আপনি কি ওয়ালটন রাইস কুকারের দাম কত টাকা ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা জানতে পারবো ওয়ালটন রাইস কুকার দাম বিশেষ করে ওয়ালটন ২.৮ লিটার এবং ১.৮ লিটার রাইস কুকারের মূল্য কত টাকা ।
বর্তমানে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের রান্না বান্নার কাজ ও উন্নত হচ্ছে । আগে আমরা মাটির চুলায় ভাত ও তরকারি রান্নাবান্না করতাম । তারপর দিনে দিনে উন্নত হয়ে সেটা গ্যাস বা সিলিন্ডারে পরিণত হয়েছে । কিন্তু এখন আরো রান্নাবান্নার কাজ আপডেট করার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা কাজে লাগিয়ে রাইস কুকার সিস্টেম চালু হয়েছে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ওভেনের দাম কত টাকা
এই রাইস কুকারে বৈদ্যুতিক লাইন ব্যবহার করে আপনি খুব দ্রুত ভাত রান্না করতে পারবেন । এতে আপনার অল্প সময়ে ভাত হয়ে যাবে । অনেকে বাসাবাড়িতে খুবই ব্যস্ত থাকে তাদের দ্রুত রান্নার জন্য এই রাইস কুকার ব্যবহার করা অনেকটা গুরুত্বপূর্ণ । তাই অনেকে বাজারে রাইস কুকারের দাম কত টাকা সে সম্পর্কে জানতে চায় ।
যদিও বা বাজারে অসংখ্য কোম্পানির রাইস কুকার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ওয়ালটন রাইস কুকার । এই কুকার গুলো সম্পূর্ণ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাবেন । তাছাড়া যদি আপনার ব্যবহৃত কুকার নষ্ট হয়ে যায় তাহলে কয়েক বছর পর্যন্ত ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ।
আপনি যদি ইতিমধ্যে রাইস কুকার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ওয়ালটন থেকে কিনতে পারেন । এখন ওয়ালটনের ব্যবহৃত বহুল জনপ্রিয় বেশ কয়েকটি রাইস কুকারে মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আলোচনা করা হবে । তাই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন আমাদের আজকের আলোচনায় যাওয়া যাক ।
ওয়ালটন রাইস কুকারের দাম কত টাকা ২০২৪
আমরা সকলেই জানি ওয়ালটন হলো আমাদের দেশীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান । তাদের অসংখ্য জনপ্রিয় পন্যা রয়েছে যেমনঃ ফ্রিজ, ল্যাপটপ, টিভি, স্মার্টফোন এবং রাইস কুকার । সেই সকল পণ্যগুলোর মধ্যে রাইস কুকার বর্তমানে বহুল জনপ্রিয় হয়ে উঠেছে । যদিও বা বাংলাদেশে অসংখ্য রাইস কুকার ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান রয়েছে ।
ওই সকল প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের রাইস কুকার সরবরাহ করে থাকে । তবে সেগুলোর থেকে ওয়ালটনের যে রাইস কুকার রয়েছে সেগুলো খুবই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এই পণ্যগুলো ব্যবহার করা খুবই সহজ ও দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় । তাইতো অনেকেই ওয়ালটনের রাইস কুকার মূল্য সম্পর্কে জানতে চাই ।
বর্তমানে বাজারে ওয়ালটন রাইস কুকার মূল্য মিনিমাম ২০০০ থেকে শুরু করে ৬০০০-৭০০০ হাজার টাকা পর্যন্ত । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি ওয়ালটন থেকে এই পণ্যটি কিনতে পারেন । এখন আমরা নিচে বেশ কিছু রাইস কুকারের মডেল ও দাম সম্পর্কে জানব ।
ওয়ালটন রাইস কুকার 1.8 লিটার দাম কত টাকা
বর্তমানে বাজারে ওয়ালটনের অসংখ্য 1.8 লিটার রাইস কুকার পাওয়া যায় । ওই সকল রাইস কুকার গুলো সাধারণত সর্বশেষ উন্নত মানের দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । এখন আমরা জানতে পারবো ১.৮ লিটারের রাইস কুকার গুলোর মূল্য কত টাকা । তা নিচে ছক আকারে উল্লেখ করা হলোঃ
মডেল নাম্বার | ধারণ ক্ষমতা | দাম |
WRC-PAPE18 | 1.8 Ltr | Tk. 3,790 |
WRC-DCSM18 | 1.8 Ltr | Tk. 3,190 |
WRC-SGAE18 | 1.8 Ltr | Tk. 2,690 |
WRC-SGAE180 | 1.8 Ltr | Tk. 2,690 |
WRC-SGAM18 | 1.8 Ltr | Tk. 2,890 |
WRC-CSS180 | 1.8 Ltr | Tk. 2,890 |
WRC-CSSE180 | 1.8 Ltr | Tk. 2,690 |
WRC-SGA180 | 1.8 Ltr | Tk. 2,000 |
উপরে যতগুলো ১.৮ লিটারের ওয়ালটন রাইস কুকার মডেল নাম্বার ও দাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে আপনার যে পছন্দ হয় সেটি ক্রয় করতে পারেন । এগুলোর দাম এবং মডেল নাম্বার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেট জানতে ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।
ওয়ালটন রাইস কুকার 2.8 লিটার দাম কত টাকা
আমাদের অনেকেই বড় মানের রাইস কুকার ব্যবহার করতে চান । যদিওবা বাজারে ১.৮ লিটারের ওয়ালটনের রাইস কুকার পাওয়া যায় কিন্তু এই কুকার গুলো অনেকের কাছে ছোট মনে হয় । তাই তারা ২.৮ লিটার এর কুকার কিনতে আগ্রহী । এখন নিচে টক আকারে বেশ কিছু বড় মানের রাইস কুকারের দাম ও মডেল নাম্বার উল্লেখ করা হলোঃ
মডেল নাম্বার | ধারণ ক্ষমতা | দাম |
WRC-Gloria-Deluxe | 2.8 Ltr | Tk. 3,590 |
WRC-STAR-DELUXE | 2.8 Ltr | Tk. 3,590 |
WRC-PAPE28 | 2.8 Ltr | Tk. 4,990 |
WRC-DCSM28 | 2.8 Ltr | Tk. 4,290 |
WRC-SGAE28 | 2.8 Ltr | Tk. 3,550 |
WRC-SGAE28 | 2.8 Ltr | Tk. 3,550 |
WRC-SGAE280 | 2.8 Ltr | Tk. 3,550 |
WRC-SGAH280 | 2.8 Ltr | Tk. 3,890 |
উপরে যতগুলো মডেল নাম্বার ও দাম দেওয়া রয়েছে সেগুলো ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে । এগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ আপডেটের জন্য ওয়ালটনের ফেসবুক পেজ অথবা ওয়েব সাইটে চোখ রাখুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমাদের দৈনন্দা জীবনে ব্যবহৃত পণ্য রাইস কুকার সম্পর্কে আলোচনা করি করেছি । বিশেষ করে ওয়ালটন ১.৮ লিটার এবং ২.৮ লিটারের বেশ কিছু মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি ইতিমধ্যে রাইস কুকার কিন্তু আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত যে কোন একটি মডেল পছন্দ করে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ে যদি আপনি সামন্ততম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।