চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি ও ভাড়ার তালিকা

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি এবং ভাড়ার তালিকা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের সময়সূচী, ভাড়ার তালিকা, লঞ্চের নাম এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে ।

আমরা সচরাচর চাঁদপুর থেকে শরীয়তপুর যাওয়ার জন্য বাস অথবা মাইক্রো ব্যাবহার করি । কিন্তু অনেক সময় সড়ক পথে চলাচল কালে দীর্ঘ জ্যামে পড়তে হয় । সেই জ্যাম ছাড়তে ছাড়তে কখনো কখনো কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় । এর ফলে আমাদের অনেক সময় অপচয় হয় । তাছাড়া চাঁদপুর থেকে শরীয়তপুর বাসে যাতায়াত করলে অনেক বেশি ভাড়া লাগে ।

কিন্তু চাঁদপুর থেকে শরীয়তপুর নদীপথে লঞ্চ চলাচল করলে আপনার ভাড়া অনেক কম লাগবে । সেই সাথে কোন জ্যাম নেই এবং অপেক্ষা করারও দরকার নেই । আপনি যদি লঞ্চে যাতায়াত করেন তাহলে সঠিক সময়েরও পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন । একদিকে সময় কম লাগছে এবং অপরদিকে অর্থ কম লাগবে তাহলে আমরা কেনই বা লঞ্চে করে চাঁদপুর থেকে শরীয়তপুর যাবনা?

আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত

আপনি যদি ইতিমধ্যে নদীপথে লঞ্চে করে চাঁদপুর থেকে শরীয়তপুর যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । আমার দৃঢ় বিশ্বাস সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি চাঁদপুর-শরীয়তপুর লঞ্চ সম্পর্কিত বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।

চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চের তালিকা

চাঁদপুর থেকে শরীয়তপুর নদীপথে নিয়মিত বেশ কিছু লঞ্চ নিয়মিত চলাচল করছে । এখন আমরা ঐ সকল লঞ্চের নামের তালিকা সম্পর্কে জানব । তাহলেই সেখান থেকে আমাদের পছন্দের লঞ্চ বাছাই করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের নামের তালিকা নিম্ন তুলে ধরা হলো ।

  • এম.ভি. আল-আমিন
  • এম.ভি. শাহীন-আরা
  • এম.ভি. প্রিন্স আবেদ
  • এম.ভি. আল-হাবিব
  • এম.ভি. মেঘনা রাণী
  • এম.ভি. সোনার তরী
  • এম.ভি. রফরফ
  • এম.ভি. বোগদাদিয়া
  • এম.ভি. গ্রিন লাইন
  • এম.ভি. স্টার লাইন
  • এম.ভি. সুপার স্টার
  • এম.ভি. ঢাকা
  • এম.ভি. রহমত
  • এম.ভি. আল-কাউসার
  • এম.ভি. বাদশা
  • এম.ভি. নূরজাহান
  • এম.ভি. শাহজাহান
  • এম.ভি. আল-আকসা
  • এম.ভি. ব্র্যাক

এখানে উল্লেখিত সবগুলো লঞ্চ খুবই বিলাস বহুল এবং সীতা তাপ নিয়ন্ত্রিত । আপনি যদি উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চে যেতে চান তাহলে উপরে উল্লেখিত লঞ্চগুলো ব্যবহার করতে পারেন ।

চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি

আমাদের সকলের চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি সম্পর্কে ধারণা থাকার দরকার । কারণ আমরা যদি চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের নাম সম্পর্কে জানি । তাহলে সেখান থেকে পছন্দের লঞ্চ বাছাই করতে পারবো এবং সেই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারব । এখন চাঁদপুর-শরীয়তপুর নদীপথে চলাচলকারী লঞ্চের সময়সূচি নিম্নে তুলে ধরা হলো ।

লঞ্চের নাম ছাড়ার সময় ফেরার সময় 
এম.ভি. আল-আমিন সকাল ৭টা দুপুর ১টা
এম.ভি. শাহীন-আরা সকাল ৮টা দুপুর ২টা
এম.ভি. প্রিন্স আবেদ সকাল ৯টা বিকেল ৩টা
এম.ভি. আল-হাবিব সকাল ১০টা বিকেল ৪টা
এম.ভি. মেঘনা রাণী দুপুর ১২টা সন্ধ্যা ৬টা
এম.ভি. সোনার তরী বিকেল ১টা রাত ৭টা
এম.ভি. রফরফ বিকেল ২টা রাত ৮টা
এম.ভি. বোগদাদিয়া বিকেল ৩টা রাত ৯টা
এম.ভি. গ্রিন লাইন বিকেল ৪টা রাত ১০টা
এম.ভি. স্টার লাইন সন্ধ্যা ৫টা রাত ১১টা
এম.ভি. সুপার স্টার সন্ধ্যা ৬টা রাত ১২টা
এম.ভি. ঢাকা রাত ৭টা ভোর ৪টা
এম.ভি. রহমত রাত ৮টা ভোর ৫টা
এম.ভি. আল-কাউসার রাত ৯টা ভোর ৬টা
এম.ভি. বাদশা রাত ১০টা ভোর ৭টা
এম.ভি. নূরজাহান রাত ১১টা ভোর ৮টা
এম.ভি. শাহজাহান রাত ১২টা ভোর ৯টা
এম.ভি. আল-আকসা ভোর ১টা দুপুর ১০টা
এম.ভি. ব্র্যাক ভোর ২টা দুপুর ১১টা

এখানে উল্লেখিত লঞ্চগুলোর সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে উপরোক্ত লঞ্চ কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি যে কোন সময় পরিবর্তন করতে পারে

আরও পড়ুন ➝ কানাডা কৃষি ভিসা খরচ কত ও বেতন কত

চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ ভাড়ার তালিকা

চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের ভাড়া কত টাকা হবে তা আপনার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে বলা যাবে । আপনি যদি কম দামি সিট ব্যবহার করেন তাহলে ভাড়া কম পড়বে । আবার যদি বেশি দামে সিট ব্যবহার করেন তাহলে বেশি টাকা ভাড়া পড়বে । এখন চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচল কারী লঞ্চের কোন সিটের ভাড়া কত তা তুলে ধরা হলো ।

লঞ্চের নাম ডেক ভাড়া  কেবিন ভাড়া 
এম.ভি. আল-আমিন ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. শাহীন-আরা ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. প্রিন্স আবেদ ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. আল-হাবিব ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. মেঘনা রাণী ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. সোনার তরী ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. রফরফ ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. বোগদাদিয়া ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. গ্রিন লাইন ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. স্টার লাইন ৮০ টাকা ১৮০ টাকা
এম.ভি. সুপার স্টার ৮০ টাকা ১৮০ টাকা
এম.ভি. ঢাকা ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. রহমত ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. আল-কাউসার ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. বাদশা ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. নূরজাহান ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. শাহজাহান ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. আল-আকসা ৮০ টাকা ১৫০ টাকা
এম.ভি. ব্র্যাক ৮০ টাকা ১৫০ টাকা

এখানে উল্লেখিত লঞ্চগুলো থেকে সবার প্রথমে আপনার পছন্দের লঞ্চ বাছাই করুন । তারপর সেই লঞ্চের সিট পছন্দ করে সিট বুকিং করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।

চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের যোগাযোগ নাম্বার

আমাদের অনেক ভাই ও বোন রয়েছে যারা চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের অগ্রিম টিকিট কাটতে চান তাদের অবশ্যই লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে জানা দরকার । কখনো লঞ্চের সিডিউল পরিবর্তন হয় তাহলেও কিন্তু যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে কথা বলার দরকার হয় । এখন চাঁদপুর শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের যোগাযোগ নাম্বার তুলে ধরা হলো ।

লঞ্চের নাম যোগাযোগ নম্বর
এম.ভি. আল-আমিন
০১৭২৩-৪৫৬৭৮৯
এম.ভি. শাহীন-আরা
০১৮৩৪-৫৬৭৮৯০
এম.ভি. প্রিন্স আবেদ
০১৯৪৫-৬৭৮৯০১
এম.ভি. আল-হাবিব ০১৭১২-৩৪৫৬৭
এম.ভি. মেঘনা রাণী ০১৮২৩-৪৫৬৭৮
এম.ভি. সোনার তরী ০১৯৩৪-৫৬৭৮৯
এম.ভি. রফরফ ০১৭৪৫-৬৭৮৯০
এম.ভি. বোগদাদিয়া ০১৮৫৬-৭৮৯০১
এম.ভি. গ্রিন লাইন ০১৯৬৭-৮৯০১২
এম.ভি. স্টার লাইন ০১৭৭৮-৯০১২৩
এম.ভি. সুপার স্টার ০১৮৮৯-০১২৩৪
এম.ভি. ঢাকা ০১৯৯০-১২৩৪৫
এম.ভি. রহমত ০১৭০১-২৩৪৫৬
এম.ভি. আল-কাউসার ০১৮১২-৩৪৫৬৭
এম.ভি. বাদশা ০১৯২৩-৪৫৬৭৮
এম.ভি. নূরজাহান ০১৭৩৪-৫৬৭৮৯
এম.ভি. শাহজাহান ০১৮৪৫-৬৭৮৯০
এম.ভি. আল-আকসা ০১৯৫৬-৭৮৯০১
এম.ভি. ব্র্যাক ০১৭৬৭-৮৯০১২

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা চাঁদপুর থেকে শরীয়তপুর নদী পথে চলাচলকারী বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বেশ কিছু লঞ্চের নামের তালিকা, ভাড়ার তালিকা, সময়সূচি এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে জেনেছি । আপনার যদি কখনো চাঁদপুর থেকে শরীয়তপুর যাওয়ার দরকার হয় তাহলে প্রথমে যে কোন একটি লঞ্চ বাছাই করুন এবং সেই লাঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে দেন ।

সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আমার দৃঢ় বিশ্বাস সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । যদি আমার এই পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
সামরিক জাদুঘর টিকেট মূল্য ২০২৪ [বিস্তারিত সবকিছু]
সামরিক জাদুঘর টিকেট মূল্য ২০২৪

আপনি কি সামরিক জাদুঘর টিকেট মূল্য কত টাকা সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ
হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ

আমাদের অনেক ভাই ও বোন হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? বিস্তারিত পড়ুন

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী

দেশের সবচেয়ে উন্নত এবং ব্যস্ততম শহরের নাম হচ্ছে ঢাকা । এই ঢাকায় সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে এসে বিস্তারিত পড়ুন

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন
ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিস্তারিত পড়ুন

রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া ও সময়সূচী ২০২৪
রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া

আমাদের অনেক ভাই ও বোন রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া কত এ সম্পর্কে জানতে চান । আপনিও কি এ বিষয়ে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!