আমাদের অনেক ভাই ও বোন ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত এ সম্পর্কে জানতে চান । বর্তমানে বেশিরভাগ বাসা বাড়িতে ওয়ালটন ফ্রিজ ব্যবহার করা হয় । এর কারণ হচ্ছে ওয়ালটনের ফ্রিজ গুলো উচ্চ উপকরণ দিয়ে তৈরি ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাই বাজারে এখন ওয়ালটন ফ্রিজের ব্যাপক চাহিদা রয়েছে ।
আমরা খাবারকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য ওয়ালটন ফ্রিজ ব্যবহার করে থাকি । তাছাড়া নরমাল পানিকে কিছু সময়ের মধ্যে ঠান্ডা পানিতে রূপান্তর করার জন্য ফ্রিজ ব্যবহার করা হয় । আপনি যদি বেশি পরিমাণে খাবার রান্না করেন অথবা বাজার থেকে কিনে রাখেন তাহলে কিন্তু সেই খাবার খেয়ে শেষ করতে পারবেন না । তখন আপনাকে খাবার অপচয় রোধ করতে হবে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
আপনি যখন ফ্রিজে খাবার রাখবেন তখন ওই খাবারের গুনগতমান অটুট থাকবে । যখন আপনি খাবারটি তৈরি করেছিলেন তখন যে গুণ ছিল ফ্রিজে রাখার পরেও সেই গুণ বজায় থাকবে । আর মূলত এই কারণেই ওয়ালটন ফ্রিজ ১১ সেফটিতে ব্যাপক সাড়া ফেলেছে ।
ইতিমধ্যে ওয়ালটন ১১ সেফটি ফ্রিজ কিনতে আগ্রহী থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম কত
বর্তমানে বাংলাদেশে ফ্রিজ সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, মিনিস্টার ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ এবং যমুনা ফ্রিজ । এই সকল ফ্রিজ থেকে ওয়ালটন ১১ সেফটির ফ্রিজ খুবই উচ্চ উপকরণ দিয়ে তৈরি ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়
এই ফ্রিজ গুলোতে ব্যবহার করা হচ্ছে উচ্চ এনার্জি এফিশিয়েন্সি রেশিও যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে । আপনি যদি কখনো ওয়ালটন ১১ সেফটির ফ্রিজ কিনেন তাহলে আপনাকে ২-৩ বছরের ওয়ারেন্টি সার্ভিস দিবে । তাছাড়া ওয়ালটন এর কম্প্রেসার এর ক্ষেত্রে ৪-৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
বর্তমানে বাজারে ওয়ালটন ১১ সেফটি ফ্রিজ দাম ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকার ভিতরে । আপনার বাজেট যদি এত টাকা হয় তাহলে আপনি ওয়ালটন থেকে ১১ সেফটির ফ্রিজ কিনে আনতে পারেন । তবে একটা বিষয় মনে রাখবেন আপনি যদি ভালো মানের ফ্রিজ কিনতে চান তাহলে কিছু টাকা বেশি খরচ করতে হবে ।
ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি দাম বাংলাদেশ
বর্তমানে বাজারে ওয়ালটন ১১ সেফটি ফ্রিজের অসংখ্য মডেল রয়েছে । তবে এই সকল মডেল গুলো থেকে কোন মডেলটি ভালো সার্ভিস দিচ্ছে এবং দাম তুলনামূলক কম আমরা এখন এ সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ওয়ালটন ফ্রিজ ১১ সেফটির কিছু মডেল নাম্বার ও দাম নিম্নে তুলে ধরা হলো ।
মডেল নং | ধারণ ক্ষমতা | দাম (টাকা) |
WFE 2N5 CRXX XX | 316 Ltr | 30,167 |
WFE 2N5 ELNX XX | 316 Ltr | 30,592 |
WFE 2N5 CRXX XX | 316 Ltr | 31,017 |
WFE 3A2 NXXX XX | 312 Ltr | 31,442 |
WFE 2N5 ELNX XX | 316 Ltr | 31,442 |
WFE 3A2 ELNX XX | 312 Ltr | 30,592 |
WFE 3A2 CRXX XX | 312 Ltr | 31,442 |
WFE 2N5 GDXX XX | 316 Ltr | ৳ 31,867 |
WFC 3X7 NEXX XX | 307 Ltr | 31,017 |
এখানে উল্লেখিত সবগুলো ১১ সেফটি ফ্রিজের মডেল নাম্বার ও দাম ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই ফ্রিজ গুলোর মডেল নাম্বার ও দাম ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় পরিবর্তন করতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা বাংলাদেশের সেরা ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটনের ১১ সেফটি ফ্রিজের কয়েকটি মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি ইতিমধ্যে ১১ সেফটির ফ্রিজ কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ওয়ালটন থেকে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।