আপনি কি ওয়ালটন ২ টন এসির দাম কত এ সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত এসি কোম্পানি ওয়ালটন বাংলাদেশ সম্পর্কে ।
আমরা সাধারণত গরমকালে এসি ব্যবহার করে থাকি । যখন গরম কাল আসে চারপাশে প্রচুর গরম অনুভূত হয় এবং ঘরে গরমের কারণে থাকা যায় না । তখন গরম থেকে পরিত্রান পাওয়ার জন্য অনেকে চার্জার ফ্যান, সিলিং ফ্যান অথবা এসি ব্যবহার করে থাকে । যারা শহর এলাকার মানুষ তারা বেশির ভাগ সময় এসি ব্যবহার করে থাকেন ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম
কেননা শহর এলাকার মানুষের অর্থনৈতিক বাজেট গ্রাম এলাকার মানুষের থেকে অনেক বেশি । তবে তথ্য প্রযুক্তির আপডেটের সাথে সাথে গ্রাম অঞ্চলের মানুষও এখন এসি ব্যবহার করতে শিখে গেছে । তাইতো গরমকাল আসলে এসির দাম হু হু করে বাড়তে থাকে ।
যদিও বা বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু কোম্পানি রয়েছে । তবুও ওই সকল কোম্পানি থেকে ওয়ালটনের তৈরি ভালো এবং টেকসই হয়ে থাকে । তাই আমরা গুগল অথবা ইউটিউবে অনেকে ওয়ালটন এসির দাম কত লিখে সার্চ করে থাকি । এরপর আমরা সেখানে বেশ কিছু ভিডিও এবং আর্টিকেল দেখে এসি সম্পর্কে ধারণা নিতে পারি ।
আপনি যদি ইতিমধ্যে ওয়ালটন দুই টন এসি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন আমরা বেশ কিছু ওয়ালটন দুই টন এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।
ওয়ালটন ২ টন এসির দাম কত
বর্তমান বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে । যেমনঃ ভিশন এসি, সিঙ্গার এসি, যমুনা এসি, জেনারেল এসি, মিনিস্টার এসি এবং ওয়ালটন এসি । তবে এই সকল এসি থেকে ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের তৈরি এসি গুণগত মান অনেক ভালো । ফলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এবং টেকসই হয়ে থাকে ।
ওয়ালটনের তৈরি এসিগুলোর বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের তৈরি এসির বাজার মূল্য তুলনামূলক অনেক কম । তাছাড়া আপনি যদি ওয়ালটন থেকে দুই টন এসি কিনেন তাহলে ৩ থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন । যা সচরাচর অন্যান্য এসি সরবরাহ কোম্পানিতে পাওয়া যায় না ।
আরও পড়ুন ➝ ওয়ালটন এসির দাম কত টাকা
সাধারণত ওয়ালটন ২ টন এসির দাম ৭৪,০০০ টাকা থেকে শুরু করে ৯২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । আপনার বাজেট যদি উপরোক্ত অ্যামাউন্ট এর মধ্যে হয় তাহলে ওয়ালটন থেকে দুই টন এসি কিনতে পারেন । তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যত বেশি টাকা খরচ করবেন ঠিক তত ভালো মানের এসি কিনতে পারবেন ।
ওয়ালটন ২ টন এসির দাম বাংলাদেশ
ওয়ালটন ২ টন এসির দাম সাধারণত অন্যান্য ব্র্যান্ডের দুই টন এসির দামের তুলনায় অনেক কম । এখন আমরা বেশ কিছু ওয়ালটনের তৈরি দুই টন এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ঐ সকল এসির মডেল নাম্বার ও দাম নিচে ছক আকারে তুলে ধরা হলো ।
মডেল নাম্বার | এসির দাম |
WSN-RIVERINE-24BH | Tk.82,000 |
WSI-COATEC (SUPERSAVER)-24H | Tk.91,990 |
WSI-INVERNA (SUPERSAVER)-24H | Tk.92,990 |
WSI-OCEANUS (VOICE CONTROL)-24H | Tk.90,990 |
WSI-KRYSTALINE-24H [PLASMA] | Tk.88,500 |
WSI-KRYSTALINE-24H | Tk.90,500 |
WSN-DIAMOND-24H | Tk.77,500 |
এখানে যতগুলো এসির মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে এই মডেল গুলোর নাম্বার এবং দাম যে কোন সময় কম অথবা বেশি করতে পারে । উল্লেখিত মডেল গুলো থেকে আপনার যে মডেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
ওয়ালটন ২ টন এসির ফিচার সমূহ
ওয়ালটন ২ টন এসিতে বেশ কিছু ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে । আপনি যদি কখনো এসি কিনতে চান তাহলে অবশ্যই ওই এসিতে কি কি ফিচার রয়েছে সে সম্পর্কে জেনে তারপর কিনবেন । এখন নিচে দুই টন ওয়ালটন এসির ফিচারসমূহ উল্লেখ করা হলো ।
- এই এসিতে দুই টন কুলিং ক্যাপাসিটি রয়েছে । এর ফলে আপনার ঘর খুব দ্রুত ঠান্ডা হতে সহায়তা করবে ।
- এই এসি গুলোতে উন্নত মানের ইনভার্টার ব্যবহার করা হয়েছে যা আপনার বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করবে ।
- ওয়ালটন দুই টন এসিতে ৩ থেকে ৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
- এই এসিতে ওয়াইফাই কানেক্টিভিটি সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি ফোনে অ্যাপ ব্যবহার করে এসি কন্ট্রোল করতে পারবেন ।
- ভয়েস কন্ট্রোল সিস্টেম এবং এলইডি ডিসপ্লে রয়েছে ।
এখানে যতগুলো ফিচার তুলে ধরা হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে এই দুই টন এসিতে । তাই অধিক পরিমাণে সুবিধা ও বৈশিষ্ট্য পেতে ওয়ালটন থেকে ২ টন এসি কিনতে পারেন ।
কেন ওয়ালটন ২ টন এসি কিনবেন?
আমরা জানি বাংলাদেশে এসি সরবরাহ করার জন্য অসংখ্য কোম্পানি রয়েছে । যাদের এসি গুলো উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এবং সার্ভিসও ভালো । তাহলে আমরা ঐ সকল এসি ব্যবহার না করে কেন ওয়ালটনের দুই টন এসি কিনব? আপনার এই প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত বলে আমি মনে করি ।
ওয়ালটনের তৈরি দুই টন এসির বর্তমান বাজার মূল্য অন্যান্য ব্র্যান্ডের বাজার মূল্য থেকে তুলনামূলক অনেক কম । তাছাড়া এই এসির গুণগত মান অন্যান্য ব্র্যান্ডের তৈরি এসির গুণগত মানের থেকে অনেক ভালো । তাছাড়া walton এর 2 টন এসিতে তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে ।
আবার কম্প্রেসরের জন্য ৪-৫ বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে । একদিকে এসির বাজার মূল্য কম এবং অন্যদিকে অনেক সুবিধা এবং ফিউচার থাকতে কেনই বা আপনি ওয়ালটনের থেকে ২ টন এসি কিনবেন না । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ওয়ালটন ২ টন এসির দাম এবং বেশ কিছু মডেলের এসির দাম সম্পর্কে জানতে পেরেছি । এই এসিগুলোতে কি কি ফিচার রয়েছে এবং এসি কেনার সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সে সম্পর্কেও জেনেছি । তাই আপনি যদি কখনো এসি কিনতে আগ্রহী হন তাহলে উপরোক্ত তথ্য ফলো করে ওয়ালটন থেকে ২ টন এসি কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমার এই পোস্ট যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে আমি মনে করি । তাছাড়া আপনার যদি এ পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।