ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী ও ভাড়ার তালিকা

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কি ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে কিভাবে লঞ্চে কুয়াকাটা যাওয়া যায় এবং লঞ্চের নামের তালিকা, সময়সূচী ও ভাড়া সম্পর্কে ।

কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সৌন্দর্য সমুদ্র সৈকতের নাম । এটি পটুয়াখালী জেলার অন্তর্গত যা বরিশাল বিভাগে অবস্থিত । এই কুয়াকাটাতে প্রতি বছর দেশি এবং বিদেশী লাখ লাখ মানুষ ভ্রমণ করতে আসে । এখানে চার পাশের প্রকৃতি, আবহাওয়া, গাছপালা সমুদ্রের ঢেউ, এবং মাছের বারবিকিউ ইত্যাদি খুবই চাঞ্চলের সৃষ্টি করে থাকে ।

আপনি ঢাকা থেকে কুয়াকাটা বিভিন্ন উপায়ে যেতে পারবেন । আমরা সাধারণত বাস ও মাইক্রো ব্যাবহার করে ঢাকা হতে কুয়াকাটা যেয়ে থাকি । কিন্তু আপনি চাইলে লঞ্চের মাধ্যমে ঢাকা হতে কুয়াকাটা যেতে পারবেন । এখন অনেকে প্রশ্ন করতে পারেন বাস ও মাইক্রোনা ব্যবহার করে কেন আমরা লঞ্চ ব্যবহার করে ঢাকা টু কুয়াকাটা যাব ?

আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন কত

লঞ্চের মাধ্যমে যদি ঢাকা হতে কুয়াকাটা যান তাহলে খুব অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন । তাছাড়া আপনি যখন সমুদ্রপথে লঞ্চের মাধ্যমে কুয়াকাটা যাবেন তখন সমুদ্রের উত্তাল ঢেউ ও আশপাশের প্রকৃতি সবকিছু দেখে আপনার মন ভরে যাবে । যা সাধারণত আপনি সড়ক পথে ব্যবহার করে উপভোগ করতে পারবেন না ।

আপনি যদি ইতিমধ্যে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য । আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি সম্পূর্ণ পোস্টটি পড়েন তাহলে ঢাকা-কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।

ঢাকা টু কুয়াকাটা লঞ্চ তালিকা

বর্তমানে ঢাকা হতে কুয়াকাটা সমুদ্রবতে বেশ কিছু লঞ্চ নিয়মিত চলাচল করছে । আমরা যদি ঐ সকল লঞ্চের নাম সম্পর্কে জানি তাহলে পছন্দের লঞ্চ বাছাই করতে পারব এবং সেই লঞ্চের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো । এখন ঢাকা-কুয়াকাটা সমুদ্রপথে চলাচলকারী লঞ্চের নাম তুলে ধরা হলো ।

  • এম ভি এ আর খান ১
  • এম ভি প্রিন্স আওলাদ ৭
  • এম ভি সুন্দরবন ৯
  • এম ভি কুয়াকাটা ১
  • এম ভি সুন্দরবন ১১
  • এম ভি জামাল ৫
  • এম ভি কাজল ৭
  • এম ভি ছাত্তার খান ১

এখানে উল্লেখিত ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্রপথে চলাচলকারী লঞ্চগুলো খুবই বিলাসবহুল এবং সীতা তাপ নিয়ন্ত্রিত । এখান থেকে আপনার পছন্দের লঞ্চ বাছাই করে আপনার ভ্রমন সম্পন্ন করতে পারেন ।

ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী

আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে ঢাকা টু কুয়াকাটা লঞ্চ সময়সূচী সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরী । কেননা যদি আপনারা কোন লঞ্চ কখন আসে এবং যায় সে সম্পর্কে জানেন তাহলে সঠিক সময়ে লঞ্চ ঘাটে পৌঁছাতে পারবেন এবং পছন্দের লঞ্চ ধরে গন্তব্যস্থলে যেতে পারবেন । এখন নিম্নে ঢাকা কুয়াকাটা সমুদ্রপথে চলাচলকারী লঞ্চ সমূহের সময়সূচী তুলে ধরা হলো ।

লঞ্চের নাম ছাড়ার সময়
এম.ভি. এ.আর. খান-১ সন্ধ্যা ৭টা
এম.ভি. প্রিন্স আওলাদ-৭ সন্ধ্যা ৭টা
এম.ভি. সুন্দরবন-৯ রাত ৮টা (বৃহস্পতিবার, রবিবার)
এম.ভি. কুয়াকাটা-১ সন্ধ্যা ৭টা
এম.ভি. সুন্দরবন-১১ রাত ৮টা (মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার)
এম.ভি. জামাল-৫ সন্ধ্যা ৭টা
এম.ভি. কাজল-৭ রাত ৮টা (বুধবার, শনিবার)
এম.ভি. ছাত্তার খান-১ সন্ধ্যা ৭টা

ঢাকা টু কুয়াকাটা লঞ্চের ভাড়ার তালিকা

ঢাকা থেকে কুয়াকাটা লঞ্চের ভাড়া কত টাকা হবে তা সাধারণত সিটের ধরনের উপর ভিত্তি করে হয়ে থাকে । আপনি যদি কম দামি সিট ব্যবহার করেন তাহলে ভাড়া কম দিতে হবে । আবার যদি বেশি দামি সিট ব্যবহার করেন তাহলে বেশি টাকা ভাড়া দিতে হবে । মোটকথা এখানে আপনি সবচেয়ে কম দামি সিট থেকে সবচেয়ে বেশি দামি সিট বুকিং করার সুযোগ পাবেন । এখন ঢাকা-কুয়াকাটা সমুদ্রপথে চলমান লঞ্চ গুলোর কোন সিটের কত টাকা ভাড়া তা তুলে ধরা হলো ।

লঞ্চের নাম সিটের ভাড়া
এম.ভি. এ.আর. খান-১ ডেকঃ ৩০০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা , ডাবল কেবিনঃ ১৬০০ টাকা
এম.ভি. প্রিন্স আওলাদ-৭ ডেকঃ ৩৫০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৯০০ টাকা , ডাবল কেবিনঃ ১৮০০ টাকা
এম.ভি. সুন্দরবন-৯ ডেকঃ ৪০০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ১২০০ টাকা , ডাবল কেবিনঃ ২৪০০ টাকা
এম.ভি. কুয়াকাটা-১ ডেকঃ ৩০০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা , ডাবল কেবিনঃ ১৬০০ টাকা
এম.ভি. সুন্দরবন-১১ ডেকঃ ৪৫০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ১৩০০ টাকা , ডাবল কেবিনঃ ২৬০০ টাকা
এম.ভি. জামাল-৫ ডেকঃ ২৫০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৭০০ টাকা , ডাবল কেবিনঃ ১৪০০ টাকা
এম.ভি. কাজল-৭ ডেকঃ ৩৫০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৯০০ টাকা , ডাবল কেবিনঃ ১৮০০ টাকা
এম.ভি. ছাত্তার খান-১ ডেকঃ ৩০০ টাকা , সিঙ্গেল কেবিনঃ ৮০০ টাকা , ডাবল কেবিনঃ ১৬০০ টাকা

এখানে উল্লেখিত সিটগুলো থেকে আপনার যেই সিট পছন্দ হয় সেই সিটের টিকিট কাটুন এবং আপনার যাত্রা সম্পন্ন করুন । তবে একটা বিষয় মাথায় রাখবেন যদি আপনি উন্নত ও বিলাসবহুল সিট পেতে চান তাহলে বেশি টাকা খরচ করতে হবে ।

আরও পড়ুন ➝ কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়

ঢাকা টু কুয়াকাটা লঞ্চের যোগাযোগ নাম্বার

আমরা যদি ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার লঞ্চের টিকিট কাটতে চাই বা কখন লঞ্চ ঘাট থেকে ছাড়বে সে সম্পর্কে জানতে চাই তাহলে কাঙ্ক্ষিত লঞ্চের যোগাযোগ নাম্বার সম্পর্কে জানা খুবই দরকার । যদি কোন সময় লঞ্চের সিডিউল চেঞ্জ হয় তাহলে আমরা ফোন করে জানতে পারবো । এখন নিচে ঢাকা-কুয়াকাটা লঞ্চের যোগাযোগ নাম্বার তুলে ধরা হলো ।

লঞ্চের নাম মোবাইল নাম্বার 
এম.ভি. এ.আর. খান-১ ০১৭১৬৭৮৯০১২
এম.ভি. প্রিন্স আওলাদ-৭
০১৭১৭৩৪৫৬৭৮
এম.ভি. সুন্দরবন-৯
০১৭১৮৯৮৭৬৫৪
এম.ভি. কুয়াকাটা-১
০১৭১৯১২৩৪৫৬
এম.ভি. সুন্দরবন-১১
০১৭২০৬৫৪৩২১
এম.ভি. জামাল-৫
০১৭২১২৩৪৫৬৭
এম.ভি. কাজল-৭ ০১৭২২৭৮৯০১২
এম.ভি. ছাত্তার খান-১
০১৭২৩৩৪৫৬৭৮

এখানে বেশ কিছু লঞ্চের যোগাযোগ নাম্বার তুলে ধরা হয়েছে । আপনার পছন্দের লঞ্চ বাছাই করে ওই লঞ্চের যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে লঞ্চ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন ।

আমাদের শেষ কথা

সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্রপথে চলাচলকারী লঞ্চ সমূহের নাম, সময়সূচী, ভাড়ার তালিকা এবং যোগাযোগ নাম্বার সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো ঢাকা থেকে কুয়াকাটা যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত লঞ্চ থেকে পছন্দের লঞ্চ বাছাই করুন । অতঃপর সেই লঞ্চের টিকিট কেটে আপনার ভ্রমণ যাত্রা সম্পন্ন করুন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
সামরিক জাদুঘর টিকেট মূল্য ২০২৪ [বিস্তারিত সবকিছু]
সামরিক জাদুঘর টিকেট মূল্য ২০২৪

আপনি কি সামরিক জাদুঘর টিকেট মূল্য কত টাকা সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ
হানিফ পরিবহন ভাড়া তালিকা ও রুট সমূহ

আমাদের অনেক ভাই ও বোন হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য খুঁজতেছেন? বিস্তারিত পড়ুন

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও কি অনলাইনে এই বিষয়ে তথ্য বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী

দেশের সবচেয়ে উন্নত এবং ব্যস্ততম শহরের নাম হচ্ছে ঢাকা । এই ঢাকায় সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জীবিকার সন্ধানে এসে বিস্তারিত পড়ুন

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন
ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও বিরতি স্টেশন

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিস্তারিত পড়ুন

রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া ও সময়সূচী ২০২৪
রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া

আমাদের অনেক ভাই ও বোন রাজশাহী টু কক্সবাজার বাস ভাড়া কত এ সম্পর্কে জানতে চান । আপনিও কি এ বিষয়ে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!