আমরা সচরাচর ঢাকা থেকে দিনাজপুর যাতায়াত করার জন্য বাস ব্যবহার করে থাকি । মূলত খুবই অল্প সময়ে এবং অল্প টাকা খরচ করে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাস ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম । তাই আমাদের ঢাকা থেকে দিনাজপুর বাস ভাড়া এবং সময়সূচী সম্পর্কে জানার দরকার হয় ।
আরও পড়ুন ➝ কানাডা জব ভিসার খরচ কত ও আবেদনের নিয়ম
আপনি যদি সম্পূর্ণ নতুন অবস্থায় ঢাকা টু দিনাজপুর যেতে চান তাহলে অবশ্যই এই সড়ক পথে চলাচলকারী বাসের ভাড়া কত টাকা হবে সে সম্পর্কে জানার দরকার । অন্যথায় বাস কাউন্টার থেকে অথবা বাসের হেলপার কর্তৃক আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আমরা কখনোই চাই না বাসে চলাচল করার সময় প্রতারিত হতে ।
আমরা প্রথমে জানবো ঢাকা টু দিনাজপুর সড়ক পথে কোন কোন বাস নিয়মিত চলাচল করছে । তাহলে ওই সকল বাস থেকে আমাদের পছন্দের বাস বাছাই করতে পারব । বর্তমানে ঢাকা থেকে দিনাজপুর সড়ক পথে কিছু এসি বাস এবং কিছু নন এসি বাস নিয়মিত চলাচল করছে । ওই সকল বাসের নামের তালিকা নিম্নে তুলে ধরা হলো ।
- নাবিল পরিবহন
- হানিফ পরিবহন
- এস আর ট্রাভেলস
- শ্যামলী পরিবহন
- রোজিনা এন্টারপ্রাইজ
- আহাদ এন্টারপ্রাইজ
এখানে উল্লেখিত এসি বাস এবং নন এসি বাস খুবই বিলাসবহুল এবং সীতাতাপ নিয়ন্ত্রিত । এই বাসগুলো নিয়মিত ঢাকা-দিনাজপুর সড়ক পথে চলাচল করছে । এখন আমরা উপরে উল্লেখিত বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো । তাই আপনিও যদি জানতে চান পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন শুরু করা যাক ।
ঢাকা থেকে দিনাজপুর বাসের সময়সূচী
আমাদের সকলের ঢাকা টু দিনাজপুর বাসের সময়সূচী সম্পর্কে জানা অতীব জরুরী । এর মূল কারণ হচ্ছে আমরা যদি ঢাকা থেকে দিনাজপুর সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচী সম্পর্কে অবগত হই তাহলে সঠিক সময় বাস কাউন্টারে যেতে পারব এবং পছন্দের বাস ধরে গন্তব্য স্থলে যেতে পারবো । এখন ঢাকা-দিনাজপুর সড়ক পথে চলাচলকারী এসি বাস এবং নন এসি বাসের সময়সূচি উল্লেখ করা হলো ।
বাস নাম | ছাড়ার সময় | পৌঁছার সময় |
নাবিল পরিবহন | রাত ০৮ঃ০০ | ভোর ০৫ঃ০০ |
হানিফ পরিবহন | রাত ০৯ঃ০০ | সকাল ০৬ঃ০০ |
এস আর ট্রাভেলস | রাত ১০ঃ০০ | সকাল ০৭ঃ০০ |
শ্যামলী পরিবহন | রাত ১১ঃ০০ | সকাল ০৮ঃ০০ |
রোজিনা এন্টারপ্রাইজ | রাত ১১ঃ৩০ | সকাল ০৮ঃ৩০ |
আহাদ এন্টারপ্রাইজ | রাত ১২ঃ০০ | সকাল ০৯ঃ০০ |
এখানে উল্লেখিত সবগুলো বাসের সময়সূচি বাস কাউন্টারের সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । তবে বাস কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি যে কোন সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে ।
ঢাকা থেকে দিনাজপুর বাস ভাড়া
ঢাকা হতে দিনাজপুর বাস ভাড়া সাধারণত বাসের ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে সাধারণত দুই ধরনের বাস পাওয়া যায় । যেমনঃ এসি বাস এবং নন এসি বাস । আপনি যদি এসি বাস ব্যবহার করে ঢাকা টু দিনাজপুর যাতায়াত করেন তাহলে ভাড়া বেশি লাগবে । কিন্তু নন এসি বাস ব্যবহার করে ঢাকা দিনাজপুর যাতায়াত করলে কম টাকা ভাড়া লাগবে । এখন ঢাকা থেকে দিনাজপুর সড়ক পথে চলাচলকারী এসি এবং নন এসি বাসের ভাড়া নিম্নে তুলে ধরা হলো ।
আরও পড়ুন ➝ ফ্রান্সে কোন কাজে চাহিদা বেশি ও বেতন কত
এখানে উল্লেখিত বাস গুলো থেকে সবার প্রথমে আপনার পছন্দের বাস বাছাই করুন । অতঃপর সেই বাসের টিকিট কেটে গন্তব্যস্থলে পৌঁছে যান । আপনি যদি উচ্চ আরামদায়ক এবং শীততাপ নিয়ন্ত্রিত বাস ব্যবহার করতে চান তাহলে এসি বাসের টিকিট কেটে যাতায়াত করুন ।
বাসের নাম | এসি (ভাড়া) | নন এসি (ভাড়া) |
নাবিল পরিবহন | ১৫০০ | ৯০০ |
হানিফ পরিবহন | ১৫০০ | ৯০০ |
এস আর ট্রাভেলস | ১৫০০ | ৯০০ |
শ্যামলী পরিবহন | ১৫০০ | ৯০০ |
রোজিনা এন্টারপ্রাইজ | নাই | ৮০০ |
আহাদ এন্টারপ্রাইজ | নাই | ৮০০ |
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা ঢাকা হতে দিনাজপুর সড়ক পথে চলাচলকারী কিছু এসি বাস এবং কিছু নন এসি বাসের নাম, ভাড়ার তালিকা এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত জেনেছি । আপনি যদি কখনো ঢাকা টু দিনাজপুর যেতে চান তাহলে সবার প্রথমে যে কোন একটি বাস বাছাই করুন । তারপর সেই বাসের টিকিট কেটে গন্তব্য স্থলে পৌঁছে যান ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলিতে শেয়ার করবেন । তাছাড়া এই পোস্ট সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।