আপনি কি ওয়ালটন ১ টন এসির দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওয়ালটন এক টন এসির দাম কত, এর সুবিধা, বেশকিছু মডেল নাম্বার এবং কেনার সময় কিছু টিপস সম্পর্কে ।
আমরা সাধারণত গরমকালে এসি ব্যবহার করে থাকি । বিশেষ করে যারা শহরে বসবাস করছেন এবং অর্থনৈতিক অবস্থা তুলনামূলক ভালো তারা এসি ব্যবহার করছেন । তবে প্রযুক্তির সাথে গ্রামের মানুষরাও এখন খাপ খাইতে নেওয়া শুরু করছে । তারাও এখন বাসা বাড়িতে এসি ব্যবহার করছে ।
আরও পড়ুন ➝ ওয়ালটন ২ টন এসির দাম কত
আমাদের দেশে যখন গরম পড়ে সকাল ১০টার পর থেকে রুদ্রের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকে । ওই সময় গরম থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা কেউ কেউ সিলিং ফ্যান, চার্জার ফ্যান এবং এসি ব্যবহার করে থাকি । মূলত যার যেমন বাজেট এবং রুচি সে ঠিক তেমনভাবে গরম থেকে পরিত্রান লাভের চেষ্টা করে ।
বর্তমানে বাজারে বেশ কিছু ব্র্যান্ডের এসি পাওয়া যায় । তার মধ্যে ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের তৈরি এসি অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । এখন আমরা ওয়ালটন এসি সম্পর্কে বিস্তারিত জানবো । আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে চলুন । আলোচনা যাওয়া যাক ।
ওয়ালটন ১ টন এসির দাম কত
আমাদের বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ওয়ালটন এসি, সিঙ্গার এসি, ভিশন এসি, যমুনা এসি, হিটাচি এসি এবং স্যামসাং এসি । তবে ঐ সকল কোম্পানির তৈরি এসি গুলো থেকে ওয়ালটন বাংলাদেশ লিমিটেড তৈরি এসির গুণগত মান অনেক ভালো । এর ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে ।
তাছাড়াও ওয়ালটন এসির দাম অন্যান্য ব্যান্ডের এসির দামের তুলনায় তুলনামূলক কম । তাছাড়া ওয়ালটন আমাদের দেশীয় পণ্য যারা সম্পূর্ণ দেশীয় ইউনিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সকল এসি তৈরি করে থাকে । তাছাড়া আপনি যদি ওয়ালটন থেকে এসি কিনেন তাহলে ৩ বছর থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেনই ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম
সাধারণত ওয়ালটন এক টন এসির বর্তমান বাজার মূল্য ৪০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । তবে আপনি যদি ওয়ালটন থেকে এক টন পরিমাণের এসি কিনেন তাহলে কত দামী এসি কিনবেন তা সিদ্ধান্ত নিয়ে নিন । কেননা যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের এসি পাবেন ।
ওয়ালটন ১ টন এসির দাম বাংলাদেশ
বর্তমানে বেশ কিছু পরিমাপের ওয়ালটনের এসি পাওয়া যায় । যেমনঃ ওয়ালটন ১ টন এসি, ওয়ালটন ১.৫ টন এসি, ওয়ালটন ২ টন এসি, এবং ওয়ালটন ২.৫ টন এসি । এই এসিগুলোর মধ্য থেকে যার যার চাহিদা অনুযায়ী এসি কিনতে পারেন । আপনার বাজেট বেশি হলে আপনি ২.৫ টন এসি কিনতে পারেন । এখন নিচে বেশ কিছু ১.৫ টন এসির মডেল নাম্বার ও দাম সম্পর্কে তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | এসির দাম |
WSI-ACC -12C | Tk.66,900 |
WSI-INVERNA -12C | Tk.65,000 |
WSI-AVIAN -12F | Tk.55,990 |
WSI-COATEC -12F | Tk.56,990 |
WSI-INVERNA -12F | Tk.55,990 |
WSI-INVERNA (SUPERSAVER)-12F | Tk.57,990 |
WSI-OCEANUS -12F | Tk.55,990 |
WSI-KRYSTALINE -12F | Tk.57,990 |
WSI-RIVERINE-12F | Tk.50,000 |
এখানে যতগুলো ওয়ালটনের তৈরি এক টন এসি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই এসিগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । উল্লেখিত এসি গুলো থেকে আপনার যেই এসিটি পছন্দ হয়েছে কিনে ব্যবহার করতে পারেন ।
ওয়ালটন ১ টন এসির সুবিধা
আপনি যদি ওয়ালটন বাংলাদেশ থেকে এক টন এসি কিনেন তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন । এখন নিচে ওই সকল সুবিধা গুলো তুলে ধরা হলো ।
- ওয়ালটন এক টন এসি খুব দ্রুতই ঘর ঠান্ডা করতে সহায়তা করে ।
- এই এসিতে শব্দ খুবই কম ফলে আপনার ঘুমানোর সময় কোন ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই ।
- উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এই এসি তৈরি করা হয়েছে ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় ।
- এই এসিতে টাইমার মোড সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ে এসি চালু এবং বন্ধ করতে পারবেন ।
- এই এসিতে উচ্চ এনার্জি ইফিশিয়েন্সি রেশিও রয়েছে । এর ফলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে ।
- এই এসিতে সেলফ ক্লিনিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে ভিতরে থাকা ধুলোবালি আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে ।
এখানে যতগুলো সুবিধার কথা তুলে ধরা হয়েছে এগুলা ছাড়াও আপনি আরো অনেক সুবিধা পাবেন যদি ওয়ালটন থেকে ১ টন এসি কিনেন ।
ওয়ালটন ১ টন এসি কেনার সময় টিপস
- আপনার বাজেট কত টাকা তা নিশ্চিত করুন ।
- আপনার রুমের আকার এবং এসির আকারের সাথে সামঞ্জস্য রেখে এসি কিনুন ।
- বিভিন্ন মডেলের দাম এবং ফিচারের সাথে তুলনা করুন ।
- বিশ্বস্ত ও পরিচিত ডিলারশিপ থেকে এসি কিনুন ।
- ওয়ালটন প্লাজা থেকে অথবা ওয়েবসাইট থেকে এসি কিনুন ।
- এসিতে কতদিনের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে তা দেখে নিন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন বাংলাদেশের তৈরি বেশ কিছু এক টন মডেলের এসির দাম সম্পর্কে জানতে পেরেছি । এই এসিগুলোতে কি কি সুবিধা রয়েছে এবং যখন এসি কিনব তখন কি কি বিষয় মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো এসি কিনতে আগ্রহী হন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে ওয়ালটন থেকে এসি কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আপনার যদি এ পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।