আপনি কি ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত ২০২৪ জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । আজকাল আমাদের আশপাশে তাকালে দেখা যায় অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে । ডায়াবেটিসের বর্তমানে কত পয়েন্ট বা কি অবস্থানে আছে তা প্রতিনিয়ত চেক করা উচিত ।
মূলত ডায়াবেটিসের মাত্রা কত আছে তা চেক করার জন্য বাজারে ডায়াবেটিস মাপার মেশিন পাওয়া যায় । এই মেশিনগুলো ব্যবহার করা মাধ্যমে খুব সহজে আপনি কত পয়েন্ট ডায়াবেটিসে আক্রান্ত আছেন তা জানতে পারবেন । এই মেশিনগুলো খুব অল্প দামে আপনি বাজার থেকে কিনতে পারবেন ।
আরও পড়ুন ➝ ওজন মাপার মেশিনের দাম কত
আপনি যদি দোকান অথবা কোন ডাক্তারের চেম্বার থেকে ডায়াবেটিস নিয়মিত মেপে যান তাহলে তাদেরকে ফি দিতে হবে । এই কাজটা আপনি যদি নিজে বাড়িতে ডায়াবেটিসের মেশিন কিনে নেন তাহলে কোন টাকা ফি দিতে হবে না । এই কাজটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে করতে পারবেন ।
ইতিমধ্যে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন ডায়াবেটিস মাপার যন্ত্র কিনবেন তাহলে শুধুমাত্র এই পোস্টটি আপনার জন্য । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি মনোযোগ সহকারে থাকুন । তো আর দেরি না করে চলুন আমাদের আজকের মূল আলোচনাতে যাওয়া যাক ।
ডায়াবেটিস মাপার মেশিনের কাজ কি?
আপনি যদি ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ডায়াবেটিস মাপার যন্ত্র কেনা খুবই গুরুত্বপূর্ণ । কেননা আপনি যদি প্রতিনিয়ত ঔষধের দোকান অথবা ডাক্তারের চেম্বারে ডায়াবেটিস চেক করার জন্য যাতায়াত করেন তাহলে তাদের খরচ দিতে হবে । কিন্তু যদি নিজেই এরকম একটা মেশিন কিনে নেন তাহলে কিন্তু কোন খরচ দিতে হবে না । এখন মেশিনের কাজ সম্পর্কে নিচের তুলে ধরা হলোঃ
- এই মেশিন আপনার রক্তের শর্করা পরিমাণ নির্ধারণ করে ।
- আপনার ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ।
- ডায়াবেটিসের ডোজ সমন্বয় করতে সহায়তা করে ।
- ডায়াবেটিসের যাবতীয় জটিল ও কঠিন সমস্যা রোধ করে ।
উপরে উল্লেখিত সুযোগ সুবিধা উপভোগ করার পাশাপাশি আরো অনেক সুযোগ সুবিধা পাবেন যদি আপনি এই মেশিনটি কিনেন । তাই নিয়মিত ঘরে বসে ডায়াবেটিস চেক করতে চাইলে অবশ্যই এমন মেশিন কিনে আনুন ।
ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত ২০২৪
বর্তমানে বাজারে অসংখ্য ডায়াবেটিস মাপার যন্ত্র রয়েছে ওই সকল যন্ত্র ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ডায়াবেটিসের মাত্রা কত রয়েছে তা জানতে পারবেন । আপনি যদি google অথবা ইউটিউবে এসে এ বিষয়ে সার্চ করেন তাহলে অসংখ্য আর্টিকেল এবং ভিডিও দেখতে পাবেন ।
সেখানে খুব সুন্দর করে মেশিনের দাম এবং ব্যবহার সম্পর্কে সুন্দর করে তুলে ধরা হয়েছে । তাছাড়া আপনি যেহেতু ইতিমধ্যে এই পোস্টটি ওপেন করেই ফেলেছেন তাহলে এখন এই ডায়াবেটিসের মাপার যন্ত্র কতটুকু মূল্য তা জানতে পারবেন । তাই নিচের স্টেপ গুলো ফলো করতে থাকুন ।
ডায়াবেটিস মাপার মেশিনের দাম বাংলাদেশ
ডায়াবেটিস মাপবার যন্ত্র ব্যবহার করা মাধ্যমে আপনার রক্তে কতটুকু শর্করা রয়েছে তা খুব সহজেই জানতে পারবেন । তাই আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ মাপার মেশিন দাম সম্পর্কে জানি তাহলে খুব সহজে অনলাইন অথবা দোকান থেকে ওই মেশিনটি কিনতে পারবো । এখন নিচে ছক আকারে বেশ কয়েকটি মেশিনের দাম সম্পর্কে তুলে ধরা হলোঃ
মেশিনের নাম | মেশিনের দাম |
VivaChek Ino Blood Glucose Monitoring System | 1399 Taka |
Sinocare Safe-Accu Easy Blood Glucose Meter | 580 Taka |
Care Chek Diabetes Glucometer | 1900 Taka |
Accu-Chek Instant S Blood Glucose Monitor | 2800 Taka |
NTI BGM-208 Blood Glucose Monitoring System | 899 Taka |
On Call EZ II Blood Glucose Meter | 14900 Taka |
উপরে যতগুলো মেশিন উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন । এখানে উল্লেখ করা মেশিনের দাম সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । এই মেশিনগুলোর দাম ও মডেল যেকোনো সময় পরিবর্তিত হতে পারে । উপরোক্ত মেশিন গুলো অনলাইন থেকে কিনতে এই https://t.ly/SZaFG লিঙ্কে ভিজিট করুন
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে বেশ কয়েকটি ডায়াবেটিস মাপার যন্ত্রের নাম ও মূল্য তুলে ধরা হয়েছে । এই মেশিনগুলো বর্তমানে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে । আপনি যদি কখনো এই সকল মেশিন কিনতে চান তাহলে উপরোক্ত মেশিনগুলো থেকে যে কোন একটি মেশিন কিনে ব্যবহার করতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন । তাছাড়া আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।