আপনি কি ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে কোন কোন বাস চলাচল করছে, সেই সকল বাসের সময়সূচী, ভাড়ার তালিকা এবং কাউন্টার নাম্বার সম্পর্কে ।
আমরা অনেকে ঢাকা টু কিশোরগঞ্জ যাওয়ার জন্য মাইক্রো অথবা বাস ব্যবহার করে থাকি । যারা নিয়মিত ঢাকা থেকে কিশোরগঞ্জ বাসে যাতায়াত করেন তারা হয়তো কিছু বাসের নাম সম্পর্কে জানতে পারবেন । আবার অনেকে হয়তো এ বিষয়ে নাও জানতে পারেন । কিন্তু আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে তো কোন বাস কখন ছাড়ে তা জানবেন না ।
আরও পড়ুন ➝ কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়
আপনি যদি ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে চান তাহলে খুব দ্রুত সময় পৌঁছানোর জন্য বাস ব্যবহার করা জরুরী । ঢাকা-কিশোরগঞ্জ রোডে চলমান বাস সম্পর্কে যদি আপনি ইতিমধ্যে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন ।
ঢাকা টু কিশোরগঞ্জ বাসের তালিকা
ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে চলাচল করার জন্য নিয়মিত বেশ কয়েকটি বাস চলাচল করছে । আমরা যদি ঐ সকল বাসের নাম সম্পর্কে জানি তাহলে পছন্দের বাস বাছাই করতে পারব এবং যাত্রা সম্পন্ন করতে পারব । এখন নিচে ওই সকল বাসের নাম তুলে ধরা হলো ।
- একুশে সার্ভিস
- এনা সার্ভিস
- সুপার বাস
- বিআরটিসি বাস
- অতিথি বাস
- ঈশা ইন্টারপ্রাইজ
এখানে যতগুলো বাসের নাম দেওয়া হয়েছে এগুলো ছাড়াও আরো অন্যান্য বাস বর্তমানে ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে চলাচল করছে । এখান থেকে আপনার যে বাসটি পছন্দ হয় সেই বাসের টিকিট কেটে যাত্রা সম্পন্ন করতে পারেন ।
ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচী
ঢাকা টু কিশোরগঞ্জ বাসের সময়সূচি সম্পর্কে আমাদের সকলের জানা খুবই জরুরী । কারণ হচ্ছে আমরা যদি ওই সকল বাসের নাম সম্পর্কে জানি তাহলে সঠিক সময় বাস কাউন্টারে পৌঁছাতে পারবো এবং বাস ধরে গন্তব্যস্থলে যেতে পারবো । এখন নিচে ওই সকল বাসের সময়সূচি তুলে ধরা হলো ।
বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
একুশে সার্ভিস | ভোর ৫ঃ৩০ | সকাল ৯ঃ৩০ |
এনা | সকাল ০৬ঃ৩০ | সকাল ১০ঃ১০ |
বিআরটিসি | সকাল ০৭ঃ১০ | সকাল ১১ঃ৩০ |
ঈশা ইন্টারপ্রাইজ | সকাল ৭ঃ৩০ | সকাল ১১ঃ৩০ |
একুশে সার্ভিস – এই বাসটি ভোর ৫ঃ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং সকাল ৯ঃ৩০ মিনিটে কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় ।
এনা – ঢাকা বাস কাউন্টার থেকে এনা বাসটি সকাল ০৬ঃ৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং কিশোরগঞ্জ বাস কাউন্টারে গিয়ে পৌঁছায় সকাল ১০ঃ১০ মিনিটে ।
বিআরটিসি – ঢাকা থেকে সকাল ০৭ঃ১০ মিনিটে বিআরটিসি বাসটি যাত্রা শুরু করে এবং কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় সকাল ১১ঃ৩০ মিনিটে ।
ঈশা ইন্টারপ্রাইজ – এই বাসটি সকাল ৭:৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় সকাল ১১:৩০ মিনিটে ।
এখানে উল্লেখিত বাস গুলো নিয়মিত ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে চলাচল করছে । এই বাস গুলোর সময়সূচী সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে এই সময়সূচির যে কোন সময় পরিবর্তিত হতে পারে ।
আরও পড়ুন ➝ কম্বোডিয়া ভিসার দাম কত সর্বশেষ আপডেট
ঢাকা টু কিশোরগঞ্জ বাসের ভাড়া
ঢাকা থেকে কিশোরগঞ্জ বাসের ভাড়া কত হবে তা বাসের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আপনি যদি এসি বাস ব্যবহার করেন তাহলে ভাড়া বেশি টাকা পড়বে । আবার যদি নন এসি বাস ব্যবহার করেন তাহলে ভাড়া কম পড়বে । এখন কোন বাসের জন্য কত টাকা ভাড়া তা তুলে ধরা হলো ।
বাসের নাম | এসি বাস ভাড়া | নন এসি বাস ভাড়া |
একুশে সার্ভিস | ৪৪০ টাকা | ৩০০ টাকা |
এনা | ৪২০ টাকা | ৩০০ টাকা |
বিআরটিসি | ৪৪০ | ৩০০ টাকা |
ঈশা | ৩৫০ টাকা | ২৫০ টাকা |
একুশে সার্ভিস এসি বাসের ভাড়া ৪৪০ এবং নন এসি বাসের ভাড়া ৩০০ টাকা । এনা এসি বাসের ভাড়া ৪২০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৩০০ টাকা । বিআরটিসি এসি বাসের ভাড়া ৪৪০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৩০০ টাকা । ইশা এন্টারপ্রাইজ এসি বাসের ভাড়া ৩৫০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ২৫০ টাকা ।
এখানে উল্লেখিত এসি এবং নন এসি বাস থেকে আপনার যে বাস পছন্দ সেই বাসের টিকিট কাটুন এবং আপনার পরিবহন যাত্রা সম্পন্ন করুন ।
ঢাকা টু কিশোরগঞ্জ বাস কাউন্টার নাম্বার
এতক্ষণ আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য বেশ কিছু বাসের নাম এবং সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জেনেছি । এখন অনেকে হয়তো ঢাকা কোথায় বাস কাউন্টার রয়েছে সে সম্পর্কে জানেন না অথবা বাসের শিডিউল চেঞ্জ হয়েছে কখন সে সম্পর্কেও জানেন না । আবার অগ্রিম টিকিট কাটার জন্য বাস কাউন্টার নাম্বারের দরকার হয় । এখন নিচে বেশ কয়েকটি বাস কাউন্টার নাম্বার তুলে ধরা হলো ।
কাউন্টার নাম | মোবাইল নাম্বার |
অনন্যা ক্লাসিক | ০১৭১৩৫২৮৪৪৫ |
তিশা কোচ গুলিস্থান | ০১৭৪১৭৫৪৭৬৪ |
চামড়াবন্দর এক্সপ্রেস | ০১৭৮৩৮৯৫৫৮৮ |
বি.আর.টিসি | ০১৭২৪৮৬৯১৮৭ |
আপনি যদি ঢাকা বাস কাউন্টার যোগাযোগ করতে চান তাহলে অনন্যা ক্লাসিক ০১৭১৩৫২৮৪৪৫ তিশা কোচ গুলিস্তান ০১৭৪১৭৫৪৭৬৪, চামড়া বন্দর এক্সপ্রেস ০১৭৮৩৮৯৫৫৮৮ এবং বিআরটিসি ০১৭২৪৮৬৯১৮৭ এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ সড়ক পথে চলাচল করার জন্য বেশ কিছু বাসের সময়সূচী, ভাড়ার তালিকা এবং কাউন্টার নাম্বার সম্পর্কে জেনেছি । আপনি যদি কখনো ঢাকা টু কিশোরগঞ্জ যেতে চান তাহলে উপরে উল্লেখিত যে কোন একটি বাস পছন্দ করুন । তারপর সেই বাসের টিকিট কেটে আপনার পরিবহন যাত্রা সম্পন্ন করুন ।
সম্মানিত পাঠক, আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া চাইলে আপনার ব্যবহৃত ফেসবুক ও টুইটার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন । ধন্যবাদ ।