গ্রীন লাইন বাস টিকেট অনলাইন বুকিং: বাস কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আমরা বেশিরভাগ মানুষ দৈনন্দিন জীবনে যাতায়াতের প্রধান বাহন হিসেবে বাস ব্যবহার করে থাকি । মূলত বাস ব্যবহার করার মাধ্যমে আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারি । আমরা অনেকে চাই উচ্চ কোয়ালিটি সম্পন্ন বাসে যাতায়াত করার জন্য । তাই অনেকের প্রশ্ন কিভাবে গ্রীন লাইন বাস টিকেট অনলাইনে কাটা যায় ।

অনেকে হয়তো গ্রীন লাইন বাস নাম শুনে থাকবেন । এটি মূলত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাস সার্ভিস । আমরা জানতে পারি ১৯৯০ সালে গ্রীন লাইন পরিবহন নামে বাস সার্ভিস সর্বপ্রথম যাত্রা শুরু হয় । তারা তাদের গ্রাহকদের জন্য শুরুতেই এসি বাসের ব্যবস্থা করেছিলেন ।

আপনার গন্তব্যস্থল যদি অনেক দূর হয় তাহলে অবশ্যই এসি বাস ব্যবহার করে যাতায়াত করা উচিত । আর এসি বাসের জন্য অন্যতম হচ্ছে গ্রীন লাইন পরিবহন । আমরা জানি বাংলাদেশের প্রায় বেশিরভাগ বিভাগে গ্রীন লাইন পরিবহন বাস দেখতে পাওয়া যায় । তাই নিঃসন্দেহে আমরা এই বাস ব্যবহার করে যাতায়াত করতে পারি ।

বর্তমানে অনলাইনে গ্রীন লাইন বাসের টিকিট পাওয়া যাচ্ছে । তাছাড়া আপনি চাইলে সরাসরি কাউন্টারে যোগাযোগ করার মাধ্যমে গ্রীন লাইন পরিবহন বাসের টিকিট কাটতে পারেন । এক্ষেত্রে আমাদের তাদের কাউন্টার কোথায় রয়েছে এবং কিভাবে ফোন নাম্বারে যোগাযোগ করা যায় সে সম্পর্কে জানার দরকার হয় ।

আরও পড়ুন ➝ ঢাকা টু সিলেট বাস ভাড়া, সময়সূচী ও কাউন্টার নম্বর

আপনি যদি ইতিমধ্যে গ্রীন লাইন পরিবহন বাস সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই অবশ্যই মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ।

গ্রীণ লাইন পরিবহন রুট তালিকা

আমাদের অনেকের মনে প্রশ্ন গ্রীন লাইন পরিবহন কোন কোন রুটে নিয়মিত চলাচল করছে এই বিষয়টি সম্পর্কে জানা আমাদের অতীত জরুরী । দেখা যাচ্ছে দেশের প্রায় বিভাগে গ্রীন লাইন পরিবহনের বাস রয়েছে । এমন নয় যে সারা বাংলাদেশের সব জায়গায় গ্রীন লাইন বাস পাওয়া যাবে । তাই আমরা অবশ্যই জানবো কোন কোন রোডে গ্রীন লাইন পরিবহন চলাচল করে ।

এখন আমরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত বাস সার্ভিস গ্রীন লাইন পরিবহন রুট তালিকা সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ওই তালিকা নিম্নে প্রকাশ করা হচ্ছে ।

  • ঢাকা-চট্টগ্রাম-ঢাকা

  • ঢাকা-কক্সবাজার-ঢাকা

  • ঢাকা-টেকনাফ-ঢাকা

  • ঢাকা-সিলেট-ঢাকা

  • ঢাকা-বেনাপোল-ঢাকা

  • ঢাকা-খুলনা-ঢাকা

  • ঢাকা-সাতক্ষীরা-ঢাকা

  • ঢাকা-রাজশাহী-ঢাকা

  • ঢাকা-বগুড়া-ঢাকা

  • ঢাকা-রংপুর-ঢাকা

  • ঢাকা-বরিশাল-ঢাকা

  • ঢাকা-কলকাতা

সর্বশেষ আপডেট অনুসারে আমরা বিশ্বস্ত ট্রাস্ট সোর্সের তথ্য অনুযায়ী উল্লেখিত গ্রীন লাইন পরিবহন বাসের রুত সমূহ সম্পর্কে জানতে পেরেছি । তবে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ চাইলে তাদের সার্ভিস বাড়ানোর জন্য ভবিষ্যতে আরো অন্যান্য রুট সংযোজন করতে পারে ।

গ্রীন লাইন বাস টিকেট অনলাইন

আমরা জানি প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে । এর ফলে ঘরে বসে আমরা দুনিয়ার সব কিছু কাজ সম্পাদন করতে পারছি । একটা সময় ছিল আমাদের বাসের টিকিট কাটার জন্য বাস কাউন্টারে যেতে হতো এবং সিরিয়ালে লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর টিকিট সংগ্রহ করতে হতো । কিন্তু কালের পরিবর্তনে এখন অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কেনা যায় ।

আপনি যদি কখনো গ্রীন লাইন পরিবহন বাসে চলাচল করতে চান তাহলে চাইলে অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট সংগ্রহ করতে পারেন । এর জন্য প্রথমে তাদের https://greenlinebd.com অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন । তারপর যেখান থেকে আপনি কোন গন্তব্যে যেতে যাচ্ছেন এবং কোন ধরনের সিট বুকিং করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন ।

অতঃপর অনলাইনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত টিকিটের পেমেন্ট সম্পন্ন করুন । তাছাড়া আপনি চাইলে বর্তমান সময়ে টিকিট বুকিং এর অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম https://shohoz.com/bus-tickets ব্যবহার করার মাধ্যমে খুব সহজে কাটতে পারবেন গ্রীন লাইন পরিবহন বাসের জন্য । তাই আপনাকে আর কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোন দরকার নেই ।

গ্রীণ লাইন বাস কাউন্টারের নাম্বার

বর্তমানে সারাদেশের বেশিরভাগ বিভাগে গ্রীন লাইন পরিবহন বাসের কাউন্টার রয়েছে । আমরা যদি ওই সমস্ত এলাকায় বসবাস করে থাকি তাহলে অবশ্যই গ্রীন লাইন পরিবহন বাস ব্যবহার করতে পারব এবং তাদের যাবতীয় সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবো । তাই আমাদের জানা উচিত বর্তমানে দেশে কোথায় কোথায় গ্রীন লাইন বাস কাউন্টার রয়েছে এবং তাদের যোগাযোগ নাম্বার সম্পর্কে ।

এখন আমরা আপনাদের সুবিধার্থে দেশের কোন কোন জেলা এবং বিভাগে গ্রীন লাইন পরিবহন বাস কাউন্টার রয়েছে এবং তাদের যোগাযোগ নাম্বার সহ আলাদা আলাদা ছক তৈরি করেছি । আপনারা চাইলে নিচে উল্লেখ করা ছক গুলো থেকে গ্রীন লাইন বাস কাউন্টারের সম্পর্কে তথ্য জানতে পারেন ।

গ্রীণ লাইন ঢাকা বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
নবীনগর সাভার 01730060083
ফকিরাপুল 01730060013
গোলাপবাগ 01970060043
কলাবাগান-১ 01730060006, 02-9133145
কলাবাগান-২ 01970060001
মানিকনগর 01970060083
আরামবাগ-১ 01730060009
আরামবাগ-২ 01970060094
আরামবাগ-৩ 01730060024
সায়েদাবাদ 01970060012
কল্যানপুর নতুন অফিস 01970060082, 02-9008694
উত্তরা আজমপুর 01970060075
উত্তরা আব্দুল্লাহপুর 01970060076
সদরঘাট 01970060032
কল্যানপুর খালেক পাম্প 01730060081–01730060082, 02-8032957
বাড্ডা 01970060074
গাবতলী 01730060012
নারায়ণগঞ্জ 01730060060
নর্দ 01730060098

গ্রীণ লাইন সিলেট বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
হুমায়ুন রশিদ চত্বর 01970060036
সিলেট মাজার গেইট 01970060034
সিলেট সোবহান ঘাট 01730060036

গ্রীণ লাইন চট্টগ্রাম বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
দামপাড়া ১ 01730060085, 031-2862994
দামপাড়া ২ 01970060085, 031-630551
এ কে খান 01970060021, 0730060021, 031-751161

গ্রীণ লাইন কক্সবাজার বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
ডলফিন মোড় 01970060088
রামুঃ 01970060086
কক্সবাজার বাসস্ট্যান্ড 01730060047, 0341-62544
কলাতলী 01970060070, 0341-63747
ঝাউতলা 01730060070, 0341-62533
ঈদগাহ 01970060089
চকরিয়া 01970060097
টেকনাফ আব্দুল্লাহ ফিলিং স্টেশন 01730060046
টেকনাফ দমদমিয়া ঘাট 01730060049

গ্রীণ লাইন যশোর বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
নিউ মার্কেট 01730060039, 0421-61395
গাড়িখানাঃ 01730060038, 0421-68389

গ্রীণ লাইন বেনাপোল বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
বেনাপোল বর্ডার 01970060040
বেনাপোল বাজার 01970060050

গ্রীণ লাইন খুলনা বাস কাউন্টার নাম্বার

অফিসের নাম ফোন নম্বর
রয়্যাল চত্বর 01730060037, ০৪১৮-১৩৮৮৮

কেন গ্রীণ লাইন ব্যবহার করব?

আমরা অনেকে প্রশ্ন করতে পারি দেশে এত এত বাস থাকতে কেনই বা গ্রীন লাইন পরিবহন বাস ব্যবহার করব? হ্যাঁ আপনার এই প্রশ্নটি খুবই যুক্তি সঙ্গত বলে আমি মনে করি । দেখুন আপনি যদি চান অল্প টাকা খরচ করে উচ্চ কোয়ালিটি সম্পন্ন বাস এবং আরামদায়ক সিট ব্যবহার করে যাতায়াত করতে তাহলে অবশ্যই গ্রীন লাইন পরিবহন বেস্ট হতে পারে ।

তাছাড়া প্রায় সকল গ্রীন লাইন পরিবহন বাসে এসির ব্যবস্থা রয়েছে । আবার আপনি চাইলে নন এসি টিকিট বুকিং করে বাস ব্যবহার করতে পারেন । মূলত আপনার কি কি চাহিদা রয়েছে আপনি এসি বাস নাকি এসি ছাড়া বাসে চলাচল করতে চান সব সুযোগ সুবিধা আপনি গ্রীন লাইন পরিবহন বাস ব্যবহার করলে উপভোগ করতে পারবেন  ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে দেশের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বাস গ্রীন লাইন সম্পর্কে আলোচনা করেছি । মূলত গ্রীন লাইন পরিবহনের বাস কাউন্টার নাম্বার, যোগাযোগের ঠিকানা এবং অনলাইনে কিভাবে টিকিট বুকিং করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি গ্রীন লাইন পরিবহন ব্যবহার করতে চান তাহলে উল্লেখিত নির্দেশনা গুলো ফলো করতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ফ্যামিলিতে এই পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
বাংলাদেশ টু শ্রীলংকা বিমান ভাড়া কত সর্বশেষ আপডেট
বাংলাদেশ টু শ্রীলংকা বিমান ভাড়া

দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দ্বীপ রাষ্ট্রের নাম হচ্ছে শ্রীলংকা । বর্তমানে বাংলাদেশের অসংখ্য মানুষ শ্রীলঙ্কাতে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে । বিস্তারিত পড়ুন

ঢাকা টু রংপুর বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা
ঢাকা টু রংপুর বাসের সময়সূচী

আপনি কি ঢাকা টু রংপুর বাসের সময়সূচী খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের বিস্তারিত পড়ুন

ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি

আপনি কি ঢাকা টু চাঁদপুর লঞ্চ দিয়ে যেতে যাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা বিস্তারিত পড়ুন

সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৫
সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৪

আপনি কি সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । বিস্তারিত পড়ুন

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা
সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী

আপনি কি সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ টু নেত্রকোনা ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন ও ভাড়ার তালিকা
ময়মনসিংহ টু নেত্রকোনা ট্রেনের ভাড়ার তালিকা

আপনি কি অনলাইনে ময়মনসিংহ টু নেত্রকোনা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন বিস্তারিত পড়ুন

x

Leave a Reply

error: Content is protected !!