বাস কোন কোন রুটে চলাচল করে
আমরা যদি সড়ক পথে এনা পরিবহন বাস ব্যবহার করে যাতায়াত করতে চাই তাহলে জানার দরকার হয় এ বাসগুলো কোন কোন রুটে চলাচল করছে । বর্তমানে এনা পরিবহন বেশ কয়েকটি অঞ্চলের রোডে নিয়মিত চলাচল করছে । এখন নিম্নে সেই রোড গুলো উল্লেখ করা হলো ।
- ঢাকা সড়ক রোড
- চট্টগ্রাম সড়ক রোড
- কক্সবাজার সড়ক রোড
- রংপুর সড়ক রোড
উপরে উল্লেখ করা চারটি সড়ক রোডে আপাতত এনা পরিবহন বাস নিয়মিত চলাচল করছে । আপনি যদি কখনো উপরোক্ত স্থানগুলোতে বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এনা পরিবহনের বাস গুলো ব্যবহার করুন ।
এনা পরিবহন বাসের সকল কাউন্টার নাম্বার
আপনি যদি কখনো এনা পরিবহন বাসের অগ্রিম টিকিট কাটতে চান তাহলে অবশ্যই বাস কাউন্টার নাম্বারে ফোন দেয়া দরকার হবে । বিশেষ করে ঈদ মৌসুমে বাস কাউন্টার নাম্বারে ফোন করে অগ্রিম টিকিট কাটার প্রয়োজন হয় । কেননা টিকিট যেকোনো সময় ফুরিয়ে যেতে পারে । এর ফলে আপনি সঠিক সময়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন কত
তাছাড়া অনেক সময় এনা পরিবহন বাসের সময়সূচি পরিবর্তন হয় তখন নতুন সময়সূচি সম্পর্কে জানার আপনার দরকার হয় । আপনি যদি এনা পরিবহন বাস কাউন্টার নাম্বারে ফোন দেন তাহলে নতুন সময়সূচির সিডিউল সম্পর্কে জানতে পারেন । এখন আমরা এনা পরিবহনের কয়েকটি বাস কাউন্টার নাম্বার সম্পর্কে জানব ।
এনা পরিবহন ঢাকা বাস কাউন্টার নাম্বার
এনা পরিবহন কোম্পানির প্রধান বাস কাউন্টার ঢাকায় অবস্থিত । ঢাকাতে এই বাসের চারটি কাউন্টার রয়েছে । এখন আমরা ওই কাউন্টার গুলোর যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে তা নিম্নে উল্লেখ করা হলো ।
স্থানের নাম | কাউন্টার নাম্বার |
মহাখালী বাস টার্মিনাল | ০১৯৫৮-১৩৫২১৭ |
মহাখালী-এসি | ০১৯৫৮-১৩৫১৫১ |
মহাখালী-সিলেট | ০১৯৫৮-১৩৫১৪৮ |
মহাখালি-বিয়ানীবাজার | ০১৯৫৮-১৩৫১৪৯ |
এনা পরিবহন কক্সবাজার বাস কাউন্টার নাম্বার
বর্তমানে কক্সবাজারে এনা পরিবহন বাস সার্ভিসের কাউন্টার রয়েছে । আপনি যদি কখনো কক্সবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এনা পরিবহনের কাউন্টার নাম্বারে ফোন করার দরকার হবে । এখন নিম্নে এনা পরিবহনের কক্সবাজার কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করা হলো ।
স্থানের নাম | কাউন্টার নাম্বার |
ডলফিন মোড় | ০১৯৫৮-১৩৫২১৩ |
কক্সবাজার লিংক রোড | ০১৯৫৮-১৩৫২১৪ |
কক্সবাজার টার্মিনাল | ০১৮১৯-৮৪৩৫৯৬ |
কক্সবাজার রামু | ০১৮১২-৩৪০০৬০ |
এনা পরিবহন চট্রগ্রাম বাস কাউন্টার নাম্বার
আমরা যদি চট্টগ্রামের এনা পরিবহনের কাউন্টার নাম্বার সম্পর্কে জানি তাহলে বাসের অগ্রিম টিকিট কাটতে পারব । তাছাড়া বাসের সময়সূচি পরিবর্তন হলে কাউন্টার নাম্বারে যোগাযোগ করে নতুন সময়সূচী জানতে পারবো । এখন নিম্নে এনা পরিবহন চট্টগ্রাম কাউন্টারের যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করা হলো ।
স্থানের নাম | কাউন্টার নাম্বার |
নেভীগেইট | ০১৮৬৯-৮০২৭৪৩ |
দামপাড়া | ০১৯৫৮-১৩৫১৬৬ |
সীতাকুণ্ড | ০১৮৬৯-৮০২৭৪৬ |
এনা পরিবহন রংপুর বাস কাউন্টার নাম্বার
আপনি যদি নিয়মিত রংপুর টু ঢাকা অথবা রংপুর টু চট্টগ্রাম বা রংপুর টু কক্সবাজার বাসে যাতায়াত করেন তাহলে অবশ্যই এনা পরিবহন সার্ভিস ব্যবহার করুন । তাহলে আপনি কম খরচে আপনার যাতায়াত সম্পন্ন করতে পারবেন । এখন আমরা নিম্নে এনা পরিবহন রংপুর কাউন্টারের যোগাযোগ ঠিকানা ও মোবাইল নাম্বার সম্পর্কে জানব ।
স্থানের নাম | কাউন্টার নাম্বার |
নাগেশ্বরী | ০১৯৫৮-১৩৫১৯৮ |
ঠাকুরগাও বঙ্গবন্ধু রোড | ০১৯৫৮-১৩৫১৮৪ |
রংপুর কামাড়পাড়া | ০১৯৫৮-১৩৫২১৮ |
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম দ্রুতগতির ও বিলাসবহুল বাস সার্ভিস এনা পরিবহনের কয়েকটি কাউন্টার নাম্বারের যোগাযোগ ঠিকানা ও মোবাইল নাম্বার সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ঢাকা-চট্টগ্রাম, রংপুর ও কক্সবাজার সড়ক পথে বাসে যাতায়াত করতে যান তাহলে অবশ্যই এনা পরিবহন বাস সার্ভিস ব্যবহার করেন । তাহলে কম খরচে সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটারে পোস্টটি শেয়ার করতে পারেন । আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।
ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ একটা ব্লগ লিখার জন্য ব্লগ টি সবার অনেক উপকারে আসবে
আপনাকেও ধন্যবাদ ।