আপনি কি ওয়ালটন ওভেনের দাম কত টাকা ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আমরা জানতে পারবো ওয়ালটনের জনপ্রিয় বেশ কিছু ইলেকট্রিক ওভেনের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে ।
আমরা জানি রান্নাবান্না করার জন্য প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে । একটা সময় ছিল খাবার রান্না করার জন্য লাকড়ি এবং চুলা ব্যবহার করা হতো । কিন্তু সেই নিয়ম পরিবর্তিত হয়ে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নাবান্না করা হয় । কিন্তু এই প্রযুক্তি আরও আপডেট হয়ে এখন রান্নাবান্না করার জন্য ব্যবহৃত হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসির দাম কত টাকা
বিশেষ করে শহর এলাকাতে বাসা বাড়িতে খাবার রান্না করার জন্য সচরাচর ওভেন ব্যবহার করা হয় । এই পণ্যটি আমাদের খুব দ্রুত রান্না করতে সহায়তা করে । ফলে আমাদের যারা খুব ব্যস্ত মানুষ তারা অল্প সময়ে রান্না করতে পারি । তাই এই পণ্যটি আস্তে আস্তে সারা দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে ।
অনেকে google অথবা ইউটিউবে মাইক্রোওয়েভ ওভেন দাম লিখে সার্চ করে । তখন আমরা বেশ কিছু আর্টিকেল এবং ভিডিও দেখতে পাই । এই সকল আর্টিকেল এবং ভিডিওর ভিড়ে কোন কোম্পানির ওভেনটি ভালো এবং টেকসই সেটা নির্ধারণ করতে অনেকটা কষ্ট হয়ে যায় । এর ফলে আর আমাদের ওভেন কেনা হয় না ।
বর্তমানে মাইক্রোওয়েভ ওভেনের জন্য বাংলাদেশ অসংখ্য ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । তার মধ্যে অন্যতম একটি দেশীয় প্রতিষ্ঠান হল ওয়ালটন বাংলাদেশ লিমিটেড । তারা তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ওভেন সরবরাহ করে থাকে । এই উভেন গুলো সর্বশেষ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
আপনি যদি ইতিমধ্যে মাইক্রোওয়েভ ওভেন কিনতে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ওয়ালটন আপনার জন্য পারফেক্ট সলিউশন হতে পারে । তাই আপনি যদি ওয়ালটনের মাইক্রো ওভেন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ওয়ালটন ওভেনের দাম কত টাকা ২০২৪
বাজারে ওয়ালটনের অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য রয়েছে যেগুলোর মধ্যে মাইক্রোওয়েভ ওভেন অন্যতম । এই পণ্যগুলোর দাম অন্যান্য ব্র্যান্ডের ওভেনের তুলনায় দামের থেকে অনেক কম । তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের ওভেনের মান থেকে ওয়ালটনের ওভেনের মান তুলনামূলক অনেক বেশি এবং টেকসই হয়ে থাকে ।
ওয়াল্টন ওভেন ব্যবহার করা খুবই সহজ এবং ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে । তাই আমাদের অনেকে ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন কিনতে আগ্রহী । কিন্তু এর দাম কত টাকা সে সম্পর্কে আমরা কিন্তু জানিনা । বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ওয়ালটনের মাইক্রোওয়েভ উভেন রয়েছে ।
আমরা যদি ঐ সকল ওভেনের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে অবগত হই তাহলে অনলাইন অথবা দোকান এবং ওয়ালটনের অফিসিয়াল শোরুম থেকে পণ্যটি কিনতে গেলে সঠিক দামে কিনতে পারব । তবে ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল শোরুম থেকে কিনলে ন্যায্য দামে পাওয়া যায় । তাই অবশ্যই চেষ্টা করবেন অফিসিয়াল শোরুম বা ওয়েবসাইট ব্যবহার করে উভেন কেনার জন্য ।
বর্তমানে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের দাম ৬,০০০ থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত । আপনার বাজেট যত টাকা সে অনুযায়ী আপনি ওয়ালটন থেকে ওভেন কিনতে পারেন । এখানে আপনি যত টাকা বাজেট বাড়াবেন আপনি ঠিক তত কোয়ালিটি সম্পন্ন ওভেন কিনতে পারবেন ।
ওয়ালটন ইলেকট্রিক ওভেনের দাম
সাধারণত ওয়ালটনের তৈরি মাইক্রোওয়েভ ওভেন কে ইলেকট্রিক ওভেন বলা হয়ে থাকে । যেহেতু এই ওভেন গুলোতে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাই একে ইলেকট্রিক ওভেন নামকরণ করা হয়েছে । আপনি যদি বাজার থেকে ওয়ালটনের যে ওভেনটি ক্রয় করবেন সেটি অবশ্যই ইলেকট্রিক হবে ।
অনেকেই ওয়ালটনের তৈরি ইলেকট্রিক ওভেনের দাম কত টাকা সে সম্পর্কে জানতে চান । আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি প্রতিটি ওভেনের মূল্য ৬,০০০ থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে । এখন বেশ কিছু জনপ্রিয় ওভেন মডেল নাম্বার এবং দাম ছক আকারে নিচে উল্লেখ করা হলোঃ
মডেল নাম্বার | ধারণ ক্ষমতা | দাম |
WMWO-X20MXP | 20 Ltr | 6990 Taka |
WMWO-M23ARW | 23 Ltr | 8200 Taka |
WMWO-M20ESK | 20 Ltr | 7000 Taka |
WMWO-G20MXC | 20 Ltr | 9500 Taka |
WMWO-G20XC | 20 Ltr | 10000 Taka |
WG23-CGD | 23 Ltr | 12500 Taka |
WMWO-M28EGN | 28 Ltr | 15500 Taka |
WMWO-G25G3 | 25 Ltr | 14500 Taka |
WMWO-M30AS3 | 30 Ltr | 17500 Taka |
এখানে যতগুলো ওয়ালটনের তৈরি ইলেকট্রিক ওভেনের মডেল ও দাম উল্লেখ করা আছে সেগুলো ওয়ালটন ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই পণ্যগুলো থেকে আপনার যে পণ্যটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন । তবে এখানে একটি বিষয় মনে রাখবেন উপরোক্ত পণ্যগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টটিতে আমরা আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের বেশ কিছু ইলেকট্রনিক ওভেন মডেল নাম্বার ও দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে ওয়ালটন থেকে ওভেন কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত তথ্যগুলো ফলো করুন এবং আলোচিত যে মডেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।