প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আপনি কি তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য জানতে চাচ্ছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গায় এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা কিভাবে মহিলারা তারাবির নামাজ পড়বে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো ।
আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ২ মার্চ ২০২৫ রোজ রবিবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস শুরু হয়েছে । অর্থাৎ আমাদের প্রথম রোজা শুরু হয়েছে । কিন্তু গতকাল থেকেই তারাবির নামাজ শুরু হয়ে গেছে । কারণ আমরা জানি তারাবির নামাজ রোজার আগের দিন থেকে শুরু হয় ।
সাধারণত রোজার আগের দিন থেকে তারাবি শুরু হয়ে রোযা শেষ হওয়ার আগের দিনে তারাবির নামাজ শেষ হয় । আমরা অনেকেই কিভাবে তারাবির নামাজ পড়তে তা জানি না । বিশেষ করে মহিলাদের জন্য তারাবির নামাজ পড়ার কি কি বিধান রয়েছে বা নিয়ম-কানুন কি সে সম্পর্কে আমরা অবগত নই ।
রমজান মাসে আমরা যেহেতু প্রচুর পরিমাণে ইবাদতে ব্যস্ত থাকি তাই তারাবির নামাজ পড়া আমাদের সকল মুসলমানদের জন্য অপরিহার্য একটি ইবাদত । আপনি যদি একজন মেয়ে অথবা মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই তারাবির নামাজ পড়া আপনার জন্য দায়িত্ব ও কর্তব্য ।
এখন আমরা কিভাবে মহিলাদের জন্য তারাবির নামাজ আদায় করা যায় এ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো । আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে অবগত না হয়ে থাকেন তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন । তো চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক ।
তারাবির নামাজের সঠিক সময়
আমরা সাধারণত মাঝ রাতে উঠে প্রথমে সেহেরী খাই এবং রোজার জন্য নিয়ত করে থাকি । তারপর মহান আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা সারাদিন উপবাস থাকি । অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করে । তারপর যোহরের নামাজ ও আসরের নামাজ আদায় করা হয় সবশেষে মাগরিবের আজানের মাধ্যমে আমরা রোজা শেষ করে ইফতার করি ।
আরও পড়ুন ➝ [২৫০+] আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ
সারাদিন রোজা রাখার পর আমরা ইফতার শেষ করে তারাবির নামাজের জন্য তৈরি হই । মূলত তারাবির নামাজের সঠিক সময় ইশার নামাজের পর আপনি যদি তারাবির নামাজ জামাতে আদায় করেন । তাহলে অনেক বেশি সওয়াব লাভ করতে পারবেন । কারণ জামাতে তারাবির নামাজ আদায় করা বরকত পূর্ণ বেশি । মহিলারা তারাবির নামাজ নিজেরা ঘরে আদায় করে নিবেন ।
তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
আপনি যদি একজন মেয়ে অথবা মহিলা হয়ে থাকেন তাহলে তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে জানা দরকার । আমাদের সবার প্রথমে জানতে হবে তারাবির নামাজের রাকাত সংখ্যা কতটি । আমরা সাধারণত তারাবির নামাজ ২০ রাকাত পড়ে থাকি । কিন্তু কেউ কেউ তারাবির নামাজ ৮ রাকাতও পড়েন ।
এখানে কোন বাধ্যতামূলক নেই আপনার সম্পূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে । আপনি চাইলেন ৮ রাকাতের মাধ্যমে তারাবির নামাজ আদায় করতে পারেন । কিন্তু আমরা যেহেতু রমজান মাসের প্রচুর ইবাদতে ব্যস্ত থাকতে চাই তাই আমাদের ২০ রাকাত আদায় করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় ।
মহিলারা তারাবির নামাজ আদায়ের জন্য সম্পূর্ণরূপে পর্দা নিশ্চিত করতে হবে । তাদের পোষাক এমন হওয়া উচিত যাতে সম্পূর্ণ শরীর পর্যন্ত আবৃত অবস্থায় থাকে । কোন খোলামেলা পোশাকে মহিলারা তারাবির নামাজ আদায় করবেন না । পর্দার মাধ্যমে পুরো শরীর আবৃত করে তারপর তারাবির নামাজ আদায় করুন ।
সাধারণত মহিলারা নিজেদের ঘরে তারাবির নামাজ আদায় করে থাকেন । তবে আপনি চাইলে জামাতের মাধ্যমে তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারেন । তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন জামাতে তারাবির নামাজের ক্ষেত্রে আপনার পরিপূর্ণ পর্দা থাকা আবশ্যক ।
আপনি তারাবির নামাজ আদায়ের পূর্বে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবেন । এক্ষেত্রে আপনার অবশ্যই শরীর পাক ও পবিত্র থাকা জরুরি । বিশেষ করে মহিলারা মাসিক চলাকালীন থাকে তাহলে কোন ভাবে তারাবির নামাজ আদায় করতে যাবেন না । তাহলে আপনার তারাবির নামাজ হবে না ।
মহিলাদের তারাবির নামাজ আদায়ের পদ্ধতি
এতক্ষণ আমরা কিভাবে মহিলারা তারাবির নামাজের পূর্ব প্রস্তুতি পোশাক আশাক ও তারাবির নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । এখন কিভাবে তারাবির নামাজ আদায় করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব । তাই নিচের তথ্য গুলো ফলো করতে থাকুন ।
- প্রথমে অন্তরে নিয়ত করুন এবং তাকবীর বলে নামাজ শুরু করুন ।
- সানা (সুবহানাকাল্লাহুম্মা ওয়া….) পড়ে নিবেন
- সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তে হবে
- রুকু ও সিজদা যথাযথভাবে আদায় করতে হবে
- দুই রাকাত আদায় শেষে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে হবে
- অতঃপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে ।
মূলত উল্লেখিত যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে মহিলারা ঠিক সেভাবে তারাবির নামাজ আদায় করবে । সাধারণত দুই রাকাত পড়ার পর সালাম ফিরে নামাজ শেষ করতে হয় । আবার নতুন করে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতে হয় । অতঃপর চার রাকাত তারাবির নামাজ আদায় শেষে কিছু সময় বিরতি নিতে হয় ।
মহিলাদের তারাবির নামাজের দোয়া
আমরা জানি তারাবির নামাজ দুই রাকাত করে আদায় করতে হয় । প্রথমে দুই রাকাত তারাবির নামাজ আদায় করার পর আবার নতুন করে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতে হয় । যখন সর্বমোট চার রাকাত তারাবির নামাজ আদায় শেষ হয় তখন কিছু সময় বিশ্রাম নিতে হয় ।
ঠিক ওই বিশ্রামের সময় তারাবির নামাজের একটি দোয়া রয়েছে সেই দোয়া আমাদের পড়তে হয়। আমরা এখন তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণে জানবো । নিচে তারাবির নামাজের দোয়া তুলে ধরা হলো ।
তারাবির নামাজের দোয়া – সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি । সুবহানাল মালিকিল কুদ্দুসিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু । ছুব্বুহুন কুদ্দুসুন, রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়াল রুহ।
তারাবির নামাজের দোয়ার অর্থ – আল্লাহ পবিত্র ও মহিমাময়, রাজ্য ও মহত্বের একমাত্র অধিপতি । তিনি সম্মানিত, মহিমান্বিত ও পরাক্রমশালী । সর্বশক্তিমান, গৌরবময় ও অসীম প্রতাপের অধিকারী । তিনি চিরঞ্জীব, কখনো নিদ্রামগ্ন হন না এবং কখনো মৃত্যুবরণ করেন না । তিনি বরকতময় ও পবিত্র, আমাদের প্রতিপালক, ফেরেশতাকুলের অধিপতি এবং জিবরাইল (আ.) এরও পালনকর্তা ।
মহিলাদের তারাবির নামাজের মোনাজাত
আমরা যখন তারাবির নামাজ সম্পূর্ণরূপে শেষ করব তখন আমরা অবশ্যই তারাবির নামাজের জন্য মোনাজাত করব । এক্ষেত্রে আমরা তারাবির নামাজের জন্য নির্দিষ্ট একটি মোনাজাত দোয়া রয়েছে সেই দোয়াটি পাঠ করব । নিচে তারাবির নামাজের মোনাজাত বাংলাতে দেয়া হলো ।
তারাবির নামাজের মোনাজাত – আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নার । ইয়া খালিকাল জান্নাতি ওয়ান্নার, বিরহমাতিকা । ইয়া আজিজু, ইয়া গাফফারু, ইয়া কারিমু, ইয়া সাত্তার, ইয়া রহীমু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বাররু । আল্লাহুম্মা আজিরনা মিনান্নার । ইয়া মুজীরু, ইয়া মুজীরু, ইয়া মুজীরু, বিরহমাতিকা, ইয়া আরহামার রাহিমীন ।
তারাবির নামাজের মোনাজাতের অর্থ – সকল পবিত্রতা তাঁরই, যিনি ইহজগৎ, ফেরেশতা ও সমগ্র সৃষ্টির প্রভু । আমি সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি, যিনি মহান, গৌরবময়, শক্তিশালী, ভীতিপ্রদ ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী । আমি সেই প্রতিপালকের গুণগান করছি, যিনি চিরঞ্জীব, যাঁর কখনও নিদ্রা আসে না এবং যিনি কখনও মৃত্যুবরণ করেন না । তিনি সর্বদা পবিত্র ও নির্ভুল। তিনি আমাদের প্রতিপালক, ফেরেশতাকূলের ও সমস্ত আত্মার পালনকর্তা । আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই । আমরা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি, জান্নাতের প্রত্যাশা করি এবং জাহান্নাম থেকে মুক্তি চাই ।
আমাদের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা রমজান মাসের পবিত্রতম ইবাদত মহিলাদের তারাবির নামাজ আদায় করার নিয়ম-কানুন, পদ্ধতি, তারাবির নামাজের মোনাজাত ও দোয়া সম্পর্কে আলোচনা করেছি । আপনি যদি রমজান মাসে প্রতিটি তারাবি আদায় করতে চান তাহলে প্রথমে তারাবির নামাজের নিয়ম কানুন ও অন্যান্য বিধি-বিধান মেনে তারপর আদায় করুন ।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।