আপনি কি কম দামে ভালো রাউটার ২০২৪ কিনতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকেন তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা কম দামে সেরা ২০টি রাউটার মডেল সম্পর্কে জানতে পারবো । এই রাউটার গুলো সর্বশেষ উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । ফলে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ।
বাসা বাড়িতে অথবা দোকানে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার জন্য সাধারণত ওয়াইফাই ব্যবহার করা হয়ে থাকে । সেই ওয়াইফাই চালানোর জন্য রাউটারের দরকার হয় । এই রাউটার ছাড়া ওয়াইফাই চালানো অসম্ভব । তাই আমরা অনলাইন অথবা অফলাইন থেকে সাধারণত রাউটার কিনে থাকি ।
আরও পড়ুন ➝ ১০০০ টাকার মধ্যে রাউটার
আমরা সবার প্রথমে গুগল অথবা ইউটিউবে এসে কম দামে ভালো রাউটার লিখে সার্চ করি । তখন গুগল অথবা ইউটিউব আমাদের সামনে বেশ কিছু আর্টিকেল এবং ভিডিও তুলে ধরে যা ব্যবহার করে আমরা রাউটার সম্পর্কিত তথ্য জানতে পারি । অনেক সময় আমরা সঠিক তথ্যের কোনো খোঁজ পাই না ।
আপনি যদি ইতিমধ্যে রাউটার কিনতে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । এখন আমরা পানির দামে পাওয়া যায় এমন সেরা 10 টি রাউটার মডেল সম্পর্কে জানব । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
কম দামে ভালো রাউটার ২০২৪
বর্তমানে বাংলাদেশে অসংখ্য রাউটার পাওয়া যায় যেগুলোর মূল্য খুবই কম কিন্তু সার্ভিস অনেক ভালো । অনেক রাউটার কোম্পানি আছে যারা তাদের কাস্টমারদের খুশি করার জন্য কম দামি সর্বোচ্চ মানের রাউটার তৈরি করে থাকে । এই রাউটার গুলো সাধারণত উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি ফলে আমরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাই ।
আপনি যদি বাজার বা অনলাইন থেকে রাউটার কিনতে চান সর্বনিম্ন ৯০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা খরচ করতে হবে । এই বাজেটের নিচে আপনি রাউটার কিনতে পারবেন কিন্তু সেগুলোর গুণগতমান ভালো হবে না । তাছাড়া আপনি যদি .২০০০ থেকে ৫০০০ টাকা খরচ করেন তাহলে উন্নত মান সম্পন্ন রাউটার কিনতে পারবেন ।
কম দামে সেরা ২০টি রাউটার মডেল
আমরা যদি বাজার থেকে কম দামে উন্নত মানের রাউটার কিনতে চাই তাহলে অবশ্যই সেই সকল রাউটার গুলোর মডেল নাম্বার সম্পর্কে জানতে হবে । কেননা রাউটার মডেল গুলোর নাম জানলে আমরা অনলাইন বা বাজার থেকে রাউটার সঠিক দামে কিনতে পারব । তাই আপনাদের সুবিধার্থে নিচে সেরা 10 টি রাউটার মডেলের নাম এবং দাম উল্লেখ করা হয়েছেঃ
মডেলের নাম | রাউটারের দাম |
TP-Link Archer C6 | 2,500 TK |
Xiaomi Mi Router 4A Gigabit Edition | 1,500 TK |
Tenda AC10U | 1,300 TK |
TP-Link TL-WR841N | 1,000 TK |
D-Link DIR-615 | 1,200 TK |
ASUS RT-N12 | 1,400 TK |
Tenda F3 | 1,100 TK |
TP-Link Archer C20 | 2,000 TK |
Mercusys AC12 | 1,600 TK |
D-Link DIR-825 | 2,200 TK |
ASUS TUF-AX3000 | 4,500 TK |
TP-Link Archer AX10 | 3,000 TK |
Tenda Nova MW3 | 1,900 TK |
Xiaomi Redmi Router AC2100 | 2,800 TK |
Tenda Nova MW3 | 5,000 TK |
ASUS DSL-AX82U | 6,000 TK |
TP-Link Archer AX50 | 4,000 TK |
Mercusys MR70X | 3,500 TK |
TP-Link Archer C5400X | 7,000 TK |
ASUS ROG Strix AX86U | 8,000 TK |
উপরে উল্লেখিত সবগুলো রাউটার বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় । আপনি যদি ইতিমধ্যে রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত রাউটার গুলো থেকে যে রাউটারটি আপনার বাজেটের মধ্যে পড়ে সেটি বাছাই করে কিনে ব্যবহার করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে বর্তমান সময়ে কম দামে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সেরা ২০টি রাউটার মডেল সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে । আপনি যদি কখনো বাজার থেকে বা অনলাইন থেকে রাউটার কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরোক্ত রাউটার গুলো থেকে কিনতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভাল লেগেছে । যদি আপনি পোস্টটি পড়ে সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।