মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম সম্প্রদায়ভুক্ত উন্নত দেশ রয়েছে তার মধ্যে অন্যতম কাতার । এদেশের মানুষের মাথাপিছু গড় আয় অনেক বেশি এবং সেই সুবাদে টাকার মান ও বেশি । এখানকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা অতি উচ্চপর্যায়ে । আমরা যারা বিদেশে গিয়ে কাজ করতে চাই তাদের সবার প্রথম পছন্দ হচ্ছে কাতার । তাই আমরা কাতার কোম্পানি ভিসা বেতন কত সে সম্পর্কে জানতে চাই ।
আপনি যদি কাতারে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে কোম্পানি ভিসাতে গেলে সবচেয়ে ভালো হয় । কেননা কোম্পানি ভিসায় গেলে আপনাকে নির্দিষ্ট একটি কোম্পানিতে চাকরি দেওয়া হবে । ওই কোম্পানির আন্ডারে আপনি চাকরি করবেন এবং মাস শেষে বেতন পাবেন । তাছাড়া কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার বছরে বছরে বেতন বৃদ্ধি হবে ।
আরও পড়ুন ➝ কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
আপনি যদি কাতার ফ্রি ভিসা নিয়ে কাজ করতে যান তাহলে সেখানে গিয়ে আপনাকে কাজ খুঁজতে হবে । কবে কাজ পাবেন এবং অর্থ উপার্জন করবেন তার কোন ঠিকানা থাকবে না । তাই আপনি যেহেতু বিদেশ গিয়ে টাকা উপার্জনের পথেই খুঁজছেন তাহলে কিছু টাকা খরচ করে কাতার যান । তাহলে ভালো টাকা উপার্জন করতে পারবেন ।
প্রতি বছর লাখ লাখ মানুষ কাতারে কোম্পানি ভিসায় কাজ করতে যায় । এখানে বেশ কিছু ক্যাটাগরির চাকরি রয়েছে । যেমনঃ নির্মাণ শ্রমিক, হোটেল কাজ, ড্রাইভিং এর কাজ, ক্লিনার এর কাজ, সিকিউরিটি গার্ড এবং কৃষিকাজ ইত্যাদি । আপনি যদি উপরোক্ত কোন একটি বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে নতুন অবস্থায় কাতারে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারবেন ।
আমরা আজকের পোস্টে আলোচনা করতে চলেছি কাতার কোম্পানি ভিসায় বেশ কিছু ক্যাটাগরি চাকরির বেতন কত টাকা এ সম্পর্কে । আপনি যদি ইতিমধ্যে কাতার যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
কাতার কোম্পানি ভিসা বেতন কত
বর্তমানে কাতারে লাখ লাখ কোম্পানি রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন দেশের মানুষকে তাদের কাজ করানোর জন্য নিয়োগ দিয়ে যাচ্ছে । ওই সকল কোম্পানিগুলো প্রবাসীদের মাধ্যমে কম টাকা খরচ করে বেশি অর্থ উপার্জনের জন্য বেশি বেশি লোক নিয়োগ দিয়ে থাকে । যদিও বাম ওই অর্থ কাতারের মানুষের জন্য কম কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি ।
কোম্পানি ভিসার বেতন সাধারণত বিভিন্ন চাকরির ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়ে থাকে । আপনি যদি সর্বনিম্ন পদ ক্লিনার ভিসায় কাতার যান তাহলে বেতন পড়বে ১০০০ কাতারী রিয়াল থেকে ২০০০ কাতারী রিয়াল । কিন্তু আপনি যদি ড্রাইভিং ভিসায় কাতার যান তাহলে বেতন পড়বে ২০০০ কাতারী রিয়াল থেকে ৪০০০ কাতারী রিয়াল ।
আরও পড়ুন ➝ দুবাই হোটেল ভিসা বেতন কত
আপনি যদি নতুন অবস্থায় কাতারে কাজের সন্ধানে যান তাহলে বেতন তুলনামূলক কম ধরা হবে । তবে আস্তে আস্তে আপনি যদি কাজের উন্নতি করতে পারেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন তাহলে বেতন বৃদ্ধি করা হবে । তবে যদি অভিজ্ঞ অবস্থায় কাতারে যান তাহলে শুরুতেই ভালো বেতন পাবেন ।
কাতার নির্মাণ শ্রমিক ভিসা বেতন কত
কাতারে প্রতিনিয়ত কোন না কোন কোম্পানি তৈরি হচ্ছে । আর সেই সকল কোম্পানি তৈরি করার কাজে শ্রমিক নিয়োগ দেওয়ার দরকার হয় । একজন নির্মাণ শ্রমিক শুরুতে বেতন পায় ১৫০০ কাতারি রিয়াল । তাছাড়া আপনি যদি মোটামুটি কাজে অভিজ্ঞতা থাকেন তাহলে আপনার শুরুতেই বেতন ধরতে পারে দুই হাজার থেকে ২০০০ কাতারি রিয়াল ।
তারপর আপনি যখন আস্তে আস্তে কাজে অভিজ্ঞ হবেন তখন আপনার বেতন ও বৃদ্ধি পাবে । সেই বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ ৩০০০ কাতারী রিয়াল এ গিয়ে দাঁড়াবে । তাই আপনি যদি দেশে কোন নির্মাণ কাজের শ্রমিক থাকেন তাহলে অবশ্যই দেরি না করে কাতারে নির্মাণ কাজে যেতে পারেন ।
কাতার রেস্টুরেন্ট ভিসা বেতন কত
কাতারের অসংখ্য ফাইভ স্টার রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রতিনিয়ত বিদেশি পর্যটকরা আসে । আর ওই সকল পর্যটকদের খাবার ব্যবস্থা করার জন্য রেস্টুরেন্টে লোক নিয়োগ করা দরকার হয় । আপনি যদি রেস্টুরেন্ট কাজে অভিজ্ঞ থাকেন তাহলে নতুন অবস্থায় বেতন পাবেন ১৫০০ কাতারী রিয়াল ।
কিন্তু আপনি যদি এক্সপার্ট থাকেন তাহলে আপনার বেতন ২০০০ বা তারও বেশি কাতারি রিয়াল শুরুতেই ধরা হবে । এই বেতন বাড়তে বাড়তে গিয়ে সর্বোচ্চ ২৫০০ কাতারী রিয়ালে পৌঁছাবে । তাই যদি কাতারে গিয়ে রেস্টুরেন্ট কাজ করতে চান তাহলে দেশে বেশ কিছুদিন রেস্টুরেন্ট কাজের উপর ট্রেনিং নিয়ে যান ।
কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
আমাদের বাংলাদেশে ড্রাইভিং পেশা এখন জনপ্রিয় হয়ে উঠছে । মূলত শিক্ষিত তরুণরা এই ড্রাইভিং কাজে নিজেদের আগ্রহ প্রকাশ করছে । আপনি যদি ড্রাইভিং কাজে এক্সপার্ট হন এবং নিজের একটি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই সুবিধাকে কাজে লাগিয়ে কাতারে কাজের সন্ধানে আসতে পারেন ।
বর্তমানে কাতারে যতগুলো কোম্পানির চাকরিতে উচ্চ মানের বেতন দেওয়া হয় তার মধ্যে ড্রাইভিং কাজে রয়েছে । আপনি শুরুতেই ড্রাইভিং কাজের জন্য বেতন পাবেন ২০০০ কাতারি রিয়াল । তারপর আস্তে আস্তে আপনি যদি ওই কাজে আরও এক্সপার্ট হন এবং মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে ৪০০০ কাতারি রিয়াল পর্যন্ত বেতন পেতে পারেন ।
কাতার ক্লিনার ভিসা বেতন কত
আমরা কোন পেশাকেই ছোট করে দেখি না । আপনি যদি ক্লিনার হন অর্থাৎ ক্লিনিং কাজে যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে দেশে পড়ে না থেকে আপনি কাতার যেতে পারতে পারেন । কাতারে ক্লিনিং কাজে প্রতি বছর লাখ লাখ মানুষ নিয়োগ করা হয় ।মূলত তাদের চারপাশ এবং ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ পরিষ্কার রাখার জন্য ক্লিনারদের নিয়োগ করা হয়ে থাকে ।
একজন ক্লিনারের নতুন অবস্থায় বেতন দেওয়া হয় ১০০০ কাতারি রিয়াল । তারপর ওই ব্যক্তি যদি ক্লিনিং কাজে আরো বেশি পারদর্শী হয় এবং মালিকের মন খুশি করতে পারে তাহলে ২০০০ কাতারি রিয়াল পর্যন্ত বেতন হতে পারে । তাই আপনি যদি ক্লিনিং কাজে পারদর্শী হন তাহলে আর যদি দেরি না করে ভিসা নিয়ে সেখানে চলে যান ।
কাতার সিকিউরিটি গার্ড বেতন কত
বাংলাদেশ সহ সারা বিশ্বের যত দেশ রয়েছে সকল দেশে কোম্পানিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয় । মূলত কোম্পানির সকল কিছু নিরাপত্তা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড নেওয়া হয় । কেউ যাতে কোম্পানির কোন জিনিস চুরি করে নিতে না পারে তার জন্য সিকিউরিটি গার্ডের ভূমিকা অপরিসাম ।
আপনি যদি লম্বা চূড়া এবং স্মার্ট সুদর্শন পুরুষ হন তাহলে কাতারে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারেন । এখানে নতুন অবস্থায় একজন সিকিউরিটি গার্ডের বেতন ধরায় ২০০০ কাতারী রিয়াল । পরে আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা উপর ভিত্তি করে সর্বোচ্চ বেতন দেওয়া হয় ৩০০০ কাতারি রিয়াল ।
কাতার কৃষি ভিসা বেতন কত
কাতার কৃষি নির্ভর একটি দেশ । এ দেশে অসংখ্য মানুষ কৃষিকাজে করে থাকে । আপনি যদি কৃষিকাজ বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ থাকেন তাহলে কৃষি ভিসা সংগ্রহ করে কাতার আসতে পারেন । মূলত যারা কৃষি কাজে কাতার যান তাদের সম্মান অনেক বেশি দেওয়া হয়ে থাকে ।
একজন ব্যক্তিকে শুরুতে কৃষি ভিসায় আসলে বেতন দেওয়া হয় ১৫০০ কাতারি রিয়াল । তারপর যত সময় যাবে এবং অভিজ্ঞতা অর্জন করলে বেতন দিবে ২৫০০ কাতারী রিয়াল । তাই আপনি যদি দেশে থেকে কৃষিকাজে করে থাকেন তাহলে সেই কাজ বাদ দিয়ে কাতারে কৃষি কাজ করতে পারেন । এতে মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্ট থেকে আমরা জানতে পারলাম কাতারে কোম্পানির ভিসায় বেতন কত এবং বেশ কিছু ক্যাটাগরির চাকরির বেতন কত । আপনি যদি কাতার যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত চাকরির ক্যাটাগর গুলো সবার আগে পরে দিবেন । তারপর আপনি যে কাজের উপর অভিজ্ঞ সেই কাজের ভিসা নিয়ে সেখানে কাজ করতে যাবেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আমার এই পোস্ট নিয়ে যদি আপনার কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।
কাতার ক্লিনার ভিসা কোম্পানি৷ এখন কি যাওয়া যাবে
জি, অবশ্যই পাওয়া যাবে ।
কোম্পানির নাম কি ভাই খরচ কত পড়বে আপনাদের সাথে কি সরাসরি কথা বলা যাবে কোথায় যেতে হবে কিভাবে যোগাযোগ করবো
নিচের ঠিকানায় যোগাযোগ করুন
Address: 1A Rd No 79, Dhaka 1212
Phone: 02-9887429
ভাই খরচ পড়বে কত কাতার ক্লিনার ভিসা
৪ লক্ষ ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা