বর্তমানে বাসা বাড়িতেই খাবার সংগ্রহ করার জন্য ওয়ালটন ফ্রিজ ব্যবহার করা হয় । আমাদের অনেকের ফ্যামিলিতে ৩-৪ জন মেম্বার থাকে তাদের জন্য ওয়ালটন ছোট ডিপ ফ্রিজের ব্যবস্থা রয়েছে । তাই তো এখন অনেকেই ওয়ালটন ডিপ ফ্রিজের দাম কত সম্পর্কে জানতে চাই । আপনি যদি এ বিষয়ে জানতে আগ্রহি হোন তাহলে সঠিক জায়গাতে এসেছেন ।
বাংলাদেশে ছোট ডিপ ফ্রিজ সরবরাহ করার জন্য এখন অসংখ্য কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন ডিপ ফ্রিজ, সিঙ্গার ডিপ ফ্রিজ, মিনিস্টার ডিপ ফ্রিজ, যমুনা ডিপ ফ্রিজ এবং ওয়ালটন ডিপ ফ্রিজ । এখানে উল্লেখিত ডিপ ফ্রিজ কোম্পানিগুলোর মধ্য থেকে ওয়ালটনের তৈরি ছোট ডিপ ফ্রিজ ভালো এবং ব্যবহার করা খুবই সহজ ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত
আপনার ফ্যামিলি যদি ছোট হয় তাহলে বড় ফ্রিজ কেনার দরকার নেই । আপনি ছোট ডিপ ফ্রিজ কিনে ব্যবহার করতে পারেন । এই ফ্রিজগুলোর বাজার দাম বড় ফ্রিজের থেকে অনেক কম হয়ে থাকে । তাই আপনার হাতের বাজেট কম হলেও আপনি বাসা বাড়িতে ছোট ডিপ ফ্রিজ কিনতে পারেন ।
আজকের পোস্টে আমরা আলোচনা করব ওয়ালটন ছোট ডিপ ফ্রিজের বেশ কয়েকটি মডেলের নাম এবং দাম সম্পর্কে । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক ।
ওয়ালটন ডিপ ফ্রিজের দাম
বর্তমানে বাজারে ওয়ালটনের অসংখ্য ফ্রিজ রয়েছে যেগুলোর সার্ভিস ও গুণগতমান খুবই ভালো । তবে ওয়ালটন ডিপ ফ্রিজের গুণগত মান অন্যান্য কোম্পানির ছোট ডিপ ফ্রিজের গুণগত মানের থেকে অনেক ভালো । তাছাড়া এই ফ্রিজগুলোর বাজার মূল্য অন্যান্য কোম্পানির ডিপ ফ্রিজের বাজার মূল্য থেকে অনেক কম ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ালটন ডিপ ফ্রিজের ওয়ারেন্টি সার্ভিস অন্যান্য কোম্পানির ডিপ ফ্রিজের ওয়ারেন্টি সার্ভিস থেকে অনেক বেশি পাওয়া যায় । আপনি যদি ওয়ালটন থেকে কোন ডিপ ফ্রিজ কিনেন তাহলে ৩ বছর থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । যা সচরাচর অন্যান্য কোন ইলেকট্রনিক্স কোম্পানিতে পাওয়া যায় না ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি দাম কত
এখন ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২৬,৯৯০ টাকা থেকে শুরু করে ৫৩,৮০০ টাকা পর্যন্ত । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে আপনি ওয়ালটন ছোট ডিপ ফ্রিজ কিনে ব্যবহার করতে পারবেন । তবে একটা বিষয় মনে রাখবেন যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের ফ্রিজ পাবেন ।
ওয়ালটন ডিপ ফ্রিজের মডেল নাম্বার
বর্তমানে ওয়ালটন ডিপ ফ্রিজের অসংখ্য মডেল বাজারে রয়েছে । আমরা যদি ওই সকল ডিপ ফ্রিজের মডেল নাম্বার সম্পর্কে অবগত হই তাহলে খুব সহজেই ওই ফ্রিজের বৈশিষ্ট্য এবং সুবিধা সম্পর্কে জানতে পারব । তাছাড়া ফ্রিজগুলো অনলাইন অথবা ওয়ালটন শোরুম থেকে কিনতে পারবো । এখন বেশ কয়েকটি ডিপ ফ্রিজের মডেল নাম্বার তুলে ধরা হলো ।
- WCF-2T5-RRLX-XX – Tk.34,790
- WCF-2T5-RRLX-GX – Tk.35,290
- WCF-2T5-GDEL-XX – Tk.35,790
- WCF-1B5-GDEL-XX – Tk.26,990
- WCF-1D5-RRXX-XX – Tk.28,890
- WCF-1D5-GDEL-XX – Tk.30,190
- WCF-1D5-GDEL-LX -Tk.30,690
ওয়ালটন ছোট ডিপ ফ্রিজের দাম কত
যাদের ফ্যামিলিতে ৩-৪ জন মেম্বার থাকে তারা মূলত ওয়ালটন ছোট ডিপ ফ্রিজ কিনতে পারেন । এই ফ্রিজগুলোর বাজার মূল্য বড় ফ্রিজের থেকে অনেক কম হয়ে থাকে । আপনার ফ্যামিলিতে মেম্বার যেহেতু কম এবং হাতের বাজেট তেমন নেই তাই আপনার জন্য ওয়ালটন ডিপ ফ্রিজ বেস্ট হতে পারে । এখন বেশ কয়েকটি ফ্রিজের দাম তুলে ধরা হলো ।
WCF-2A0-GSRE-XX-P
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২১০ লিটার
WCG-2E5-EHLC-XX
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২৫৫ লিটার
WCG-2E5-EHLX-XX
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২৫৫ লিটার
WCG-2E5-GDEL-XX
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২৫৫ লিটার
WCG-2E5-GDEL-DD
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২৫৫ লিটার
WCG-3J0-DDXX-XX
ফ্রিজের ধরন — ডিরেক্ট কুল
ক্যাটাগরি — ফ্রোস্ট
ধারন ক্ষমতা — ২৫৫ লিটার
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ওয়ালটন ছোট ডিপ ফ্রিজের বেশ কয়েকটি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ডিপ ফ্রিজ কিনতে আগ্রহী হন তাহলে সবার প্রথমে উপরের ডিপ ফ্রিজগুলো সম্পর্কে জানুন । তারপর আপনার বিশ্বস্ত ডিলারশিপ অথবা ওয়ালটন শোরুম থেকে কাঙ্খিত ফ্রিজটি কিনে আনুন ।
সম্মানিত দর্শক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।