আপনি কি ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারবেন বি-বাড়িয়া ট্রেনের সময়সূচী, ভাড়া এবং কোন কোন ট্রেন চলাচল করে ।
বর্তমানে ঢাকাতে অনেক বি-বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বসবাস করছে । মূলত চাকরি ও ব্যবসার সুবাদে ঢাকায় আসা । সামনে আসছে পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ । এই ঈদে ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো বাড়ি ফিরতে মরিয়া । তাই সাধারণত বাস ও মাইক্রো ব্যবহার করে আমরা বি বাড়িয়া পৌঁছে যাই ।
আরও পড়ুন ➝ লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন কত
আপনি যদি আশপাশের লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ঈদের সময় প্রচুর জ্যাম থাকে । যদি গাড়ি একবার জ্যামে পড়ে যায় তাহলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় । প্রচুর গাড়ি ও প্রচুর মানুষ হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা সৃষ্টি হতে পারে । তাই আপনি যদি ট্রেনে ঢাকা টু বি-বাড়িয়া যান তাহলে কম সময়ে ও নিরাপদে পৌঁছাতে পারবেন ।
অতএব আজকের পোস্টে আমরা আলোচনা করতে চলেছি ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের নামের তালিকা, সময়সূচী এবং ট্রেনের ভাড়া সম্পর্কে । আপনি যদি এই সকল বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের তালিকা
ঢাকা থেকে বি-বাড়িয়া রেলপথে চলাচল করার জন্য বেশ কিছু ট্রেন চালু রয়েছে । আপনি চাইলে ঐ সকল ট্রেন ব্যবহার করে অনায়াসে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন । তাছাড়া আপনি যদি কোন কোন ট্রেন চলাচল করছে সে সম্পর্কে অবগত থাকেন তাহলে খুব সহজে ওই ট্রেনের সুযোগ সুবিধা ও উপভোগ করতে পারবেন । এখন নিচে ব্রাহ্মণবাড়িয়া রুটে যে সকল ট্রেন চলাচল করে তা উল্লেখ করা হলো ।
আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন
- মহানগার গোধুলি
- পরবত এক্সপ্রেস
- উপকুল এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- তূর্ণা
মেইল এক্সপ্রেস ট্রেন
- ঢাকা মেইল
- কর্ণফুলী এক্সপ্রেস
- সুরমা মেল
- ঢাকা এক্সপ্রেস
- তিতাস কমিউটর
- তিতাস কমিউটর
- চাট্টাল এক্সপ্রেস
- কুমিল্লা কমিউটর
ঢাকা হতে বি-বাড়িয়া যাওয়ার জন্য উপরে উল্লেখিত আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল করে থাকে । এখান থেকে আপনি যে ট্রেনটি পছন্দ করেন সেটি প্রথমে বাছাই করুন এবং ট্রেনের টিকিট ক্রয় করে আপনার যাত্রা সম্পন্ন করুন ।
ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী
আমরা ইতিপূর্বে জানতে পেরেছি বি-বাড়িয়া রুটে বেশ কিছু আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করছে । এখন আমরা ঐ সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে জানব । মূলত ট্রেনগুলো কখন যাত্রা শুরু করে এবং কখন গিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় সে সম্পর্কে জানলে আমরা সময় মত আমাদের ট্রেন ধরতে পারবো এবং যাত্রা সম্পন্ন করতে পারবো । নিচে উপরোক্ত ট্রেনসমূহের সময়সূচি ছক আকারে উল্লেখ করা হলো ।
আন্তঃনগর ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | যাত্রা শুরুর সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
মহানগার গোধুলি | ১৯ঃ২১ | ২১ঃ১০ | নাই |
পরবত এক্সপ্রেস | ২০ঃ৩০ | ২২ঃ৪০ | মঙ্গলবার |
উপকুল এক্সপ্রেস | ০৯ঃ২৯ | ১১ঃ৪৫ | বুধবার |
জয়ন্তিকা এক্সপ্রেস | ১৩ঃ১৯ | ১৮ঃ২৫ | বৃহস্পতিবার |
মহানগর এক্সপ্রেস | ১৬ঃ৪২ | ১৯ঃ১০ | রবিবার |
তূর্ণা | ০৩ঃ০২ | ০৫ঃ১৫ | নাই |
মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | যাত্রা শুরুর সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
ঢাকা মেইল | ০৩ঃ৫৪ | ০৬ঃ৫৫ | নাই |
কর্ণফুলী এক্সপ্রেস | ১৫ঃ৫২ | ১৯ঃ৪৫ | নাই |
সুরমা মেইল | ০৪ঃ২৫ | ০৯ঃ১৫ | নাই |
ঢাকা এক্সপ্রেস | ০১ঃ২৬ | ০৬ঃ৪০ | নাই |
তিতাস কমিউটর | ০৫ঃ৩০ | ০৮ঃ৩০ | নাই |
চাট্টাল এক্সপ্রেস | ১৩ঃ২৫ | ১৫ঃ৫০ | মঙ্গলবার |
কুমিল্লা কমিউটর | ০৮ঃ২২ | ১২ঃ৫০ | মঙ্গলবার |
ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ভাড়া
ঢাকা টু বি বাড়িয়া ট্রেনের ভাড়া মূলত সিট বা আসনের ধরনের উপর নির্ভর করে হয়ে থাকে । এখানে আপনি সর্বনিম্নমানের সিট থেকে শুরু করে সর্বোচ্চ মানের সিটের বুকিং করার সুযোগ পাবেন । মূলত আপনার বাজেট এবং রুচিশীলতার উপর নির্ভর করে টিকিট ক্রয় করতে পারেন । এখন নিচে বেশ কিছু সিটের ভাড়া নিচে উল্লেখ করা হলোঃ
- শোভন ——- ১২০ টাকা
- শোভন চেয়ার ——- ১৪৫ টাকা
- প্রথম আসন ——- ১৯০ টাকা
- প্রথম বার্থ ——- ২৮৫ টাকা
- স্নিগ্ধা ——- ২৭৬ টাকা
- এসি ——- ৩২৮ টাকা
- এসি বার্থ ——- ৪৮৯ টাকা
আরও পড়ুন ➝ কানাডার ভিসা পাওয়ার সহজ উপায়
উপরের যতগুলো টিকেটের নাম ও মূল্য দেওয়া রয়েছে সেগুলো থেকে আপনার বাজেট ও রুচিশীলতার উপর ভিত্তি করে যে টিকিট ভালো লাগে সেটি ক্রয় করবেন এবং আপনার ভ্রমণযাত্রা সম্পন্ন করবেন । অনলাইনে টিকিট কিনতে এবং ট্রেনের সময়সূচি জানতে ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ে মনত্রালয়ের https://eticket.railway.gov.bd/অফিসিয়াল সাইটে ভিজিট করুন ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে আমরা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের নামের তালিকা, ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পোস্টটি পড়ে থাকেন তাহলে আশা করা যায় ঢাকা হতে বি-বাড়িয়া যতগুলো ট্রেন চলাচল করে এবং ভাড়া সম্পর্কে আপনি সম্পূর্ণ অবগত হয়ে গেছেন ।
আশা করা যায় আপনি আমার এই পোস্টটি পড়ে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন । যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে রাখবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।