আপনি কি এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর সময়সূচী খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে চাঁদপুর লঞ্চের চলাচল করার জন্য এম. ভি. ঈগল-৭ লঞ্চের ভাড়া, টিকিট বুকিং ও সময়সূচি সম্পর্কে ।
আমরা বেশিরভাগ মানুষ ঢাকা টু চাঁদপুর বাস অথবা মাইক্রো ব্যবহার করে চলাচল করি । তবে কেউ কেউ তাদের ব্যক্তিগত সুবিধা ও নিরাপত্তার স্বার্থে রেলপথের ট্রেনে যাতায়াত করেন । কিন্তু আমি আপনাকে সাজেশন হিসেবে বলছি আপনি বাস, মাইক্রো অথবা ট্রেন ব্যবহার না করে লঞ্চে করে ঢাকা টু চাঁদপুর চলাচল করুন ।
এখন অনেক ভাই ও বোন আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমরা শুধু শুধু বাস মাইক্রো অথবা ট্রেনের যাতায়াত না করে লঞ্চে কেন যাতায়াত করব? হ্যাঁ, আপনার উত্তরটি খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি । কিন্তু আপনি যদি অল্প টাকা খরচ করে এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাহলে আমার মতে লঞ্চে যাতায়াত করা সবচেয়ে ভালো হয় ।
আরও পড়ুন ➝ কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়
সাধারণভাবে বাস, মাইক্রো অথবা ট্রেনে যাতায়াত করলে যত টাকা খরচ হবে তার চেয়ে অর্ধেক খরচে আপনি ঢাকা টু চাঁদপুর চলাচল করতে পারবেন । আমাদের বেশিরভাগ মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না । কিন্তু আমরা চাই সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য । মূলত যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই এবং সঠিক সময়ে গন্তব্য স্থলে যেতে চাচ্ছেন তারাই ঢাকা টু চাঁদপুর যাতায়াত করার জন্য লঞ্চ ব্যবহার করুন ।
আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন ঢাকা থেকে চাঁদপুর নদী পথে যাতায়াত করার জন্য লঞ্চ সার্ভিস ব্যবহার করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
এম. ভি. ঈগল-৭ লঞ্চ কোন কোন রুটে চলে
আমরা জানি ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে যাতায়াত করার জন্য অসংখ্য লঞ্চ নিয়মিত চলাচল করছে । কিন্তু সেই সকল লঞ্চগুলো থেকে খুবই ভালো সার্ভিস এবং অল্প টাকা খরচ করে যাতায়াত করা যাচ্ছে এম. ভি. ঈগল-৭ লঞ্চে । এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে এই লঞ্চ টি কোন কোন রুটে চলে?
আপনি যদি এম. ভি. ঈগল-৭ লঞ্চের একজন নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে এই বিষয়ে জানা অতীব জরুরী । বর্তমানে এম. ভি. ঈগল-৭ লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকা নিয়মিত চলাচল করছে । তাই এ থেকে বলা যায় এই লঞ্চটি আপাতত আর কোন রুটে চলাচল করছে না ।
এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর সময়সূচী
আমরা যদি চাই সঠিক সময়ে ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে করে পৌঁছাতে তাহলে অবশ্যই লঞ্চের সময়সূচি সম্পর্কে জানার দরকার হবে । আপনি যদি লঞ্চের সময়সূচি সম্পর্কে জানেন তাহলে সঠিক সময়ে লঞ্চঘাটে যেতে পারবেন এবং পছন্দের লঞ্চ ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন । এখন এই লঞ্চের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো ।
স্থানের নাম | ছাড়ার সময় | গন্তব্য স্থলের নাম |
ঢাকা | দুপুর ২ঃ৩০ মিনিট | চাঁদপুর |
চাঁদপুর | সকাল ৮ঃ০০ টা | ঢাকা |
এম. ভি. ঈগল-৭ লঞ্চ দুপুর ০২ঃ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে চাঁদপুর পৌছার উদ্দেশ্যে ।
আবার সকাল ০৮ঃ০০ টার সময় এম. ভি. ঈগল-৭ লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকা পৌঁছার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ।
আরও পড়ুন ➝ কানাডা কৃষি ভিসা খরচ কত ও বেতন কত
এখানে উল্লেখ করা সময় সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময় সুচি লঞ্চ কর্তৃপক্ষ চাইলে যে কোন সময় পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য লঞ্চঘাটে যোগাযোগ করুন ।
এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর ভাড়া
এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর ভাড়া সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে আপনি সবচেয়ে কম দামি সিট থেকে সবচেয়ে বেশি দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন আমরা এই লঞ্চের জন্য কোন সিটের ভাড়া কত টাকা সে সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে তা নিম্নে উল্লেখ করা হলো ।
সিটের নাম | সিটের ভাড়া |
ডেক | ২০০ টাকা |
ইকোনমি ক্লাস | ২৫০ টাকা |
চেয়ার এসি ক্লাস | ৩৫০ টাকা |
সিঙ্গেল নন এসি কেবিন | ৭০০ টাকা |
সিঙ্গেল এসি কেবিন | ৮০০ টাকা |
ডাবল নন এসি কেবিন | ১৩০০ টাকা |
ডাবল এসি কেবিন | ১৫০০ টাকা |
ফ্যামিলি কেবিল | ২০০০ টাকা |
ভিআইপি কেবিন | ২৫০০ টাকা |
ঢাকা থেকে চাঁদপুর নদী পথে চলাচলকারী এম. ভি. ঈগল-৭ লঞ্চের ভাড়া হচ্ছে যথাক্রমে ভিআইপি কেবিন ২৫০০ টাকা, ফ্যামিলি কেবিল ২০০০ টাকা, ডাবল এসি কেবিন ১৫০০ টাকা, ডাবল নন এসি কেবিন ১৩০০ টাকা, সিঙ্গেল এসি কেবিন ৮০০ টাকা এবং সিঙ্গেল নন এসি কেবিন ৭০০ টাকা ।
তাছাড়া ঢাকা টু চাঁদপুর এম. ভি. ঈগল-৭ লঞ্চের আরো অন্যান্য সিটের ভাড়া হচ্ছে যথাক্রমে ডেকের ভাড়া ২০০ টাকা, ইকোনমি ক্লাস ২৫০ টাকা এবং চেয়ার এ সি ক্লাস ৩৫০ টাকা । এখানে উল্লেখ করা সিটগুলো থেকে আপনার পছন্দের সিট বাছাই করুন । তারপর সেই সিটের টিকিট কেটে ঢাকা টু চাঁদপুর যাতায়াত সম্পন্ন করুন ।
এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর টিকেট বুকিং
আপনি যদি এম. ভি. ঈগল-৭ লঞ্চের ঢাকা থেকে চাঁদপুর অগ্রিম টিকিট কাটতে চান তাহলে অবশ্যই যোগাযোগ নাম্বারে ফোন দেয়ার দরকার হবে । তাছাড়া অনেক সময় দেখা যায় লঞ্চের সময়সূচি পরিবর্তন হয় তখন নতুন শিডিউলের জন্য আবার লঞ্চঘাটে ফোন দিয়ে নতুন সময়সূচী জানার দরকার হয় । এখন এই লঞ্চের টিকিট বুকিং সম্পর্কে উল্লেখ করা হলো ।
লঞ্চ নাম | মোবাইল নাম্বার |
এম. ভি. ঈগল ৭ | ০১৭১১-০০৮৭৭৭ |
আপনি যদি কখনো এম. ভি. ঈগল ৭ লঞ্চে চলাচল করার সময় কোন বিপদের সম্মুখীন হন তাহলে অবশ্যই ০১৭১১-০০৮৭৭৭ এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন । তাছাড়া এই লঞ্চের অগ্রিম টিকিট কাটা এবং নতুন সময়সূচী সম্পর্কে জানার জন্য হলেও এই কোম্পানির লঞ্চের যোগাযোগ নাম্বারে ফোন করুন ।
আমাদের শেষ কথা
সুপ্রিয় দর্শক, আজকের পোস্টে আমরা এম. ভি. ঈগল-৭ ব্লক ঢাকা টু চাঁদপুর ভাড়া সময়সূচী ও টিকিট বুকিং সম্পর্কে বিস্তারিত জেনেছি । আপনি যদি কখনো ঢাকা থেকে চাঁদপুর যাতায়াত করতে চান তাহলে উপরে উল্লেখিত তথ্য ফলো করে আপনার যাতায়াত সম্পন্ন করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।