আপনি কি অনলাইনে গাজী মটর পানির পাম্প দাম কত জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ মনে হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব গাজী মটর পানির পাম্প দাম কত, গাজী সাবমারসিবল পাম্পের দাম কত ও গাজী ১ ঘোড়া, গাজী ১.৫ ঘোড়া এবং গাজীপুরা ২ ঘোড়া পাম্প দাম কত ।
আমরা সাধারণত সেচ কাজে পানি উত্তোলনের জন্য পাম্প ব্যবহার করে থাকি । আমাদের বাংলাদেশ অসংখ্য কোম্পানি রয়েছে যারা উন্নত মানের পাম্প তৈরি করে আসছে । তবে আপনাকে যদি কেউ প্রশ্ন করে অথবা আপনি ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে সেরা পাম্প কোম্পানি হচ্ছে গাজী পাম্প ।
আরও পড়ুন ➝ গোলাপ জলের দাম কত ২০২৪
মূলত উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি গাজী পাম্প দিয়ে আপনি কৃষি কাজে সেচ দেওয়ার জন্য পানি উত্তোলন, বাসা বাড়িতে জরুরী কাজে পানি উত্তোলন, এবং বাগানে পানি দেওয়ার জন্য এই গাজী পাম্প ব্যবহার করা হয় । যদি আপনি পানি উত্তোলনের জন্য পাম্প কিনতে চান তাহলে গাজী পাম্প আপনার জন্য বেস্ট হতে পারে ।
এখন আমরা গাজী পাম্পের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
গাজী ১ ঘোড়া পাম্পের দাম কত
ধরে নিলাম, আপনার বাসা বাড়িতে ছোট খাটো একটি ফুলের বা ফলের বাগান রয়েছে সেখানে নিয়মিত পানি দেওয়ার দরকার হয় তখন আপনি ওই বাগানে পানি দেওয়ার জন্য অবশ্যই পাম্প ব্যবহার করতে হবে । আর এর জন্য আপনি কিনতে পারেন গাজী ১ ঘোড়া পাম্প । তাছাড়া বাসা বাড়ির জরুরি প্রয়োজনে পানি উত্তোলনের জন্য গাজী ১ ঘোড়া পাম্প ব্যবহার করা হয় ।
বর্তমানে বাজারে গাজী ১ ঘোড়া পাম্পের দাম হচ্ছে ৬০০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত । কিন্তু আপনি যদি চান গাজী ১ ঘোড়া পাম্প আরো উন্নত ও অনেক বেশি কার্যকর ক্ষমতা সম্পর্কিত তাহলে আপনার হাতের বাজেট রাখতে হবে ৮০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত ।
আপনার চাহিদা যদি ছোট হয় অর্থাৎ আপনি যদি শুধুমাত্র বাসা বাড়িতে এবং বাগানে পানি দেওয়া ইত্যাদি কাজে পাম্প ব্যবহার করতে চান তাহলে আমার মতে গাজী এক গোড়া ৬০০০ টাকা থেকে ৭০০০ টাকা দিয়ে কিনলেই হবে । কিন্তু আপনার চাহিদা যদি আরো বড় হয় তাহলে ৮০০০ টাকা থেকে ১০০০০ টাকা দিয়ে গাজী ১ ঘোড়া পাম্প কিনুন ।
গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম কত
আপনি যদি বাসা বাড়িতে ও বাগানে পানি উত্তোলনের পাশাপাশি আপনার জমিতে পানির সেচ কাজে ব্যবহার করতে চান তাহলে গাজী ১.৫ ঘোড়া পাম্প কিনতে পারেন । এই পাম্প গুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার পানি সম্পর্কিত যেকোনো সে আজ কাজ সম্পন্ন করতে পারবেন । কিন্তু তার আগে আমাদের জানা দরকার গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম কত ।
আরও পড়ুন ➝ প্রেগনেন্সি টেস্ট কিট এর নাম ও দাম
বর্তমানে বাজারে এবং অনলাইনে গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম হচ্ছে ৮০০০ টাকা থেকে ৯০০০ টাকা পর্যন্ত । এখানে মূলত পাম্পের মডেল ও কার্যকরী ক্ষমতার উপর ভিত্তি করে দাম কম অথবা বেশি হয়ে থাকে । তাছাড়া আপনার চাহিদা যদি আরো বেশি হয় তাহলে আপনি গাজী ১.৫ ঘোড়া পাম্পের জন্য বাজেট কোন ১২০০০ থেকে ১৩০০০ টাকা পর্যন্ত ।
গাজী ২ ঘোড়া পাম্পের দাম কত
আপনি যদি রীতিমতো নিজের সকল জমিতে সেচ কাজের পানি উত্তোলন করতে চান তাহলে অবশ্যই গাজী ২ ঘোড়া পাম্প কিনে নিন । আপনার সকল জমিতে পানি উত্তোলনের পাশাপাশি বাসা বাড়িতে জরুরি প্রয়োজনে পানি উত্তোলন ও বাগানের কাজে ব্যবহার করতে পারবেন । এখন আমরা গাজী ২ ঘোড়া পাম্পের দাম জানবো ।
বর্তমানে গাজী ২ ঘোড়া পাম্পের দাম হচ্ছে ১৩০০০ টাকা থেকে ১৬০০০ টাকা পর্যন্ত । মূলত এখানে বিভিন্ন গাজী ২ ঘোড়া পাম্পের মধ্যে মডেল ও কার্যকরী ক্ষমতার উপর বৃদ্ধি করে দাম কম অথবা বেশি হয় । তবে আশা করি আপনি যদি ১৫০০০ টাকা বাজেট রাখেন তাহলে অনায়াসে উচ্চ মানের গাজী ২ ঘোড়া পাম্প কিনতে পারবেন ।
গাজী মটর পানির পাম্প দাম কত
আমরা জানি বাংলাদেশ সেচ কাজে পানি উত্তোলনের জন্য অসংখ্য কোম্পানির মটর পাম্প রয়েছে । কিন্তু সেখান থেকে গাজী মটর পানির পাম্প অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । এখন আমাদের জানার দরকার কিছু গাজী মটর পানির পাম্পের মডেল ও দাম সম্পর্কে । নিম্নে সেরা তিনটি গাজী মটর পানির পাম্প মডেল ও দাম তুলে ধরা হলো ।
গাজী মটর পানির পাম্প মডেল | গাজী মটর পানির পাম্প দাম |
HG GAZI JET WATER PUMP MOTOR 100XL | 5200 TK |
HG GAZI JET WATER PUMP MOTOR TJSW-10M | 5700 TK |
HG GAZI JET WATER PUMP MOTOR TJSW 3CL | 10000 TK |
উল্লেখ্য এই তিনটি গাজী মটর পানির পাম্প মডেল নাম্বার ও দাম সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে গাজী গ্রুপ কর্তৃপক্ষ চাইলে এই মডেল গুলোর নাম্বার পরিবর্তন করার পাশাপাশি দাম কম অথবা বেশি করতে পারে ।
গাজী সাবমারসিবল পাম্প দাম কত
বর্তমানে সেচ কাজে পানি উত্তোলনের জন্য গাজী সাবমারসিবল পাম্প ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে । এই পাম্প গুলো অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি এর ফলে খুব সহজে পানি উত্তোলন করা যায় এবং ব্যক্তিগত পানি সম্পর্কিত সকল চাহিদা মেটানো যায় । এখন নিম্নে সেরা কয়েক টি গাজী সাবমারসিবল পাম্প দাম তুলে ধরা হলো ।
গাজী সাবমারসিবল পাম্প ধারণ ক্ষমতা | গাজী সাবমারসিবল পাম্প দাম |
গাজী সাবমারসিবল পাম্প 0.50HP | 8500 TK |
গাজী সাবমারসিবল পাম্প 0.75HP | 10800 TK |
গাজী সাবমারসিবল পাম্প 1HP | 12500 TK |
গাজী সাবমারসিবল পাম্প 1.5HP | 13000 TK |
গাজী সাবমারসিবল পাম্প 2HP | 13950 TK |
গাজী সাবমারসিবল পাম্প 3HP | 20000 TK |
উপরে উল্লেখিত সবগুলো গাজীর সাবমারসিবল পাম্পের দাম সর্বশেষ তথ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে । আপনি যদি শুধু মাত্র বাসা বাড়িতে পানি ও বাগানে পানি দেওয়ার জন্য সাবমারসিবল পাম্প কিনতে চান তাহলে 0.50HP সাবমারসিবল পাম্প কিনতে পারেন । কিন্তু আপনার চাহিদা যদি আরো বেশি হয় তাহলে আপনি সর্বোচ্চ 3HP সাবমারসিবল পাম্প কিনতে পারেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে সেচ কাজে পানি উত্তোলনের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত গাজী পাম্পের কিছু পাম্পের মডেল নাম্বার ও দাম সম্পর্কে জেনেছি । তাছাড়া গাজী ১ ঘোড়া, গাজী ২ ঘোড়া, গাজী ১.৫ ঘোড়া পাম্পের দাম ও গাজী মটর পানির পাম্পের দাম সম্পর্কে । জেনেছি আপনি চাইলে উপরে উল্লেখিত যে কোন একটি গাজী পানির পাম্প কিনে সেচ কাজে ব্যবহার করতে পারেন ।
সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনার যদি সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান । ধন্যবাদ ।