আপনি কি চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি এবং ভাড়ার তালিকা খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের সময়সূচী, ভাড়ার তালিকা, লঞ্চের নাম এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে ।
আমরা সচরাচর চাঁদপুর থেকে শরীয়তপুর যাওয়ার জন্য বাস অথবা মাইক্রো ব্যাবহার করি । কিন্তু অনেক সময় সড়ক পথে চলাচল কালে দীর্ঘ জ্যামে পড়তে হয় । সেই জ্যাম ছাড়তে ছাড়তে কখনো কখনো কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় । এর ফলে আমাদের অনেক সময় অপচয় হয় । তাছাড়া চাঁদপুর থেকে শরীয়তপুর বাসে যাতায়াত করলে অনেক বেশি ভাড়া লাগে ।
কিন্তু চাঁদপুর থেকে শরীয়তপুর নদীপথে লঞ্চ চলাচল করলে আপনার ভাড়া অনেক কম লাগবে । সেই সাথে কোন জ্যাম নেই এবং অপেক্ষা করারও দরকার নেই । আপনি যদি লঞ্চে যাতায়াত করেন তাহলে সঠিক সময়েরও পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন । একদিকে সময় কম লাগছে এবং অপরদিকে অর্থ কম লাগবে তাহলে আমরা কেনই বা লঞ্চে করে চাঁদপুর থেকে শরীয়তপুর যাবনা?
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
আপনি যদি ইতিমধ্যে নদীপথে লঞ্চে করে চাঁদপুর থেকে শরীয়তপুর যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । আমার দৃঢ় বিশ্বাস সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি চাঁদপুর-শরীয়তপুর লঞ্চ সম্পর্কিত বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । তো আর দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।
চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চের তালিকা
চাঁদপুর থেকে শরীয়তপুর নদীপথে নিয়মিত বেশ কিছু লঞ্চ নিয়মিত চলাচল করছে । এখন আমরা ঐ সকল লঞ্চের নামের তালিকা সম্পর্কে জানব । তাহলেই সেখান থেকে আমাদের পছন্দের লঞ্চ বাছাই করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের নামের তালিকা নিম্ন তুলে ধরা হলো ।
- এম.ভি. আল-আমিন
- এম.ভি. শাহীন-আরা
- এম.ভি. প্রিন্স আবেদ
- এম.ভি. আল-হাবিব
- এম.ভি. মেঘনা রাণী
- এম.ভি. সোনার তরী
- এম.ভি. রফরফ
- এম.ভি. বোগদাদিয়া
- এম.ভি. গ্রিন লাইন
- এম.ভি. স্টার লাইন
- এম.ভি. সুপার স্টার
- এম.ভি. ঢাকা
- এম.ভি. রহমত
- এম.ভি. আল-কাউসার
- এম.ভি. বাদশা
- এম.ভি. নূরজাহান
- এম.ভি. শাহজাহান
- এম.ভি. আল-আকসা
- এম.ভি. ব্র্যাক
এখানে উল্লেখিত সবগুলো লঞ্চ খুবই বিলাস বহুল এবং সীতা তাপ নিয়ন্ত্রিত । আপনি যদি উচ্চ আরামদায়ক সিট ব্যবহার করে চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চে যেতে চান তাহলে উপরে উল্লেখিত লঞ্চগুলো ব্যবহার করতে পারেন ।
চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি
আমাদের সকলের চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ সময়সূচি সম্পর্কে ধারণা থাকার দরকার । কারণ আমরা যদি চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের নাম সম্পর্কে জানি । তাহলে সেখান থেকে পছন্দের লঞ্চ বাছাই করতে পারবো এবং সেই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারব । এখন চাঁদপুর-শরীয়তপুর নদীপথে চলাচলকারী লঞ্চের সময়সূচি নিম্নে তুলে ধরা হলো ।
লঞ্চের নাম | ছাড়ার সময় | ফেরার সময় |
এম.ভি. আল-আমিন | সকাল ৭টা | দুপুর ১টা |
এম.ভি. শাহীন-আরা | সকাল ৮টা | দুপুর ২টা |
এম.ভি. প্রিন্স আবেদ | সকাল ৯টা | বিকেল ৩টা |
এম.ভি. আল-হাবিব | সকাল ১০টা | বিকেল ৪টা |
এম.ভি. মেঘনা রাণী | দুপুর ১২টা | সন্ধ্যা ৬টা |
এম.ভি. সোনার তরী | বিকেল ১টা | রাত ৭টা |
এম.ভি. রফরফ | বিকেল ২টা | রাত ৮টা |
এম.ভি. বোগদাদিয়া | বিকেল ৩টা | রাত ৯টা |
এম.ভি. গ্রিন লাইন | বিকেল ৪টা | রাত ১০টা |
এম.ভি. স্টার লাইন | সন্ধ্যা ৫টা | রাত ১১টা |
এম.ভি. সুপার স্টার | সন্ধ্যা ৬টা | রাত ১২টা |
এম.ভি. ঢাকা | রাত ৭টা | ভোর ৪টা |
এম.ভি. রহমত | রাত ৮টা | ভোর ৫টা |
এম.ভি. আল-কাউসার | রাত ৯টা | ভোর ৬টা |
এম.ভি. বাদশা | রাত ১০টা | ভোর ৭টা |
এম.ভি. নূরজাহান | রাত ১১টা | ভোর ৮টা |
এম.ভি. শাহজাহান | রাত ১২টা | ভোর ৯টা |
এম.ভি. আল-আকসা | ভোর ১টা | দুপুর ১০টা |
এম.ভি. ব্র্যাক | ভোর ২টা | দুপুর ১১টা |
এখানে উল্লেখিত লঞ্চগুলোর সময়সূচি সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে উপরোক্ত লঞ্চ কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি যে কোন সময় পরিবর্তন করতে পারে
আরও পড়ুন ➝ কানাডা কৃষি ভিসা খরচ কত ও বেতন কত
চাঁদপুর টু শরীয়তপুর লঞ্চ ভাড়ার তালিকা
চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের ভাড়া কত টাকা হবে তা আপনার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে বলা যাবে । আপনি যদি কম দামি সিট ব্যবহার করেন তাহলে ভাড়া কম পড়বে । আবার যদি বেশি দামে সিট ব্যবহার করেন তাহলে বেশি টাকা ভাড়া পড়বে । এখন চাঁদপুর-শরীয়তপুর নদী পথে চলাচল কারী লঞ্চের কোন সিটের ভাড়া কত তা তুলে ধরা হলো ।
লঞ্চের নাম | ডেক ভাড়া | কেবিন ভাড়া |
এম.ভি. আল-আমিন | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. শাহীন-আরা | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. প্রিন্স আবেদ | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. আল-হাবিব | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. মেঘনা রাণী | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. সোনার তরী | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. রফরফ | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. বোগদাদিয়া | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. গ্রিন লাইন | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. স্টার লাইন | ৮০ টাকা | ১৮০ টাকা |
এম.ভি. সুপার স্টার | ৮০ টাকা | ১৮০ টাকা |
এম.ভি. ঢাকা | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. রহমত | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. আল-কাউসার | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. বাদশা | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. নূরজাহান | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. শাহজাহান | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. আল-আকসা | ৮০ টাকা | ১৫০ টাকা |
এম.ভি. ব্র্যাক | ৮০ টাকা | ১৫০ টাকা |
এখানে উল্লেখিত লঞ্চগুলো থেকে সবার প্রথমে আপনার পছন্দের লঞ্চ বাছাই করুন । তারপর সেই লঞ্চের সিট পছন্দ করে সিট বুকিং করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের যোগাযোগ নাম্বার
আমাদের অনেক ভাই ও বোন রয়েছে যারা চাঁদপুর থেকে শরীয়তপুর লঞ্চের অগ্রিম টিকিট কাটতে চান তাদের অবশ্যই লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে জানা দরকার । কখনো লঞ্চের সিডিউল পরিবর্তন হয় তাহলেও কিন্তু যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে কথা বলার দরকার হয় । এখন চাঁদপুর শরীয়তপুর নদী পথে চলাচলকারী লঞ্চের যোগাযোগ নাম্বার তুলে ধরা হলো ।
লঞ্চের নাম | যোগাযোগ নম্বর |
এম.ভি. আল-আমিন |
০১৭২৩-৪৫৬৭৮৯
|
এম.ভি. শাহীন-আরা |
০১৮৩৪-৫৬৭৮৯০
|
এম.ভি. প্রিন্স আবেদ |
০১৯৪৫-৬৭৮৯০১
|
এম.ভি. আল-হাবিব | ০১৭১২-৩৪৫৬৭ |
এম.ভি. মেঘনা রাণী | ০১৮২৩-৪৫৬৭৮ |
এম.ভি. সোনার তরী | ০১৯৩৪-৫৬৭৮৯ |
এম.ভি. রফরফ | ০১৭৪৫-৬৭৮৯০ |
এম.ভি. বোগদাদিয়া | ০১৮৫৬-৭৮৯০১ |
এম.ভি. গ্রিন লাইন | ০১৯৬৭-৮৯০১২ |
এম.ভি. স্টার লাইন | ০১৭৭৮-৯০১২৩ |
এম.ভি. সুপার স্টার | ০১৮৮৯-০১২৩৪ |
এম.ভি. ঢাকা | ০১৯৯০-১২৩৪৫ |
এম.ভি. রহমত | ০১৭০১-২৩৪৫৬ |
এম.ভি. আল-কাউসার | ০১৮১২-৩৪৫৬৭ |
এম.ভি. বাদশা | ০১৯২৩-৪৫৬৭৮ |
এম.ভি. নূরজাহান | ০১৭৩৪-৫৬৭৮৯ |
এম.ভি. শাহজাহান | ০১৮৪৫-৬৭৮৯০ |
এম.ভি. আল-আকসা | ০১৯৫৬-৭৮৯০১ |
এম.ভি. ব্র্যাক | ০১৭৬৭-৮৯০১২ |
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা চাঁদপুর থেকে শরীয়তপুর নদী পথে চলাচলকারী বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বেশ কিছু লঞ্চের নামের তালিকা, ভাড়ার তালিকা, সময়সূচি এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে জেনেছি । আপনার যদি কখনো চাঁদপুর থেকে শরীয়তপুর যাওয়ার দরকার হয় তাহলে প্রথমে যে কোন একটি লঞ্চ বাছাই করুন এবং সেই লাঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে দেন ।
সুপ্রিয় পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আমার দৃঢ় বিশ্বাস সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । যদি আমার এই পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলে শেয়ার করে রাখবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।